পেট্রোলের চিন্তা দূর করতে বাজাজের পর TVS নিয়ে এল ইথানল যুক্ত বাইক, যা আপনার পকেটের টাকা বাঁচাবে

Subham

TVS Raider 125 Flex Fuel

ভারতে চলতে থাকা ভারত মোবিলিটি শো 2024 ইভেন্টে বিভিন্ন সংস্থাগুলি তাদের নতুন নতুন গাড়ি গুলি প্রদর্শন করে সকলকে চমকে দিচ্ছে। কয়েক দিন ধরে এই ইভেন্টে আমরা বিভিন্ন মডেলের গাড়িগুলি দেখতে পেয়েছি, যেখানে বাজাজ দুদিন আগে তাদের ইথানল জ্বালানি যুক্ত বাইক প্রদর্শন করেছে।

google news

ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের দিকে অটোমোবাইল সংস্থাগুলি যেন ঝাঁপিয়ে পড়েছে, সম্প্রতি টিভিএস মোটরস ফ্লেক্স ফুয়েল চালিত একটি মোটরসাইকেল নিয়ে এই ইভেন্টে হাজির হয়েছে। এই মডেলটি নাম রাখা হয়েছে TVS Raider 125, এই মডেলটিতে ফ্লেক্স ফুয়েল টেকনোলজি বা এফএফটি টিভিএস ব্যবহার করেছে। যদিও এই মডেলটি পেট্রোল ইঞ্জিনের সাথে বাজারে রয়েছে, তবে এই নতুন মডেলটিতে পেট্রোলের সাথে 85% পর্যন্ত ইথোনল মিশ্রণে বাইকটি চলতে পারবে।

TVS Raider 125 ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন

টিভিএসের বাজেট সেগমেন্টের TVS Raider 125 বাইকটি যুব সমাজের কাছে খুব কম সময়েই জনপ্রিয়তা লাভ করেছে। এত সুন্দর নজর কাড়া ডিজাইন যুক্ত কমিউটার মডেলের বাইকটি সকলের কাছে দারুন প্রিয় হয়ে দাঁড়িয়েছে। যদিও গাড়িটিতে শুধুমাত্র ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার ছাড়া অন্য কোনো ধরনের কারিগরি পরিবর্তন দেখা যায়নি। এখানে 124.8 cc যুক্ত ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনটি পেট্রোলের সাথে 20% থেকে 85% ইথানলের মাধ্যমে চলতে সক্ষম।

TVS Raider 125 Flex Fuel

আর চিন্তা নেই পেট্রোল ছাড়াই ছুটবে বাজাজের নতুন বাইক Pulsar NS160 Flex কিনবেন নাকি

এই ইঞ্জিনটি থেকে 11.2 bhp ক্ষমতা উৎপন্ন হবে 7,500 আরপিএমে এবং 11.2 nm টর্ক উৎপন্ন হবে 6,000 আরপিএমে এর সাথেই পারফরম্যান্স সুন্দর করার জন্য ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স।

TVS Raider 125 Flex Fuel Breaking System

গাড়িটির গতি নিয়ন্ত্রণ করার জন্য সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এছাড়াও মোটরসাইকেলটিতে 17 ইঞ্চির হুইল দেওয়া হয়েছে, যেখানে সামনে 80/100 ফ্রন্ট টায়ার এবং পিছনে 100/90 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। রাইডিং অনুভূতি উন্নত করার জন্য সামনে টেলিস্কোপিক ফ্রক এবং পিছনে মনোসক সাসপেন্স যুক্ত করা হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি টিভিএস তাদের এই TVS Raider 125 বাইকটিতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করলেও ফিচার্সের কোনোরকম পরিবর্তন করেনি। স্ট্যান্ডার্ড মডেলটিতে যে ধরনের ফিচার্স রয়েছে সেগুলি ফ্লেক্স ফুয়েল মডেলটিতেও একই থাকছে। যেমন অল রাউন্ড এলইডি ইলুমিনেশন, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অপশনাল ব্লুটুথ কানেক্টিভিটি এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

ভারত মবিলিটি শো-তে টিভিএস ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন যুক্ত বাইকটি প্রদর্শন করলেও বাজারে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে টিভিএস এর তরফ থেকে কোনোরকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাইকটি ভারতীয় বাজারে ছুটবে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment