Oppo তাদের এই ডিভাইস গুলিতে তিনটি অ্যান্ড্রয়েড ভার্সন ও চার বছরের সফটওয়্যার আপডেট দেবে

অপেক্ষা শেষ করে ওপো তাদের নতুন Oppo Reno 11 সিরিজটি নতুন বছরের 12 জানুয়ারিতে ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজটিতে দুটি মডেল ওপো অফার করেছে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro. এই সপ্তাহের শেষের দিকেই ডিভাইসটি লঞ্চ করা হবে তার আগেই ক্রেতাদের কাছে আকর্ষিত হওয়ার জন্য স্মার্টফোনটির বিশেষ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করেছে। এর সাথেই Reno 11 সিরিজটির সফটওয়্যার সাপোর্টের সময় সম্বন্ধে ঘোষণা করেছে সংস্থাটি।

google news

Oppo Reno 11 স্মার্টফোনের সফটওয়্যার আপডেটের সময়

আগের বছরই ওপো নভেম্বর মাসে তাদের কালার ওএস 14 (Color OS 14) সফটওয়্যার লঞ্চ করে দিয়েছে, এর সাথেই তারা বলে দিয়েছে যে এই নতুন রেনো সিরিজের স্মার্টফোনগুলি ভারতের সর্বপ্রথম ডিভাইস হবে যেখানে Android 14 এর উপর নির্ভর করে আগে থেকেই ইন্সটল করা কালার ওএস 14 কাস্টমস কিনে চলবে। তবে এই সিরিজটি তিনটি ওয়েস আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ পেয়ে যাবে। এর থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটি ডিভাইস Android 17 পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই আপডেট পাবে।

Oppo Reno 11 Software Update

আপনাদের জানা দরকার কালার ওএস 14 (Color OS 14) অ্যাকোয়ামরফিক ডিজাইনের সাথে পলিশড স্ট্যান্ডার্ড ইউজার ইন্টারফেস পাওয়া যাবে, এর ফলে সাধারণ বাবল,ক্যাপসুল এবং প্যানেলগুলি কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই স্ট্যাটাস বারের সাথে মিশে যাবে। যার ফলে অন্যান্য কাজ করা খুব সহজ হবে। অলওয়েজ-অন-ডিসপ্লে (AOD)-এর জন্য নতুন গো গ্রীন স্টাইলটি পরিবেশের প্রতি ভালবাসাকে ফুটিয়ে তুলবে। এখানে পারফরম্যান্সের উন্নতি এবং উন্নত সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার এবং AI এর বিশেষ বৈশিষ্ট্য গুলি পাওয়া যাবে।

Oppo Reno 11 সিরিজটিতে কার্ভ এজের সাথে সুন্দর একটি বড় 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট এর সাথে HD+ খুব সহজেই সাপোর্ট করবে। ডিভাইসটিতে ক্যামেরা সেটআপটি একটু লম্বাটে এবং স্লিম ডিজাইনের সাথে দেখতে পাওয়া যাবে। Reno 11 সিরিজটির গ্লোবাল মডেল গুলিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স এবং একটি আলাদা ক্যামেরা রয়েছে। এর সাথেই সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য থাকছে উন্নত প্রযুক্তির 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা।

আশা করি Reno 11 সিরিজের স্মার্টফোনের সফটওয়্যার আপডেট সম্বন্ধিত তথ্যগুলি আপনাদের বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। আপনি যদি স্মার্টফোন পছন্দ করেন এবং নতুন নতুন ডিভাইসের ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না এবং প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment