Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে

Subham

Updated on:

Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে

Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে :- বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অনলাইন সাইট থেকে জানা যাচ্ছে যে, Sony কোম্পানি তাদের ক্যামেরার জন্য বিখ্যাত Sony Xperia সিরিজের মধ্যে Sony Xperia 1 VI নামের সাথে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে খুব শীগ্রই। 2023 সালে এই ফোনটির বিষয়ে প্রথম জানা গেলেও, এই ফোনটি সম্পর্কে তারপর থেকে আর কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু, এই মুহূর্তে আবার পুনরায় Sony Xperia 1 VI স্মার্টফোনটির একাধিক স্পেসিফিকেশন বিভিন্ন অনলাইন সাইটে ফাঁস হয়ে গিয়েছে। Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে

Insider Sony নামের একটি নতুন X হ্যান্ডেলের মাধ্যমে একটি স্মার্টফোনে ছবি শেয়ার করা হয়েছে, যেই ছবিটি দেখে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি Sony Xperia 1 VI হলেও হতে পারে। এই ছবিটিতে দেখা গেছে ফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ এর সাথে লঞ্চ হবে। আসা করা হচ্ছে তিনটি ক্যামেরাই 48 MP এর হবে। এছাড়াও, জানা যাচ্ছে এই সিরিজের আগের ফোন Sony Xperia 1 V এর মতোই এই নতুন Sony Xperia 1 VI ফোনটির প্রাইমারি লেন্সেও Exmor T প্রযুক্তি ব্যবহার করবে Sony কোম্পানি। এই প্রযুক্তির উপকারিতা হল ক্যামেরায় খুব ভালো এল গ্রহণ করতে পারে এবং এই প্রযুক্তিটি কম নয়েজের সবসময় প্রতিশ্রুতি দেয়। আসা করা হচ্ছে এই স্মার্টফোনের তিনটি ক্যামেরা লেন্সই এই প্রযুক্তির সাথে বাজারে আসবে।

Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে

Sony Xperia 1 VI Specification (সম্ভাব্য)

SpecificationsDetails
ProcessorQualcomm Snapdragon 8 Gen3
RAM12 GB
Internal Storage256 GB 
Display6.6  inches; OLED Screen
Resolution1644 x 3840 Pixels; 633 PPI
Refresh Rate120 Hz
Display TypePunch hole display
Protection Corning Gorilla Glass Victus 2
Rear Camera48 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera48 MP Ultra-Wide Angle Camera
Macro Camera48 MP Macro Camera
Video Recording (Rear)4K@30fps
Front Camera12 MP Wide Angle Lens
Battery Capacity5000 mAh
Charging Speed33W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano, SIM2: Nano
5G SupportYes
Expandable StorageYes
DurabilityDust Resistant, Water Resistant
Operating SystemAndroid v14

Sony Xperia 1 VI স্মার্টফোনটির Display

বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে Sony Xperia 1 VI ফোনটির Display সম্পর্কে যা জানা গেছে তা হল, এই ফোনটিতে 6.6 ইঞ্চ OLED ডিসপ্লে দেওয়া হবে যার ডেনসিটি 633 ppi থাকবে। এছাড়াও, এই ফোনটির ডিসপ্লেতে আপনি 120Hz রিফ্রেশরেট পেয়ে যাবেন। ডিসপ্লেটিতে রেজুলেশন থাকছে 1644 x 3840 পিক্সেলের এবং এই ফোনটিতে আপনি ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে পেয়ে যাবেন বলে আসা করা হচ্ছে।

Sony Xperia 1 VI স্মার্টফোনটির Camera Quality

এর আগেও আমরা Sony কোম্পানির স্মার্টফোনগুলি দেখেছি, যেখানে ক্যামেরা গুলি ফটোগ্রাফির জন্য দারুন। তবে এই নতুন স্মার্টফোনটির ব্যাক প্যানেলে চমৎকার একটি ট্রিপিল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে 48 MP এর প্রাইমারি সেন্সর, 48 MP এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং 48 MP এর একটি ম্যাক্রো ক্যামেরা। একইভাবে সামনের দিকে থাকছে সেলফি তোলার জন্য 12 MP এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

Sony কোম্পানি তাদের নতুন ফোন Sony Xperia 1 VI এর সাহায্যে DSLR লেভেলের ছবি উঠবে বলে জানিয়েছে

Sony Xperia 1 VI স্মার্টফোনটির Processor

Sony কোম্পানির ধারা অনুযায়ী, আসা করা হচ্ছে এই আসন্ন Sony Xperia 1 VI স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরটি থাকবে। যার ফলে এই ফোনটি খুব ভালো পারফরমেন্স দেবে বলে আসা করা হচ্ছে। এছাড়াও, এই প্রসেসরটি 5G সাপোর্ট করতে সক্ষম।

Sony Xperia 1 VI স্মার্টফোনটির Battery & Charger

এত সুন্দর মোবাইলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জার সাপোর্ট করে। ব্যাটারিটি একবার ফুল চার্জ হওয়ার পর নিশ্চিন্তে 9 থেকে 10 ঘন্টা অবধি ব্যবহার করতে পারবেন।

Note :- Sony Xperia 1 VI স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশন এখনও সমানে না এলেও, 2023 সালের সেপ্টেম্বর মাসের সূত্র অনুযায়ী বলা যায় যে, 2024 সালের 28 শে ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত MWC 2024 ইভেন্টের মঞ্চ থেকে এই প্রিমিয়াম স্মার্টফোনটিকে লঞ্চ করা হতে পারে। কিন্তু, 2024 সালের 26 শে ফেব্রুয়ারি মাসে MWC 2024 ইভেন্ট অনুষ্ঠিত হবার একটি ছবি সামনে এসেছে, যার কারণে ভাবা হচ্ছে Sony Xperia 1 VI ফোনটি এই ইভেন্ট থেকেও লঞ্চ করা হতে পারে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment