অপেক্ষা শেষ করে স্যামসাং গতকালকেই ক্যালিফোর্নিয়াতে এই বছরের প্রথম দিকেই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে গ্লোবাল মার্কেটের জন্য সিরিজটি লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই এদেশের জন্য স্যামসাং তাদের এই নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলি অফিসিয়াল ভাবে লঞ্চ করার সাথেই ফোনগুলির দাম ঘোষণা করেছে। Galaxy S24 তিনটি মডেলের সাথে ভারতের বাজারে এসেছে যেগুলি হল Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ ও Samsung Galaxy S24 Ultra.
স্যামসাং এর স্মার্টফোনগুলি আজকে থেকেই অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) স্যামসাং এর অনলাইন স্টোর এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। তাহলে দেরি না করে Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোন গুলির দাম জানা যাক।
Samsung Galaxy S24 Price in India
8GB র্যাম এবং 256 GB স্টোরেজ যুক্ত স্যামসাং গ্যালাক্সি এস 24-এর বেস মডেলটির দাম রাখা হয়েছে 79,999 টাকা। এছাড়াও, উচ্চতর 8GB র্যাম + 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধার্য করা হয়েছে 89,999 টাকা।
Samsung Galaxy S24+ Price in India
স্যামসাং গ্যালাক্সি এস 24 প্লাস মডেলটিও ভারতের বাজারে দুটি কনফিগারেশনের লঞ্চ হয়েছে। 12 GB র্যাম + 256 GB স্টোরেজ যুক্ত মডেলের দাম 99,999 টাকা। আর টপ-এন্ড 12 GB র্যাম + 512 GB স্টোরেজ সহ মডেলটি 1,09,999 টাকায় পাওয়া যাবে।
Samsung Galaxy S24 Ultra Price in India
ভারতে স্যামসাং গ্যালাক্সি এস 24 আল্ট্রা এর 12 GB র্যাম + 256 GB স্টোরেজের দাম করা হয়েছে 1,29,999 টাকা। আর উচ্চতর 12 GB র্যাম + 512 GB স্টোরেজ এবং 12 GB র্যাম + 1 TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দামগুলি যথাক্রমে 1,39,999 টাকা এবং 1,59,999 টাকা করা হয়েছে।
OnePlus আসছে খুব সস্তার 5G স্মার্টফোন নিয়ে OnePlus Nord N30 SE নামে, থাকবে 33W ফাস্ট চার্জিং
Samsung Galaxy S24 সিরিজের ব্যাঙ্কের অফার
যেসব ক্রেতারা একটু দামি মডেলের স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসেন তারা Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy 24 Ultra স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এক্সক্লুসিভ অনলাইন স্টোর গুলি থেকে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের উপর 5,000 টাকা ক্যাশব্যাক লাভ করতে পারবেন। তবে এখানে স্যামসাং ফাইনান্স প্লাস (Samsung Finance+) অফার করেছে সর্বাধিক 11 মাসের জন্যও নো কস্ট ইএমআই অপশন। এই অফারের মাধ্যমে এই চমকদার ডিভাইসটি নিজের পকেটে করতে পারবেন।
Samsung Galaxy S24 সিরিজটির ভারতীয় মার্কেটে প্রতিদ্বন্দ্বী
Samsung Galaxy S24 এক প্রকার কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই স্মার্টফোনের দুর্দান্ত ফিচার গুলি প্রিমিয়াম আন্ড্রয়েড স্মার্টফোনে তেমনভাবে দেখা যায় না। তবে এখানে সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হওয়া iQOO 12 এবং Vivo X100, OnePlus 11 স্মার্টফোনগুলিকে জোরদার টক্কর দেবে। ক্যামেরার মামলায় Galaxy S24 স্মার্টফোনের কাছে iQOO 12 এবং OnePlus 11 এই দুটি ফোন অনেকটাই পিছিয়ে।
Galaxy S24 ডিভাইসটিতে পারফরম্যান্স করার জন্য দেওয়া হয়েছে Exynos 2400 প্রসেসর। তবে এই প্রসেসরটি iQOO 12-এর Qualcomm Snapdragon 8 Gen 3 এবং Vivo X100-এর MediaTek Dimensity 9300 এর সমান পারফরম্যান্স দিতে পারবে। দুর্দান্ত এই ডিভাইসটি একটি জায়গায় মাইনাস পয়েন্ট পেয়েছে যা হলো এর ছোট সাইজের ব্যাটারি।
Nothing Phone 3 কবে লঞ্চ হবে তার আগেই ফাঁস হয়ে গেল সব তথ্য
অন্য দিক থেকে দেখলে Samsung Galaxy S24+ এ কিন্তু প্রসেসর এবং ক্যামেরার সাথেই শক্তিশালী বড় ব্যাটারি দেওয়া হয়েছে। যা স্ট্যান্ডার্ড মডেলটি থেকে অনেকটা এগিয়ে। এখানে স্যামসাং এর এই মডেলটি ভারতীয় বাজারে লঞ্চ হতে যাওয়া Vivo X100 Pro, iPhone 15/15 Plus এবং OnePlus 12-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে।
তবে প্রত্যেকটি স্মার্ট ফোনেতেই লেটেস্ট উৎকৃষ্ট মানের প্রসেসর দেওয়া হয়েছে, যার কারণে পারফরমেন্সের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না। তবে এখানে Galaxy S24+ আপগ্রেড ক্যামেরার কারণে OnePlus 12 এবং iPhone 15-কে অনেকটাই পিছনে ফেলে দেবে। এক্ষেত্রে ভিভোর তরফ থেকে (Zeiss) অপটিক্সের সাথে Vivo X100 Pro স্যামসাংয়ের এই মডেলটিকে জোরদার টক্কর দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
সংস্থাটির সব থেকে সেরা এবং টপ-এন্ড মডেল Samsung Galaxy S24 Ultra আন্তর্জাতিক বাজারে সবথেকে সেরা ফ্ল্যাগশিপ আন্ড্রয়েড স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। স্যামসাংয়ের তরফ থেকে S Pen অপশনটি বাজারে উপলব্ধ অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনের থেকে অনেকটাই আগিয়ে রাখবে। তবে ভারতীয় বাজারে Samsung Galaxy S24 Ultra এর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে iPhone 15 Pro, iPhone 15 Pro Max, Vivo X100 Pro, Pixel 8 Pro এবং OnePlus 12 স্মার্টফোন গুলির সাথে।