চলতি মাসে বাজারে আগুন ঝরাতে Hero Xoom 160 থেকে Pulsar NS400 এর মতো বাইক-স্কুটার আসছে

Subham

Hero Xoom 160

ফেব্রুয়ারী মাসে বিভিন্ন অটোমোবাইল নির্মাতা কোম্পানিগুলি তাদের দুর্দান্ত মডেলের বাইক লঞ্চ করেছে, লঞ্চ হওয়া বাইক গুলি ক্রেতাদের কাছে দারুন জনপ্রিয়তা লাভ করেছে। তবে মার্চ মাসেও টু হুইলার নির্মাতা সংস্থাগুলি নতুন নতুন বাইক নিয়ে আসতে চলেছে। আজকে আপনারা জানতে পারবেন মার্চ মাসে লঞ্চ হতে যাওয়া পাঁচটি দুর্দান্ত বাইক এবং স্কুটার এর ব্যাপারে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কোন পাঁচটি মডেল এই মাসে আসতে চলেছে।

google news

Hero Xoom 125 এবং Xoom 160

কিছু সময় আগে হিরো কম্পানি তাদের বাজারে লঞ্চ হতে যাওয়া কয়েকটি স্কুটার ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA 2023) তে প্রদর্শন করেছিল। যেখানে Hero Xoom 110, Xoom 125 এবং Xoom 160 এছাড়া অন্য একটি মডেল ম্যাক্সি স্টাইলের স্কুটার দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে হিরোর নতুন এই দুটি মডেল এই মাসেই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে।

Hero Xoom 160

Husqvarna Svartpilen 250

ইতিমধ্যেই ভারতীয় বাজারে Svartpilen 401 এবং Vitpilen 250 এই দুটি আপডেট মডেল লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছে হাস্কভার্না। এই দুটি বাইক বাজারে পা রাখার সাথে সাথেই এখন Svartpilen 250 বাইকটি লঞ্চের ব্যাপারে খবর আসামাত্রই বাইক প্রেমিকের কাছে বিরাট সারা ফেলে দিয়েছে। সংস্থাটির আসন্ন এই বাইকটির চাহিদা মেটাতে চলতি মাসেই বাজারে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

Husqvarna Svartpilen 250

Honda Activa Electric

হোন্ডা প্রথম থেকেই তাদের অ্যাক্টিভা সিরিজটি নিয়ে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে, এর মাঝে Honda Activa 6G স্কুটারটি বর্তমানে ভারতীয় বাজারে বিরাট ভূমিকা পালন করে চলেছে। তবে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (CIAM) এর দ্বারা প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে ভারতের অ্যাক্টিভা সবথেকে বেশি সেল হওয়া টু হুইলার। এখন সংস্থাটি এই স্কুটারটির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে মার্চ মাসেই ভারতীয় রাস্তায় স্কুটারটি দেখতে পাওয়া যাবে।

BlackView Hero 10 সস্তায় ফোল্ডেবল স্মার্টফোন কেনার বিরাট সুযোগ, যেমন দেখতে তেমনি অবাক করা ফিচার্স

Bajaj Pulsar NS400

অনেক সময় ধরেই ভারতীয় বাজারে Bajaj এবং TVS এর মধ্যে স্পোর্টস বাইক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে, এই প্রতিদ্বন্দ্বিতায় বাজাজ শীর্ষস্থান ধরে রাখতে কয়েক মাস ধরেই Pulsar NS400 বাইকটির আপগ্রেডের কাজ চালাচ্ছে। জানা গেছে এই মাসেই ভারতের বাজারে 400 সিসির পালসার লঞ্চ হতে চলেছে।

বাজাজ তাদের ফ্ল্যাগশিপ মডেল Bajaj Dominar 400 বাইকটির বিকল্প হিসেবে NS400 বাইকটি ক্রেতাদের কাছে এই মাসে উপহার দিতে চলেছে। এখানে এই নতুন মডেলটি Dominar এর তুলনায় দামে অনেকটা সস্তা এবং পারফরম্যান্সের দিক থেকে একই রকম হতে চলেছে। বাইক এক্সপার্টদের মতে Pulsar NS400 লঞ্চ হবার সাথে সাথে এর দাম রাখা হবে 2 লাখ টাকা এক্স শোরুম। কিন্তু অন্যদিকে Dominar 400 বাইকটি কিনতে গেলে খরচ অনেকটাই বেশি দাঁড়ায় প্রায় 2,29,781 টাকা এক্স শোরুম, দিল্লি।

আশা করি আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে ভারতীয় বাজারে আসন্ন পাঁচটি বাইক এবং স্কুটার সম্পর্কে আগাম খবর পেয়েছেন। এই ধরনের আরো নতুন নতুন বাইক এবং স্কুটারের খবর পেতে আমাদের ওয়েবসাইটটিতে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment