ভারতীয় গাড়ির জগতে মাহিন্দ্রা একটি জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা কম্পানি, সম্প্রতি জানা গেছে মাহিন্দ্রা তাদের Thar SUV গাড়িটির একটি নতুন ভেরিয়েন্ট বাজারে আনতে চলেছে, যা Mahindra Thar 5 Door নামে জানা যাবে। আসলে থার হলো মাহিন্দ্রা কম্পানির সব থেকে জনপ্রিয় এবং অফরোডিং এসইউভি গাড়ি। বর্তমান সময়ে মহিন্দ্রা এখন এই গাড়িটির দ্বিতীয় জেনারেশন ভারতীয় বাজারে বিক্রি করছে।
মাহিন্দ্রা থার লঞ্চ হবার পর থেকেই ইয়ং জেনারেশন এর কাছে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে, এর কারণ হলো দুর্দান্ত ফিচারস এবং সহজলভ্য দাম। এইসব দিকগুলি নজর রেখেই মাহিন্দ্রা ভারতীয় বাজারে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে থার 5 ডোর ভেরিয়েন্ট।
চমকদার ডিজাইন
দূর থেকে Mahindra Thar 5 Door গাড়িটিকে দেখলে একটি হাতির মতো লাগে। আকর্ষণীয় মাসকুলার ডিজাইন গাড়িটিকে বিরাট জনপ্রিয় করে তুলেছে, তবে এই নতুন মডেলটিতে যোগ করা হয়েছে 5 Door এর সুবিধা। গাড়িটির ডিজাইন আগের মডেলটির মতো রাখলেও এখানে কিছু নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা রোড প্রেজেন্টস আগের তুলনায় অনেক বাড়িয়ে দেবে।
Hero XF3R সবথেকে পাওয়ারফুল বাইক নিয়ে আসছে হিরো, টপ স্পীড জানলে আপনি চমকে যাবেন
গাড়িটিতে দেখতে পাওয়া যাবে ফিক্সড মেটাল রুফ, এছাড়াও আগের তুলনায় এই মডেলটিতে বড় সাইজের রিয়ার উইনসিল্ড এবং পিছনের গেটে একটি স্পেয়ার হুইল দেখতে পাওয়া যাবে। নতুন মডেলটিতে সামনের দিকে বড় গ্রিল হেডলাইট এবং ফেন্ডার দেখতে পাওয়া যাবে। আধুনিক ফিচার হিসেবে দেওয়া হয়েছে 10.25 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে সিস্টেম এবং এই ডিসপ্লেটিতে আপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মতো ফিচার যুক্ত থাকবে।
এছাড়াও থাকছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, পুষবাটন স্টার্ট এবং স্টপ সিস্টেম, কিলেস এন্ট্রি, ইলেকট্রিক সানরুফ LED DRLs এবং এক্সিডেন্ট থেকে সুরক্ষা দেওয়ার জন্য ছটি এয়ার ব্যাগ দেখতে পাওয়া যাবে।
উচ্চ ক্ষমতা যুক্ত পারফরমেন্স
আমরা অনেকেই থার গাড়িটির পারফরম্যান্স কেমন তা জানি, তবে Mahindra Thar 5 Door মডেলটিতে আগের মতই একই ইঞ্জিন দেখতে পাওয়া যাবে, 2 লিটার টার্বো চার্জ যুক্ত পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 152 PS পাওয়ার এবং সর্বোচ্চ 300 Nm টর্ক দেখতে পাওয়া যাবে। এছাড়া 2.2 লিটার ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্টিও বাজারে আসবে। যেখানে এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 132 PS পাওয়ার এবং 300 Nm টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে। তবে দুটি ইঞ্জিনে 6 স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন দেখতে পাওয়া যাবে।
মাপকাঠি | বৈশিষ্ট |
---|---|
বাইকের নাম | Mahindra Thar 5 Door |
ইঞ্জিন | 2 লিটার টার্বো চার্জ পেট্রোল, 2.2 লিটার ডিজেল |
পাওয়ার | পেট্রোল 152 PS, ডিজেল 132 PS |
টর্ক | পেট্রোল, ডিজেল 300 Nm |
ট্রান্সমিশন | 6 স্পিড ম্যানুয়েল এবং অটো ট্রান্সমিশন |
Mahindra Thar 5 Door গাড়িটির দাম
মাহিন্দ্রা প্রথম থেকেই তাদের প্রত্যেক গাড়ি ভারতীয় বাজারকে লক্ষ্য রেখে অনেক সস্তায় গাড়ি গুলি লঞ্চ করে। মাহিন্দ্রার গাড়ি প্রেমিরা অনেকদিন থেকেই গাড়িটি লঞ্চের জন্য অপেক্ষা করে রয়েছেন। তবে সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত গাড়িটির দামের ব্যাপারে সেই রকম ভাবে তথ্য প্রকাশ করেনি। বিভিন্ন অটো এক্সপার্টদের মত অনুযায়ী ভারতীয় বাজারে মাহিন্দ্রা ফাইভ ডোর গাড়িটি 15 লাখ টাকা থেকে শুরু করে 18 লাখ টাকা পর্যন্ত দেখতে পাওয়া যাবে।