ভ্যালেন্টাইন্স ডে উপহার হিসাবে দুটি ধাসু কালার নিয়ে হাজির Yamaha FZS FI V4

এদেশে যুব সমাজকে স্বল্প দামে নেকেড বাইকের অনুভূতি প্রদান করতে ইয়ামাহা অনেক বছর ধরেই প্রচেষ্টা করে চলেছে। এই নেকেড সেগমেন্টের সব থেকে পছন্দের বাইক হল Yamaha FZS FI V4. বাইকটি যেমন দেখতে মাসকুলার তেমনি মাইলেজও দুর্দান্ত, তাছাড়া রাইডিং কমফোর্ট হিসেবে একটি দুর্দান্ত বিকল্প। সম্প্রতি ভারতে চলা ভারত মোবিলিটি এক্সপোতে ইয়ামাহা দুটি চমকদার কালারের সাথে এই মডেলটির বাইকটি থেকে পর্দা সরিয়েছে।

google news

Yamaha FZS FI V4 নজর কাড়া কালার অপশন নিয়ে হাজির

Yamaha FZS FI V4 বাইকটি দুটি কালার অপশন এর সাথে হাজির হয়েছে, যা হলো আইস-ফ্লুও ভারমিলিয়ন এবং স্পার্কেল গ্রীন যা ম্যাট ফিনিশের সাথে এসেছে। এছাড়া চাকা গুলিতে ফ্লুওরেসেন্ট হাইলাইট করা হয়েছে। একটি মডেলে আইস-ফ্লুও ভারমিলিয়ন কালার এর সাথে ফুয়েল ট্যাঙ্ক এবং ফেয়ারিং এ হোয়াইট ম্যাট ফিনিস দেওয়া হয়েছে। এর সাথেই মাড গার্ড, ট্যাঙ্ক এক্সটেনশন এবং টেল সেকশনে ম্যাট ব্ল্যাক হাইলাইট করা হয়েছে। চাকা দুটিতে ফ্লুওরেসেন্ট অরেঞ্জ কালারের ছোঁয়া দেখতে পাওয়া যাবে।

অন্য একটি মডেল যেখানে স্পার্কের গ্রীন কালার রয়েছে, সেখানে ট্যাংক এবং ফেয়ারিং এ গ্রীন ম্যাট ফিনিস দেখতে পাওয়া যাবে এবং চাকা দুটিতে ফ্লুওরেসেন্ট গ্রীন কালারের হাইলাইট দেওয়া হয়েছে। তবে মাড গার্ড ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন এবং টেল সেকশনে ম্যাট ব্ল্যাকের ফিনিশিং দেখতে পাওয়া যাবে। সংস্থাটির নতুন রং এর সাথে বাইক দুটি ইয়ং স্টারদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে।

পেট্রোলের চিন্তা দূর করতে বাজাজের পর TVS নিয়ে এল ইথানল যুক্ত বাইক, যা আপনার পকেটের টাকা বাঁচাবে

তবে এখানে কিন্তু শুধুমাত্র Yamaha FZS FI V4 বাইক দুটিতে কালারের পরিবর্তন করা হয়েছে, এছাড়া অন্য কোনো ফিচার্সের পরিবর্তন করা হয়নি। মডেল দুটিতে আগে যেমন 149 cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল তাই আছে, যেখানে ইঞ্জিনটি থেকে 12.3 bhp ক্ষমতা উৎপন্ন হবে 7,250 আরপিএমে এবং 13.3 nm টর্ক উৎপন্ন হবে 5,500 আরপিএমে।

বাইক দুটিতে ফিচার্স হিসেবে থাকছে এলসিডি ইন্সটুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল, সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে আপনাদের জানিয়ে রাখি ইয়ামাহার তরফ থেকে এখনো পর্যন্ত নতুন কালার যুক্ত বাইক দুটির দাম এবং লঞ্চের তারিখ সম্বন্ধে কোনো রকম তথ্য পাওয়া যায়নি।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment