আকর্ষণীয় ডিজাইনের সাথে 421 Km রেঞ্জ যুক্ত XUV400 EV সস্তায় নিজের বাড়ি নিয়ে যান

XUV400 EV: এদেশে এখন বৈদ্যুতিক গাড়ির উপর একটা আলাদা এক বিবর্তন আসতে চলেছে, আর এই বিবর্তনে চার চাকা নির্মাণকারী সংস্থাগুলি নিজেদের একটা বিশেষ স্থান তৈরি করার দৌড়ে লেগে পড়েছে। টাটা মাহিন্দ্রা থেকে শুরু করে কিয়া পর্যন্ত এই দৌড়ে শামিল হয়েছে। প্রত্যেকটি কোম্পানি তাদের দুর্দান্ত ফিচার যুক্ত মডেল গুলি বাজারে নিয়ে আসছে। আজকে আমরা কথা বলব Mahindra XUV400 EV গাড়িটি সম্পর্কে, চলুন তাহলে দেখা যাক গাড়িটির মূল্য এবং স্পেসিফিকেশনগুলি।

google news

মাহিন্দ্রা XUV400 EV

বর্তমানে ভারতীয় বাজারে একের পর এক আধুনিক ফিচার যুক্ত এবং পাওয়ারফুল বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হচ্ছে। যেখানে ভারতের সবথেকে বেশি SUV গাড়ি প্রস্তুতকারক মাহিন্দ্রা কোম্পানি তাদের নিজস্ব XUV400 বৈদ্যুতিক গাড়িটি দুর্দান্ত ফিচার এবং পাওয়ারের সাথে এদেশে লঞ্চ করেছে। আপনি যদি ভাবছেন এইরকম আধুনিক প্রযুক্তিযুক্ত বৈদ্যুতিক গাড়ি কিনবেন তাহলে জেনে নিন গাড়িটির দাম এবং EMI প্ল্যান।

মোদির রাজ্যে নতুন ঠিকানা পেলো Tata Motors, ব্যাবসা বাড়াতে এখান থেকেই বৈদ্যুতিক গাড়ি বানাবে টাটা

Mahindra XUV400 EV

Mahindra XUV400 EV ব্যাটারি এবং মোটর

মহিন্দার এই নতুন গাড়িটি আপনি দুটো ভেরিয়েন্টের সাথে দেখতে পাবেন একটি EL অন্যটি EC এর সাথে। গাড়িটিতে দুটি আলাদা আলাদা ক্ষমতা সম্পন্ন ব্যাটারি পাওয়া যাবে 34.5kWh এবং 39.4kWh এই দুটি ব্যাটারির মাধ্যমে আলাদা আলাদা রেঞ্জের দূরত্ব দেখা যাবে। যেখানে প্রথমটি থেকে 375 কিলোমিটার এবং দ্বিতীয়টি থেকে 456 কিলোমিটার। ব্যাটারি এবং মোটরের ক্ষমতা অনুযায়ী দুর্দান্ত রেঞ্জের দূরত্ব পাওয়া যাবে গাড়িটি থেকে।

এতো বাইক নয় যেন একটা হাতি, সবাইকে ধুলো চাঁটাতে আসছে Pulsar NS400 দেখুন একনজরে

XUV400 EV গাড়িটিতে দেওয়া শক্তিশালী মোটর থেকে সর্বোচ্চ 150 bhp পাওয়ার এবং 310NM টর্ক দেখতে পাওয়া যাবে। সর্বোচ্চ 140 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড অনায়াসে তুলতে সক্ষম। শক্তিশালী ব্যাটারিটি চার্জ করার জন্য কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে 3.3 কিলোওয়াটের নরমাল চার্জার, যার মাধ্যমে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 13 ঘন্টা। যেখানে 7.2 কিলোওয়াট যুক্ত চার্জারটি মাত্র 6.5 ঘন্টাতেই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে পারে।

Mahindra XUV400 EV আধুনিক ফিচার

XUV400 EV গাড়িতে অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে, যার মাধ্যমে গাড়িটি লাক্সারি গাড়ির মত অনুভূতি দেয়। এই গাড়িটির সব থেকে টপ মডেল EL Pro তে মহিন্দ্রার অ্যাড্রিনক্স সফটওয়্যার যুক্ত 10.25 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। এর সাথেই ইন্সটুমেন্ট ক্লাস্টারের জন্য অফার করা হয়েছে 10.25 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে। গাড়িটির ড্যাশবোর্ডে একদম নতুন ডিজাইনের সাথে দুটি ডিসপ্লে কে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে, যার মাধ্যমে নেভিগেশন এর সুবিধা পাওয়া যাবে।

Mahindra XUV400 EV

গাড়িটির সামনের দিকে সুন্দর ডিজাইনের একটি গ্রিল দেওয়া হয়েছে যা গাড়িটিকে অনন্য লুক প্রদান করেছে। এছাড়াও রাতের অন্ধকারকে দিনের মতো করার জন্য দেওয়া হয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং ডিআরএল। এছাড়া গাড়িটিতে 16 ইঞ্চির ডায়মন্ড কাট ডিজাইনের চাকা দেওয়া হয়েছে। অন্যান্য ফিচার্স হিসেবে থাকছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, পুশ স্টার্ট বাটন, কি লেস এন্ট্রি এবং সানরুফের মতো আকর্ষণীয় ফিচার।

Mahindra XUV400 EV Price এবং EMI প্ল্যান

মহিন্দার এই নতুন ইলেকট্রিক গাড়িটির দাম 17.70 লাখ টাকা থেকে শুরু হয়ে টপ মডেলটির দাম 21.87 লাখ টাকা রাখা হয়েছে। তবে আপনি এই গাড়িটি শুধুমাত্র 4 লাখ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন। তবে এখানে আপনাকে 7 বছর পর্যন্ত 22,746 টাকা করে প্রত্যেক মাসে কিস্তি দিতে হবে। এই গাড়িটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment