আগামী মাসে ভারতের বাজারে লঞ্চ হবে itel Power series এর এই তিনটি স্মার্টফোন

আগামী মাসে ভারতের বাজারে লঞ্চ হবে itel Power series এর এই তিনটি স্মার্টফোন :- জনপ্রিয় টেক কোম্পানি itel ভারতের বাজারে তাদের খুবই অল্প দামে সুন্দর স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন series লঞ্চের জন্য প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে। আমরা বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে খবর পেয়েছি itel কোম্পানি তাদের নতুন itel Power series এর ওপর কাজ করছে। এছাড়াও, খবর পাওয়া যাচ্ছে itel কোম্পানি তাদের নতুন itel Power series এর মধ্যে মোট তিনটি ফোন লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, অ্যাডভান্স স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত এই স্মার্টফোনের series টি 2024 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে। আগামী মাসে ভারতের বাজারে লঞ্চ হবে itel Power series এর এই তিনটি স্মার্টফোন এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

আগামী মাসে ভারতের বাজারে লঞ্চ হবে itel Power series এর এই তিনটি স্মার্টফোন

বিভিন্ন অনলাইন মাধ্যমের তথ্য অনুযায়ী itel Power সিরিজের মধ্যে মোট তিনটি ফোন ভারতের বাজারে 2024 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হবে। এই স্মার্টফোন সিরিজটির জন্য itel কোম্পানি Google কোম্পানির সাথে যুক্ত হয়েছে এবং এই সিরিজের যে কোনো একটি ফোনে global-first Android version দেওয়া হবে বলে জানা যাচ্ছে, যা হয়তোবা অপারেটিং সিস্টেমের অপ্টিমাইজড ভার্সন হবে বলে জানা যাচ্ছে। এই সিরিজের অপর একটি ফোনের বিশেষ গুন্ হবে ফোনটির Fast Charging ফিচার, এই ফিচারে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ হবার সাথে সাথে ফোনটির ব্যাটারিকেও ভালো রাখবে। এছাড়াও, itel Power series এর নতুন ফোনগুলিতে অ্যাডভান্স memory feature থাকবে বলে জানা যাচ্ছে।

আগামী মাসে ভারতের বাজারে লঞ্চ হবে itel Power series এর এই তিনটি স্মার্টফোন

itel Power series লঞ্চ হবার সময়

আমরা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে itel Power series এর লিক হওয়া তথ্য থেকে জানতে পেরেছি এই নতুন স্মার্টফোন সিরিজটি ভারতের বাজারে 2024 সালের ফেব্রুয়ারী মাসে লঞ্চ করা হবে। এছাড়াও, জানা গেছে এই সিরিজের মধ্যে মোট তিনটি ফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত itel Power series টির কোন কোন ফোন বাজারে লঞ্চ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এই সিরিজের স্মার্টফোনগুলির মধ্যে একটি স্মার্টফোনের মার্কেটিং ছবিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করা হয়েছিল কোম্পানির তরফ থেকে, যা এই স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে সামান্য ধারণা দেয়। এই লিক হয় ছবিটিতে দেখা যাচ্ছে যে, এই স্মার্টফোনটির পিছনে ডুয়েল ক্যামেরার একটি সেটআপ বর্তমান এবং সামনে সেলফি ক্যামেরার জন্য এই ফোনটিতে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ডিজাইন দেখে অনেকটা 2024 সালের জানুয়ারী মাসের শুরুতে আফ্রিকাতে লঞ্চ হওয়া itel P55+ ফোনটির মতো দেখতে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

itel Power series এর মধ্যে মোট কতগুলি স্মার্টফোন লঞ্চ করা হবে?

itel Power series এর মধ্যে মোট তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment