Coolpad কোম্পানি Keypad মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এল তাদের নতুন 5G Keypad Phone যা Coolpad Golden Century Y60 নামে বাজারে এসেছে :- Coolpad Golden Century Y60 ফোনটিতে Coolpad কোম্পানি 5G সংস্করণ যুক্ত করেছে। এই ফোনে আপনি 5G সংস্করণের সাথে 3.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনটির রং সামনের দিক থেকে কালো ও পিছনের দিক থেকে সোনালী দেওয়া হয়েছে। Coolpad কোম্পানির এই Coolpad Golden Century Y60 ফোনটির ওজন 176g রাখা হয়েছে এবং এই ফোনটি 146 মিমি লম্বা, 61.5 মিমি চওড়া এবং 12.5 মিমি পুরু রাখা হয়েছে। Coolpad কোম্পানি Keypad মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এল তাদের নতুন 5G Keypad Phone যা Coolpad Golden Century Y60 নামে বাজারে এসেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Coolpad কোম্পানি Keypad মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এল তাদের নতুন 5G Keypad Phone যা Coolpad Golden Century Y60 নামে বাজারে এসেছে
Coolpad Golden Century Y60 ফোনটি 5G সংস্করণের সাথে আসছে, যা উচ্চ ইন্টারনেট গতির গ্যারান্টি দেয় কোম্পানি। এই ফোনটির মধ্যে octa-core প্রসেসর দেওয়া হয়েছে। CoolOS 3.0, অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে এবং এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই ফোনের ডিজাইন করা হয়েছে।
Read More :- OnePlus Nord সিরিজের আবার একটি নতুন ফোন OnePlus Nord N30 SE 5G স্মার্টফোনটি আসতে চলেছে
Coolpad Golden Century Y60 Specification
ইনকামিং কলের জন্য একটি স্পিচ অ্যানাউন্সমেন্ট সিস্টেম, একটি AI ভয়েস আসিস্টান্স, একটি ওয়ান-টাচ SOS ইমার্জেন্সি বোতাম, একটি ফ্ল্যাশলাইট এবং একটি লাউডস্পীকার এই ফোনটির মধ্যে দেওয়া হয়েছে। যাতে প্রবীণ ব্যক্তিরা এই ফোনটির সমস্ত ফিচার খুব সহজেই খুঁজে পেতে পারেন, তার জন্য এই ফোনটির মধ্যে বড়ো ফন্ট এবং বড়ো আইকন এই ফোন দেওয়া হয়েছে।
এই ফোনটিতে মোট 3100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার সম্পূর্ণ চার্জ করলে পাঁচ থেকে সাত দিন অনায়াসেই চলে যায়। এছাড়াও, এই ফোনটি চার্জ করার জন্য Type C চার্জার দেওয়া হয়েছে। এই ক্ষমতাগুলির পাশাপাশি, ফোনটিতে 3 GB RAM, 32 GB ইন্টারনাল স্টোরেজ, এবং সমানে ও পিছনে মিলে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
Octa-core কোম্পানির দ্বারা তৈরী UniSoC T157 চিপসেটটি বিশেষভাবে এই 5G কীপ্যাড ফোনটির জন্যই তৈরী করা হয়েছে। এই চিপসেটটি একদমই বাজারে নতুন। এই ফোনটি এখনো খুলে বাজারে লঞ্চ করা হয়নি, তাই এই ফোনটির দাম এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। চীন বাজারের বাইরে এই ফোনটি লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত রূপে Coolpad কোম্পানির দ্বারা জানানো হয়নি।
Read More :- রেট্রো লুকের সাথে দুর্দান্ত ফিচার্স নিয়ে চমকাতে এসেছে Kawasaki W175 Street Price In India দেখুন
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।