Nothing Phone 3 কবে লঞ্চ হবে তার আগেই ফাঁস হয়ে গেল সব তথ্য

বিগত কয়েক মাস ধরে একটা খবর ভেসে আসছিল যে নাথিং (Nothing) বাজেট মূল্যের একটি নতুন ফোনের উপর কাজ চালাচ্ছে। তবে একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে ডিভাইসটির নাম Nothing Phone 2a নামে বাজারে লঞ্চ করবে। তবে এখন জানা গিয়েছে এই ডিভাইসটির সাথেই সংস্থাটি নতুন একটি ফ্ল্যাগশিপ মডেল Nothing Phone 3 লঞ্চ করতে পারে। এই দুটি ডিভাইস কবে বাজারে পা রাখতে পারে, সেই বিষয়ে চলুন বিস্তারিত জানা যাক।

google news
 Nothing Phone 3

Nothing Phone 3 এবং Nothing Phone 2a কবে লঞ্চ হবে

X প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের একজন টিপস ষ্টার সনজু চৌধুরী নাথিং এর আপকামিং স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন শেয়ার করেছেন। ওনার কথা অনুযায়ী Nothing 2a স্মার্টফোনটি সম্ভবত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যেকোনো সময় বিক্রির জন্য বাজারে আসতে পারে। তবে এক্ষেত্রে প্রিমিয়াম মডেল Nothing Phone 3 কিন্তু আগের মতোই নতুন বছরের জুলাই মাসে লঞ্চ হবে।

2024 এর শুরুতেই এক্ষুনি বদলান এই সেটিং, Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার

নথিং শুধুমাত্র স্মার্টফোনের উপরেই থেমে নেই তারা নতুন একটি ইয়ার বাডের উপর কাজ চালাচ্ছে। লন্ডন-ভিত্তিক ব্র্যান্ডটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাড ইতিমধ্যে লঞ্চ করার চিন্তা ভাবনা করছে। তবে এই ইয়ারবাড টির নাম রাখা হয়েছে CMF Nothing Buds 2 Pro যদিও সংস্থার তরফ থেকে এর অফিসিয়াল নাম এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। মনে করা হচ্ছে এই ইয়ারবাডটি টিডব্লিউএস-টি সিএমএফ-এর বাডস প্রো-এর মতোই হবে।

 Nothing Phone 3 image

একটি রিপোর্ট থেকে পাওয়া গেছে যে সংস্থার তরফ থেকে আসা Nothing Phone 2a মডেলটিতে যোগ করা হয়েছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট রাখা হয়েছে 120 Hz এবং ডিসপ্লেটি Full HD+ রেজুলেশন এর সাথে আসবে। ক্যামেরার কথা যদি বলা হয় এখানে রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের Samsung S5KGN9 সেন্সর থাকবে। প্রধান ক্যামেরাটি ½ 76 ইঞ্চির সেন্সর সাইজ এবং 0.64 মাইক্রন পিক্সেল সাইজের 50 মেগাপিক্সেলের Samsung S5KJN1 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে অফার করা হবে। সামনের দিকে 32 মেগাপিক্সেলের Sony IMX615 ক্যামেরা দেওয়া হয়েছে যার মাধ্যমে সেলফি এবং ভিডিও কলিং এর মত সুবিধা উপভোগ করা যাবে।

Asus সবাইকে দিয়ে Zenfone 11 Ultra নিয়ে আসছে জানেন কি কি থাকছে ? না হলে দেখুন

সংগ্রহ করা তথ্য অনুযায়ী ডিভাইসটি সম্পর্কে খুব বেশি জানা যায়নি, তবে আমরা খুব শীঘ্রই এই স্মার্টফোনটির বিস্তারিত তথ্য গুলি আপনাদের সামনে তুলে ধরবো। স্মার্টফোনের যাবতীয় খবর জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। প্রয়োজনে নোটিফিকেশন অপশনটি অন করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment