TCL 50 XL NXTPAPER 5G একসঙ্গে TCL পাঁচ পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ করল, জানুন ফিচার গুলি

Subham

Updated on:

CES 2024 TLC mobile

CES 2024 তরফ থেকে আজকে অর্থাৎ(9 জানুয়ারি) কনফারেন্সের মাধ্যমে TCL তাদের একাধিক নতুন প্রোডাক্ট এর ওপর পর্দা তুলে দিল। তবে এই ইভেন্টে সবথেকে যে প্রোডাক্টটি নজর কেড়েছে তা হলো 118-inch mini LED TV এর সাথেই সংস্থাটি আজকে অপেক্ষার অবসান ঘটিয়ে TCL 50 স্মার্ট ফোন সিরিজের ব্যাপারে ঘোষণা করেছে ।

google news

সংস্থাটির এই নতুন লাইন আপের মধ্যে মোট পাঁচটি মডেল রাখা হয়েছে। যদিও এই ভেরিয়েন্ট গুলি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চালু করা হবে। তবে এই ডিভাইসগুলি আমেরিকাতে কবে থেকে বিক্রি করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি।

TCL 50 XL NXTPAPER 5G

CES 2024 টেক ইভেন্টে ঘোষণা করা TCL 50 সিরিজ

TLC ব্যান্ডের তরফ থেকে আজকে TCL 50 সিরিজের যে পাঁচটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে সেগুলি হল

  • TCL 50 XL NXTPAPER 5G
  • TCL 50 XE NXTPAPER 5G
  • TCL 50 XL 5G
  • TCL 50 XE 5G
  • TCL 50 LE

উপরে দেওয়া প্রথম দুটি ডিভাইস অর্থাৎ TCL 50 XL NXTPAPER 5G এবং TCL 50 XE NXTPAPER 5G-তে কোম্পানির লেটেস্ট NXTPAPER 3.0 প্রযুক্তিটি সাপোর্ট করে। TCL সংস্থা থেকে বলা হয়েছে যে, এই নতুন প্রযুক্তি শার্প ইমেজ, প্রাণবন্ত রং, ডিপ কনট্রাস্ট এবং ন্যাচারাল মোশন বজায় রেখে 61% পর্যন্ত ক্ষতিকারক ব্লু লাইট সহজেই ফিল্টার করতে পারে। উপরে দেওয়া মডেলগুলি সার্কুলারলি পোলারাইজড লাইট (CPL) ডিসপ্লে এবং NXTPAPER 3.0 প্রযুক্তি গুলির মিশ্রনে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ডিভাইস দুটিতে ব্যবহৃত ডিসি ডিমিং প্রযুক্তি চোখের উপর কম চাপ পড়তে দেবে এবং এর সাথেই ফ্লিকার-ফ্রি ভিউয়িং এর অসাধারণ অভিজ্ঞতা দেবে।

সিরিজের তিন নম্বর মডেল TCL 50 XL 5G তে পাবেন একটি 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, যেটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই হ্যান্ডসেট ডিটিএস সাউন্ড প্ৰযুক্তির সাথে ডুয়াল স্পিকার সিস্টেম এবং 5,010 mAh ক্যাপাসিটি ব্যাটারির সাথে লঞ্চ করা হয়েছে।

এদিকে TCL 50 XE 5G স্মর্টফোনটিতে সামান্য ছোটো সাইজের 6.6 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 90 Hz রিফ্রেশ সাপোর্ট করে। এই ডিভাইসটিতেও ডুয়াল স্পিকার সিস্টেম এবং 5,010 mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

এই সিরিজের সবথেকে শেষ মডেলটি হলো TCL 50 LE এই মডেলটি 90 Hz রিফ্রেশ রেটের সাথে 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। সুন্দর সাউন্ডের অভিজ্ঞতার জন্য এতে ডুয়েল স্পিকার সিস্টেম অফার করা হয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যার মাধ্যমে দারুন ছবি তুলতে পারবেন। ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই হ্যান্ডসেটটি সিরিজের সবচেয়ে কম মূল্যের বাজেট ফোন হিসাবে লঞ্চ হয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment