Tecno কোম্পানি তাদের সস্তার Tecno Spark 20 স্মার্টফোনটির ওপর আরও 1000 টাকার ছাড় নিয়ে এল :- 2024 সালের জানুয়ারী মাসেই Tecno কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Tecno Spark 20 লঞ্চ করেছে। লঞ্চের দিনই Tecno কোম্পানি জানিয়ে দিয়েছিল যে, এই সস্তার 5G স্মার্টফোনটি 2024 সালের 2 রা ফেব্রুয়ারি থেকে খোলা বাজারে পাওয়া যাবে। সেইমত কোপানি এই দিন থেকেই এই স্মার্টফোনটিকে Amazon India ইকমার্স সাইটে বিক্রির জন্য উপলব্ধ করেছে।
Amazon India ইকমার্স সাইটটি আবার এই নতুন Tecno Spark 20 স্মার্টফোনটির ওপর সেল দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। যার কারণে এই ফোনটি তার দামের থেকেও 1,000 ছাড়ে পাওয়া যাচ্ছে। Tecno কোম্পানি তাদের সস্তার Tecno Spark 20 স্মার্টফোনটির ওপর আরও 1,000 টাকার ছাড় নিয়ে এল এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Read More :- Vivo Y200 5G ফোনটি ফেব্রুয়ারী মাসের শুরুতেই দ্বিগুন স্টোরেজের সাথে হাজির হল
Tecno কোম্পানি তাদের সস্তার Tecno Spark 20 স্মার্টফোনটির ওপর আরও 1000 টাকার ছাড় নিয়ে এল
Tecno কোম্পানির Tecno Spark 20 স্মার্টফোনটির 8 GB RAM + 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে মাত্র 10,499 টাকা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক অফার যুক্ত করে এই প্রিমিয়াম স্মার্টফোনটি Amazon India ইকমার্স সাইট 1,000 টাকা ছাড়ের সাথে বিক্রি করছে। এছাড়াও, Tecno Spark 20 স্মার্টফোনটির 8 GB RAM + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটের দাম যেখানে মাত্র 11,499 টাকা রাখা হয়েছে, সেখানেও Amazon India ইকমার্স সাইট 1,000 টাকা ছাড়ের সাথে এই ফোনটিকে বিক্রি করছে। তবে মনে রাখতে হবে কোম্পানির নির্ধারিত কিছু ব্যাঙ্কের ক্ষেত্রেই শুধুমাত্র এই অফার প্রযোজ্য।
Tecno Spark 20 Specification
Specifications | Details |
---|---|
Processor | Mediatek MT6769Z Helio G85 |
RAM | 8 GB |
Internal Storage | 128 GB, 256 GB |
Display | 6.6 inches; IPS LCD |
Resolution | 720 x 1612 px (267 PPI) |
Refresh Rate | 90 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 0.08 MP Ultra-Wide Angle Camera |
Video Recording (Rear) | 1440p@30fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | 5000 mAh |
Charging Speed | 18W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported in India |
Expandable Storage | Upto 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 13 (Go edition) |
Read More :- Tata Harrier EV Price and Lanch Date in India এক ঝলকেই ফিদা করে দেবার মতো গাড়ি আনলো টাটা
Note :- Tecno Spark 20 স্মার্টফোনটিতে সিকুইরিটির জন্য ফেস আনলক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনটিতে আপনি ডিটিএস-এনেবল ডুয়েল স্পিকার, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট পেয়ে যাবেন। সবশেষে বলে রাখি, এই স্মার্টফোনটি 8.45 মিলিমিটার স্লিম এবং এই ফোনের ওজন 194 গ্রাম।
Read More :- Nothing Phone (2a) স্মার্টফোনটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।