BlackView Hero 10 সস্তায় ফোল্ডেবল স্মার্টফোন কেনার বিরাট সুযোগ, যেমন দেখতে তেমনি অবাক করা ফিচার্স

Avenir Telicom মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) কনফারেন্স চলাকালীন সংস্থাটি তাদের একটি নতুন আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোন Energizer Ultimate U660S সকলের সামনে প্রদর্শন করেছিল। সেই সময় সংস্থাটি বলেছিল বর্তমান সময়ে বাজারে উপস্থিত অন্যান্য ফোল্ডেবেল স্মার্টফোনের তুলনায় অনেকটাই কম দামে লঞ্চ করা হবে। তবে বর্তমান সময়ে BlackView এর একটি নতুন স্মার্টফোন সকলকে চমকে দিয়ে আরও সস্তায় ফোল্ডেবেল স্মার্ট ফোন নিয়ে হাজির।

google news

ইতিমধ্যে অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির নতুন এই সস্তা ফোল্ডেবেল স্মার্টফোনটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখান থেকেই ডিভাইসটির নাম BlackView Hero 10 বলে জানা গেছে, এছাড়াও ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে অন্যান্য দামি ফোল্ডেবেল স্মার্টফোন গুলির মতো এতেও ক্ল্যামশেল ভার্টিকাল ফোল্ডিং ডিজাইন থাকছে। যেই বিষয়টা আকর্ষণীয় তা হল এই ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র 399 ইউরো যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় 35 হাজার 800 টাকা।

BlackView Hero 10

সব থেকে সস্তা ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে আনবে বলে দাবি করেছিল এভিনিয়ার, সেই Avenir Energizer Ultimate U660S মডেলটির দাম পড়বে 499 ইউরো অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 44 হাজার 800 টাকা। সেইদিক থেকে দেখলে BlackView কম্পানির এই নতুন স্মার্টফোনটি ফোল্ডেবেল হওয়ার সত্বেও সবথেকে সস্তা হবে বলে জানা গেছে।

Mahindra Thar 5 Door বাজারে আসতে চলেছে, চোখ ধাঁধানো ডিজাইন আর ফিচার্স আপনাকে পাগল করে দেবে

BlackView Hero 10 আকর্ষণীয় ডিজাইন

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিওর মাধ্যমে দেখা গেছে স্মার্টফোনটি হালকা তুঁতে রং এবং সিলভার ডিজাইনের সাথে আসবে। এছাড়াও ব্ল্যাক ভিউ হিরো 10 স্মার্টফোনটি ভেগান লেদার ফিনিশিং এর সাথে আরো তিন চারটি চমকদার কালারের সাথে দেখতে পাওয়া যাবে।

স্মার্টফোনটির ডানদিকে ভলিউম রকার এবং নিচের দিকে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এর সাথেই পিছনের দিকে ইউ আকারের একটি ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ এর সাথে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। ডিসপ্লে এবং ক্যামেরার মাঝখানে একটি সুন্দর এলইডি ফ্লাশ লাইট অবস্থান করা হয়েছে। এছাড়া সংস্থাটি তাদের লোগোটি ডিভাইসের নিচের দিকে সুন্দরভাবে স্থাপন করেছে।

BlackView Hero 10

BlackView Hero 10 স্মার্টফোনটির স্পেসিফিকেশন

BlackView Hero 10 স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে বলতে গেলে এখানে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চির বড় সাইজের ডিসপ্লে। ডিসপ্লেটিতে রেজুলেশন থাকছে 2790×1188 পিক্সেলের এবং 120 Hz এর রিফ্রেশ রেট। পিছনের দিকে ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 60 Hz এর রিফ্রেশ রেট যা ডুয়েল ক্যামেরা ইউনিটের সাথে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকছে 108 মেগাপিক্সেলের তবে সেকেন্ডারি ক্যামেরা সেন্সরের রেজুলেশন এখনো পর্যন্ত জানা যায়নি। এছাড়া সেলফি এবং ভিডিও কলিং এর মত আধুনিক সুবিধা গুলি পেতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং স্নেপার সেন্সর।

ডিভাইসটির পারফরম্যান্স উন্নত করার জন্য ব্যবহার করা হয়েছে Mediatek Helio G99 চিপসেট এবং এই প্রসেসরটি Avenir Energizer Ultimate U660S স্মার্টফোনটির মধ্যে ব্যবহার করা হবে। এখান থেকেই জানা গেছে দুটি মডেলই 4G নেটওয়ার্কের সুবিধা উপলব্ধ করবে এবং ডিভাইসটিতে স্টোরেজের জন্য দেওয়া হয়েছে 12 GB র‍্যাম ও 256 GB ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটি অপারেটিং করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড v13 যা DokeOS 3.1 কাস্টম স্কিনে চলবে।

এছাড়াও এত সুন্দর স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে শক্তিশালী 2,630 এমএইচ এর ব্যাটারি। আসন্ন এই নতুন স্মার্টফোনটির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment