Fluclox 500 এর দাম কত || Fluclox 500 এর কাজ কি

নমস্কার সকলকে, আমাদের প্রতিবেদনে ঢোকার জন্য আপনবাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশে Fluclox 500 এর দাম কত চলছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও, আপনি এই প্রতিবেদনের মাধ্যমে এই ঔষধ খাবার নিয়ম ও এই ঔষধ কোন রোগীর জন্য ব্যবহার হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। আপনি যদি বর্তমান বাংলাদেশে Fluclox 500 এর দাম কত ও Fluclox 500 এর কাজ কি এই সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Fluclox 500 এর দাম কত

সাধারণত এই ওষধটি বাংলাদেশে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যাবহৃত হয়। আপনাকে যদি ডক্টর এই ওষধটি খাবার পরামর্শ দিয়ে থাকে, তাহলে আপনাকে জানিয়ে রাখি এই ঔষধটি আপনি আপনার নিকটবর্তী যেকোনো ঔষধের দোকানেই পেয়ে যাবেন। আপনি যদি এই Fluclox 500 এর দাম কত সম্পর্কে জানতে চান তাহলে নিচের তালিকাটি ভালো করে দেখুন।

Fluclox 500 এর দাম কত

Fluclox 500 এর দাম

নামFluclox
শক্তি500 MG
শ্রেণীট্যাব
দাম45 টাকা

Fluclox 250 এর দাম

নামFluclox
শক্তি250 MG
শ্রেণীট্যাব
দাম5.80 টাকা

Fluclox 500 এর কাজ কি

Fluclox ট্যাবলেট সাধারণত ত্বকের সংক্রমণ, ত্বকের গ্রাফ্ট সুরক্ষিত করতে, মধ্যকর্ণের প্রদাহ, বহিঃকর্ণের প্রদাহ; নিউমোনিয়া, ফুসফুসের ফোড়া, ফোড়া, ক্ষত, একজিমা, ব্রণ, সংক্রমিত ক্ষত, সংক্রমিত পোড়া, এমপায়েমা, সাইনাসের প্রদাহ, টনসিলের প্রদাহ, অন্ত্রের প্রদাহ, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজেসের প্রদাহ, সেপ্টিসেমিয়া ও বিভিন্ন সার্জিকাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসেবেও এই ঔষধের ব্যবহার দেখা যায়।

Fluclox 500 এর কাজ কি

Fluclox 500 খাওয়ার নিয়ম 

  • আপনি যদি একজন প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি হয়ে থাকেন তাহলে আপনি এই Fluclox 500 ঔষধটি ২৫০-৫০০ mg করে ছয় ঘণ্টা পর পর গ্রহণ করতে থাকুন।
  • আপনার বয়স যদি ২ বৎসরের নিচে হয়ে থাকে তাহলে আপনি একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মাত্রার এক চতুর্থাংশ ঔষধ গ্রহণ করুন।
  • আপনার বয়স যদি ২-১০ বৎসরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মাত্রার এক দ্বিতীয়াংশ ঔষধ গ্রহণ করুন।
  • আপনি এই ঔষধটি গ্রহণ করার সময় অবশ্যই একটি ডক্টরের পরামর্শ নিন।

Fluclox 500 পার্শ্ব প্রতিক্রিয়া

এই ঔষধটি গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনার পরিপাকতন্রের সমস্যা (বমি বমি ভাব, উদরাময়) এবং আপনার শরীরের চামড়ায় ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা দিতে পারে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও, এই ধরনের সকল বাজারদর সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment