আগের বছরই ভারতে এইচটেক তাদের Honor 90 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল, প্রায় তিন বছর পর আবার নতুন করে ভারতে অনর আসছে। আগের সপ্তাহেই সংস্থাটি এদেশে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার বিষয়ে টিজার প্রকাশ করেছিল তবে অনরের তরফ থেকে ডিভাইসটির নাম প্রকাশে আনা হয়নি। ডিভাইসটির ডিজাইন দেখে খানিকটা আন্দাজ করা হয়েছে Honor X9b হতে পারে, যেটি অক্টোবর মাসে প্রথম প্রকাশ করা হয়েছিল।
এইচ টেক এর সিইও মাধব শেঠ কালকে একটি টিজার প্রকাশ করেছেন যেখানে দেখানো হয়েছে Honor X9b স্মার্টফোনটি উঁচু জায়গা থেকে ফেলে পরীক্ষা করা হচ্ছে। এই ড্রপ টেস্টের মাধ্যমে দেখানো হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে কতখানি শক্তিশালী।
Honor X9b ভারতের লঞ্চের জন্য টিজার প্রকাশে এলো
এইচ টেক এর সিইও মাধব শেঠ X প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করা টিজারে স্মার্টফোনটির নাম স্পষ্টভাবে উল্লেখ করেনি। তবে শেয়ার করা পোস্টে ‘X’ লেখাটির মাধ্যমে বোঝা যাচ্ছে এই ডিভাইসটি এক্স সিরিজের ফোন হবে। টিজারের মাধ্যমে কার্ভ এজ ডিসপ্লেটিকে নির্দেশ করে দেখানো হয়েছে।
বিভিন্নভাবে 8 ফুট এবং তার থেকেও বেশি উচ্চতা থেকে ফোনটিকে নিচে ফেলে দুর্দান্তভাবে ড্রপ টেস্ট করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে কোনো রকম ক্ষতি ছাড়াই ডিসপ্লেটি প্রত্যেকটি ড্রপ টেস্ট পাস করেছে। তবে এর আগেও সংস্থাটি অন্যান্য দেশেও একই রকম টিচার শেয়ার করেছিল যেখানে স্পষ্ট করা হয়েছে যে এই ডিভাইসটির ডিসপ্লেটি কতটা শক্তিশালী। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভারতের বাজারে আসন্ন এই স্মার্টফোনটিতে স্পেসিফিকেশন গুলি কি কি থাকছে।
Honor X9b Specification
অনরের এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে শক্তিশালী 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে সাথেই পারফরম্যান্স করার জন্য রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট যা Android v13 উপর নির্ভর করে Magic OS 7.2 কাস্টমস স্কিনে চলবে। এছাড়া 8 GB র্যাম + 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ অফার করা হয়েছে।
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm SM6450 Snapdragon 6 Gen 1 (4 nm) Processor |
RAM | 8 GB+ 12 GB |
Internal Storage | 256 GB Inbuilt Memory |
Display | AMOLED, 1B colors, 120Hz, 1200 nits (peak) 6.78 inches, 112.6 cm2 (~91.2% screen-to-body ratio) |
Resolution | 1220 x 2652 pixels (~431 ppi density) |
Refresh Rate | 120Hz |
Rear Camera | 108 MP+ 5MP+ 2MP Rear Camera |
Rear Camera Video | 4K@30fps, 1080p@30fps |
Front Camera | 16 MP Wide Angle Lens |
Front Camera Video | 1080p@30fps |
Battery Capacity | 5800 mAh |
Charging | 35W wired Reverse wired |
General | SIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable |
Operating System | Android v13 |
Realme Note 1 : 108 মেগাপিক্সেল ক্যামেরা OLED ডিসপ্লে নিয়ে বাজারে আসছে, রইল ছবি
Honor X9b Camera
অনর তাদের এই স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য পিছনের দিকে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অফার করেছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য দুর্দান্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে।
Honor X9b Display
অনর স্মার্টফোনের ডিসপ্লে গুলির ব্যাপারে আমরা সকলেই জানি, সংস্থাটি তাদের প্রত্যেকটি স্মার্টফোনে অসাধারণ কোয়ালিটির ডিসপ্লে প্রদান করে। এখানে এই ডিভাইসটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1.5K রেজুলেশন সাপোর্ট করে এবং 120 Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে যা স্মার্টফোনটিকে অনেক স্মুথ চলতে সাহায্য করবে। এছাড়াও ডিসপ্লেটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
Honor X9b Processor
পারফরমেন্স বাড়ানোর জন্য অনার এই স্মার্টফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসরটি ব্যবহার করেছে। এই প্রসেসরের মাধ্যমে পাবাজির মতো গেম খুব সহজেই খেলতে পারবেন। এছাড়া এই প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে, ডিভাইসটি Android v13 অপারেটিং সিস্টেমের মাধ্যমে Magic OS 7.2 কাস্টম স্কিনে চলবে।
Honor X9b Battery & Charger
এত সুন্দর স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য সংস্থাটি অফার করেছে 5,800 mAh এর শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 35 ওয়াটের USB Type-C ফার্স্ট চার্জার। যার মাধ্যমে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে, অন্যান্য ফিচার হিসেবে পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াইফাই এবং ব্লুটুথ।