Samsung Galaxy A13 5G ফোনটি গত মাসেই Android 14-ভিত্তিক One UI 6 আপডেট পেয়েছে, যা এখন Samsung Galaxy A13 4G ফোনটিতে Android 14-ভিত্তিক One UI 6 আপডেট নিয়ে এসেছে। Samsung Galaxy A13 4G ফোনটির One UI 6 আপডেটে আপনি পাবেন ফার্মওয়্যার সংস্করণ A135NKSU5DWL5। এটি প্রথম দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে, এবং এই আপডেটটি খুব শিগ্রই সমগ্র বিশ্বে আসবে বলে মনে করা হচ্ছে। Samsung Galaxy A13 4G ফোনটিতে Android 14 ভিত্তিক One UI 6 আপডেট নিয়ে এসেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Samsung Galaxy A13 4G ফোনটিতে Android 14 ভিত্তিক One UI 6 আপডেট নিয়ে এসেছে
আপনি যদি দক্ষিণ কোরিয়াতে থাকেন এবং এখনও আপনার Samsung Galaxy A13 4G ফোনটিতে One UI 6 এর আপডেট পাননি, তাহলে আপনি Settings অপশনে গিয়েSoftware update menu তে নেভিগেট করে ম্যানুয়ালি আপডেটের জন্য চেক করতে পারেন। Samsung Galaxy A13 4G 2022 সালের মার্চ মাসে Android 12 এর সাথে লঞ্চ করা হয়েছিল এবং 2022 সালের ডিসেম্বরে One UI 5 সহ Android 13 পেয়েছিল। যেহেতু স্মার্টফোনটি শুধুমাত্র দুটি Android সংস্করণ আপগ্রেডের জন্য যোগ্য, তাই এটি Android 15 এবং One UI 7 নাও পেতে পারেন। তবে এই মুহূর্তে Samsung Galaxy A13 4G ফোনটিতে Android 14 ভিত্তিক One UI 6 আপডেট নিয়ে এসেছে।
Read More :- সর্বপ্রথম 18 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S21 FE 5G ফোনে, অফারটি এখুনি দেখুন
Samsung Galaxy A13 4G Specification
Specifications | Details |
---|---|
Processor | Samsung Exynos 850 |
RAM | 3 GB, 4 GB, 6 GB |
Internal Storage | 32 GB, 64 GB, 128 GB |
Display | 6.6 inches; PLS LCD |
Resolution | 1080 x 2408 px (400 PPI) |
Refresh Rate | 90 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 5 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Micro Camera | 2 MP Micro Camera |
Video Recording (Rear) | 1080p@30fps |
Front Camera | 8 MP Wide Angle Lens |
Battery Capacity | 5000 mAh |
Charging Speed | 15W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | Up to 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 12, upgradable to Android 14, One UI 6.1 |
Read More :- 81000 টাকার iPhone 15 এর ওপর এল বিশাল ছাড় | Republic Day Offer on iPhone 15
Samsung Galaxy A13 4G ফোনটির Display
Samsung Galaxy A13 4G ফোনটিতে ফোনটির দাম অনুযায়ী বেশ ভালো ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন বেশ বড়ো সাইজের 6.6 ইঞ্চি PLS LCD ডিসপ্লে স্ক্রিন। স্ক্রিনের রেজোলিউশন সাইজ হল 1080 x 2408 পিক্সেল এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (400 PPI)। এছাড়াও, এই ফোনের রিফ্রেশ রেট 90 Hz যা আপনাকে স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। এছাড়াও এই ফোন আপনি পেয়ে যাবেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
Samsung Galaxy A13 4G ফোনটির Camera Quality
Samsung কোম্পানির এই নতুন 4G স্মার্টফোন, Samsung Galaxy A13 4G তে ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে এই ফোন আপনি দুর্ধষ কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। যার মধ্যে আপনি 50 MP এর প্রাইমারি ক্যামেরা, 5 MP এর আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 MP এর ম্যাক্রো ক্যামেরা ও 2 MP এর মাইক্রো ক্যামেরার একটি কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। প্রাইমারি ক্যামেরার সাহায্যে আপনি 1080p FHD তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোন আপনাকে সেলফি তোলার জন্য 8 MP এর একটি সেলফি ক্যামেরা প্রদান করছে।
Read More :- Xiaomi Mix Flip বিনা সিমে কল মেসেজ ফিচার্স নিয়ে বাজার কাঁপাতে আসছে শাওমির প্রথম স্যাটেলাইট ফোন
Samsung Galaxy A13 4G ফোনটির Processor
এবার Samsung কোম্পানি তাদের এই নতুন Samsung Galaxy A13 4G স্মার্টফোনটিতে Samsung কোম্পানির Exynos 850 এর মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে পারফরম্যান্স বেশ ভালো দেখা যায়। এছাড়াও, এই প্রসেসর 4G নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে।
Samsung Galaxy A13 4G ফোনটির Battery & Charger
Samsung কোম্পানির এই নতুন 4G স্মার্টফোন, Samsung Galaxy A13 4G তেও একটি ভাল ব্যাটারি এবং চার্জার দিয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5000 mAh এর মতো একটি বড় ব্যাটারি। এবং চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি 15W এর দ্রুত চার্জার যা USB Type-C পোর্টের সাথে উপলব্ধ। Samsung Galaxy A13 4G ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 50 মিনিট সময় নেয়। একবার এই ফোন আপনি ফুল চার্জ করলে 8 থেকে 9 ঘন্টা অনায়াসেই চলবে।
Read More :- Realme Narzo N53 ফোনটি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে | Republic Day Offer on Realme Narzo N53
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।