ভারতের পর এবার গ্লোবাল মার্কেটে 200 MP ক্যামেরা এবং 120W চার্জার নিয়ে চলে এলো Redmi Note 13 Pro Plus 5G

Subham

Updated on:

Redmi Note 13 Pro Plus 5G

Redmi তাদের Redmi Note 13 Pro 5G সিরিজের স্মার্ট ফোনগুলি চীন এবং ভারতের বাজারে লঞ্চ করার পর বিশ্ববাজারে প্রকাশ করতে চলেছে। বিশ্বের বাজারে Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro Plus 5G দুটি ডিভাইসে ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সাথেই 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং শক্তিশালী ব্যাটারি অফার করেছে। চলুন তাহলে Redmi Note 13 Pro 5G সিরিজের স্মার্ট ফোন গুলির দাম এবং স্পেসিফিকেশনগুলি ভালোভাবে জেনে নেওয়া যাক। 

google news

Redmi Note 13 Pro Plus 5G Specification 

সব থেকে প্রথমে এই সিরিজের সর্বোচ্চ ভেরিয়েন্টের ব্যাপারে জানা যাক Redmi Note 13 Pro Plus 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে প্রদান করা হয়েছে। ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট এর সাথে 2712 x1220 পিক্সেল রেজুলেশন বর্তমান এবং ডিসপ্লেটি সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাসের প্রটেকশন দেওয়া হয়েছে, আরো বিস্তারিত স্পেসিফিকেশনগুলি নিচে দেওয়া হল। 

Redmi Note 13 Pro Plus 5G
SpecificationsDetails
ProcessorMediatek Dimensity 7200 Ultra (4 nm) Processor
RAM8 GB+ 12 GB
Internal Storage256 GB Inbuilt Memory
DisplayAMOLED, 68B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 1800 nits (peak)
6.67 inches, 107.4 cm2 (~89.7% screen-to-body ratio)
Resolution1220 x 2712 pixels, 20:9 ratio (~446 ppi density)
Refresh Rate120Hz
Rear Camera200 MP+ 8 MP+ 2 MP Rear Camera
Rear Camera Video4K@24/30fps, 1080p@30/60/120fps, gyro-EIS
Front Camera16 MP Wide Angle Lens
Front Camera Video1080p@30/60fps
Battery Capacity5000 mAh
Charging120W wired, PD3.0, 100% in 19 min (advertised)
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v13 (IMUI 14)

Redmi Note 13 Pro Plus 5G Camera

ক্যামেরার মামলায় রেডমি অন্যান্য স্মার্টফোনগুলিকে জোরদার টক্কর দেয়, এখানেও ডিভাইসটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাযুক্ত একটি সুন্দর ট্রিপিল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া সামনের দিকে সেলফি তোলার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 

Redmi কম্পানি খুব তাড়াতাড়ি Redmi A3 ফোনটি লঞ্চ করতে চলেছে তাও খুব সস্তায়

Redmi Note 13 Pro Plus 5G Display

এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে কোনো কথা হবে না, এখানে আপনি পেয়ে যাচ্ছেন বড় সাইজের 6.67 ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড (CrystalRes AMOLED) ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 2712×1220 (1.5K) পিক্সেলের এবং এটি 1800 নিট পিক ব্রাইটনেস যুক্ত এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট বর্তমান, যা ডিভাইসটিকে স্মুথ চলতে সাহায্য করে। ইউজারদের চোখের সুরক্ষার কথা ভেবে ডিসপ্লেটিতে ডলবি ভিশন সাপোর্ট দেখা যাচ্ছে যা টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland)-এর সার্টিফিকেশন প্রাপ্ত। ডিসপ্লেটির সুরক্ষার কথা ভেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রটেকশন। 

Redmi Note 13 Pro Plus 5G

Redmi Note 13 Pro Plus 5G Processor 

রেডমির এই দুর্দান্ত ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimencity 7200 Ultra প্রসেসর যা এই মডেলটির সাথে দারুণভাবে পারফরম্যান্স দেখাতে পারবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনটি Android v13 অপারেটিং সিস্টেমের মাধ্যমে MIUI 14 কাস্টমস স্কিনে রান করবে। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, মিউজিক এক্সপেরিয়েন্স উপভোগ করার জন্য ডুয়েল স্পিকার যা ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত এছাড়া জল এবং ধুলো প্রতিরোধ করার জন্য IP68 রেটিং প্রাপ্ত।  

108MP ক্যামেরা নিয়ে Honor X9b খুব শীঘ্রই ভারতে লঞ্চ করছে নতুন স্মার্টফোন, কি থাকছে জানুন

Redmi Note 13 Pro Plus 5G Battery & Charger

দুর্ধর্ষ এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি যা 120 ওয়াট USB Type-C চার্জারের মাধ্যমে মাত্র 19 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, যদিও ফুল চার্জের বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ।

Redmi Note 13 Pro Plus 5G Price

বিশ্ববাজারে এই স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে, যেগুলি হলো মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট, অরোরা পারপেল এবং এটি দুটি স্টোরেজ অপশন এর সাথে অফার করা হয়েছে যার প্রারম্ভিক রিটেইল মূল্য (8GB +256 GB এর জন্য) হবে 400 ডলার (প্রায় 33,130 টাকা)। ভারতে এই ফোনটির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment