Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল

Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল :- 2023 সালের অক্টোবর মাসে ভারতের বাজারে Vivo কোম্পানির Vivo Y200 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই সময়, স্মার্টফোনটি কেবলমাত্র 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে বাজারে লঞ্চ করা হয়েছিল। তবে এই 2024 সালে এই স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিটি Vivo Y200 5G স্মার্টফোনটির দ্বিগুণ স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পুনরায় লঞ্চ করা হয়েছে। যা 25,000 টাকার মধ্যে এই ফোনটিকে আরও দুর্ধষ করে তুলেছে। Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল

Vivo Y200 5G স্মার্টফোনটির নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টেও 8 GB RAM রয়েছে। কিন্তু এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 128 GB থেকে বাড়িয়ে 256 GB করা হয়েছে, যা আপনাকে পুরানো স্মার্টফোনটির দ্বিগুণ স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার করে। নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটি 23,999 টাকার বিনিময়ে Flipkart ইকমার্স সাইটে উপলব্ধ আছে। এই ফোনটি মোট দুটি রঙের সাথে বাজারে উপলব্ধ জঙ্গল গ্রিন ও ডেজার্ট গোল্ড। আপনাদের বলে রাখি, Vivo Y200 5G স্মার্টফোনটির পুরানো স্টোরেজ ভ্যারিয়েন্টটি 8 GB RAM + 128 GB ইন্টারনাল স্টোরেজ 21,999 টাকায় আপনি নিজের করে নিতে পারেন।

Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল

Vivo Y200 5G Specification

SpecificationsDetails
ProcessorQualcomm SM4375 Snapdragon 4 Gen 1
RAM8 GB
Internal Storage128 GB, 256 GB 
Display6.67  inches; AMOLED
Resolution1080 x 2400 Pixels; 395 PPI
Refresh Rate120 Hz
Display TypePunch hole display
Rear Camera64 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera2 MP Ultra-Wide Angle Camera
Video Recording (Rear)1080p@30fps
Front Camera16 MP Wide Angle Lens
Battery CapacityLi-Ion 4800 mAh
Charging Speed44W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano, SIM2: Nano
5G SupportYes
Expandable StorageNo
DurabilityDust Resistant, Water Resistant
Operating SystemAndroid 13
Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Vivo Y200 5G নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টটি কত GB স্টোরেজের সাথে আসছে?

Vivo Y200 5G নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টটি 8 GB RAM + 256 GB স্টোরেজের সাথে এসেছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment