ফটোকপি মেশিনের দাম কত 2024 || ফটোকপি মেশিনের দাম বাংলাদেশে

আপনি নিশ্চয়ই নতুন জেরক্স এর দোকান করার কথা ভাবছেন যার কারণেই ফটোকপি মেশিনের দাম কত খোঁজ করছেন। অর্থাৎ গুগলে ফটোকপি মেশিনের দাম কত বাংলাদেশে সেই বিষয়ে সার্চ করেছেন। আজকে আমি আপনাদের ফটোকপি মেশিনের দাম এবং জেরক্স বিজনেস সম্বন্ধে ভালোভাবে পরিচিতি করিয়ে দেব। প্রিয় পাঠক দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।

google news

বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি লাভজনক এবং কম পুঁজিতে ভালো ব্যবসা হলো ফটোকপি ব্যবসা অর্থাৎ জেরক্সের ব্যবসা। যেহেতু এই ব্যবসাটি কম পুঁজিতে চালু করা যায় এবং এতে লস হওয়ার সম্ভাবনা অনেক কম যেই কারণে বাংলাদেশে ব্যাপক হারে ফটোকপি মেশিনের চাহিদা বেড়ে চলেছে। তাহলে চলুন আপনাদের জানিয়ে রাখি ফটোকপি মেশিনের দাম কত চলছে বাংলাদেশ।

ফটোকপি মেশিনের দাম কত

বিভিন্ন কোম্পানির মডেল অনুযায়ী ফটোকপি মেশিনের দাম আলাদা আলাদা রয়েছে। তবে ফটোকপি মেশিনের দাম 60 হাজার টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমরা বিশেষ কয়েকটি ফটোকপি মেশিনের দামের তালিকা নিচে দিয়েছি।

ফটোকপিয়ার মডেলবাংলাদেশে দাম
Kyocera TASKalfa 2321 Photocopier86,500 টাকা
Ricoh IM 2500 Black and White Multifunction Photocopier2,35,000 টাকা
Ricoh M 2701 Multifunctional Photocopier1,50,000 টাকা
Sharp BP-30M28 Digital Photocopier1,96,000 টাকা
Canon ImageRunner C3222L MFC Color Laser Photocopier3,00,000 টাকা
Sharp BP-20C25 Digital Color Photocopier2,10,000 টাকা
Kyocera TASKalfa 2553ci Multifunctional Photocopier3,85000 টাকা
Kyocera TASKalfa 2320 Monochrome Multifunction Copier75,000 টাকা
Canon imageRUNNER Advance C3520/C3520i Color Copier65,000 টাকা
Ricoh M2700 A3 Black & White Photocopier1,15,000 টাকা

আমাদের প্রিয় বন্ধুরা যারা নতুন ফটোকপি মেশিনের ব্যবসা বা ফটোকপি মেশিন লাগিয়ে জেরক্স এর ব্যবসা করতে চাইছেন তাদের জন্য উপরে দেওয়া তালিকাটি অনেক সাহায্য করতে পারবে বলে আমরা মনে করি। আমাদের দেওয়া ফটোকপি মেশিনের দাম কত প্রতিবেদনটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বন্ধু অথবা আত্মীয় এর সাথে শেয়ার করতে ভুলবেন না।

2 আনা সোনার আংটির দাম কত 2024 | 2 Ana Gold Ring Price in Bangladesh

ফটোকপি মেশিন কি ?

ফটোকপি মেশিন একটি বাংলা শব্দ ইংরেজিতে জেরক্স বলা হয়। ফটোকপি মেশিন এমন একটি যন্ত্র যেখানে আপনি একটি কাগজের সিট দেওয়ার পর মেশিনটির মাধ্যমে একটি আলো যাওয়ার পর হুবহু মেশিনে দেওয়া কাগজের সিটে যা কিছু লেখা অথবা ছবি থাকবে সেগুলি অন্য একটি কাগজের মাধ্যমে বেরিয়ে আসবে।

ফটোকপি মেশিনের দাম কত

ফটোকপি মেশিনের ধরন

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফটোকপি মেশিন পাওয়া যায়, যেখানে সব থেকে বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি মেশিন ব্যবহার করা হয়। এরপর কালার ফটোকপি মেশিন এবং মাল্টিকালার ফটোকপি মেশিন দেখতে পাওয়া যায়, তবে বিভিন্ন কোম্পানি এবং মডেল অনুযায়ী ফটোকপি মেশিন এর স্পিড এবং ফটোকপির কোয়ালিটি আলাদা আলাদা ধরনের হয়ে থাকে।

ফটোকপি মেশিন কেনার সময় যেগুলি খেয়াল রাখতে হবে

ফটোকপি মেশিন একটি আধুনিক প্রতিলিপি মেশিন এবং এই মেশিনের দাম অনেকটাই বেশি যার কারণে যে কোনো ফটোকপি মেশিন কেনার আগে অবশ্যই মেশিনটিতে স্ক্যান করার ক্ষমতা, নেটওয়ার্ক সংযোগ, টোনার এবং ফটোগ্রাফির গুণগত মান দেখে কেনা উচিত। কারণ ফটোকপি মেশিন একবার খারাপ হলে তা রিপেয়ার করতে অনেক টাকাই খরচ হয়।

বাংলাদেশে গিটার এর দাম কত 2024 | Guitar Price in Bangladesh

ফটোকপি মেশিনের আয়ু কতদিন

বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল বাজারে আছে তবে সাধারণভাবে একটি ফটোকপি মেশিনের আয়ু 5 থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি সাধারণ মানের একটি ফটোকপি মেশিন কেনেন তাহলে সেটি 5 বছর পর্যন্ত অনায়াসে চলতে সক্ষম এবং একটু উন্নত মানের ফটোকপি মেশিন যদি কেনেন তা প্রায় 10 বছর পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই চলতে পারবে।

ফটোকপি মেশিন কি ভাড়া পাওয়া যায় ?

অবশ্যই পৃথিবীতে সব জিনিসই ভাড়া পাওয়া যায়। কারণ সবার পক্ষে বহু টাকা খরচ করে কেনার মত ক্ষমতা থাকে না, যার কারণে বিভিন্ন কোম্পানি অথবা ফটোকপি মেশিনের মালিক নিজে ফটোকপি মেশিন দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ফটোকপি মেশিনটি যেন ভালো মানের হয় এবং তার থেকে যেন ভালো মানের ইনকাম হয়।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment