Monas 10 এর দাম কত | Monas 10 ওষুধের এর কাজ কি

নমস্কার সকলকে, আমাদের এই প্রতিবেদনে ঢোকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো Monas 10 এর দাম কত ও Monas 10 ওষুধের এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত তথ্য। Monas 10 ওষুধটি বাংলাদেশে একরি জনপ্রিয় ঔষধ। এই ঔষধটি নিত্যপ্রয়জোনীয় ঔষধের মধ্যে একটি। `তাই আজ আমি আপনাদের এই Monas 10 এর দাম কত বাংলাদেশে ও এই Monas 10 ওষুধের এর কাজ কি এই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য জানিয়েছি। আপনি যদি বাংলাদেশে Monas 10 এর দাম কত ও Monas 10 ওষুধের এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Monas 10 ওষুধের এর কাজ কি

অধিকাংশ ডাক্তার হাঁপানি রোগের চিকিৎসার জন্য এই Monas 10 ঔষধটি রোগীদের কে দিয়ে থাকেন। আবার কখনো কখনো, যে সকল রোগীদের সামান্য কাশি, কফ এবং নাকের সমস্যা দেখতে পাওয়া যায় তাদেরকেও এই ঔষধ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তবে মনে রাখবেন, এই ঔষধটির প্রধান কাজ হল শরীরের লিউকোট্রাইন নামক এক পদার্থের কাজ করার ক্ষমতাকে বন্ধ করে দেওয়া। এই পদার্থটি মানব শরীরেই উৎপন্ন হয় এবং মানব শরীরে এজমা এবং এলার্জিক রায়নাইটিস তৈরী করে। এই ঔষধ কোন কোন রোগ নিরাময় করে তা নিচের তালিকায় দেওয়া হল।

  • অ্যালার্জিক রাইনাইটিস
  • হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা
  • মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস
  • খিঁচুনি
Monas 10 ওষুধের এর কাজ কি

Monas 10 খাওয়ার নিয়ম কি

এই Monas 10 ঔষধটি খাবার নিয়ম সকলেরই জেনে রাখা উচিত। বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমরা জানতে পেরেছি 15 বছরের অধিক ব্যক্তিদের হাঁপানি ও এলার্জিক রাইনাইটিস সমস্যার ক্ষেত্রে এই ঔষধ 10 মিলিগ্রাম করে প্রতিদিন সেবন করতে হয়। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি, এই ঔষধ খাবার আগে অবশ্যই আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ নিন। তবে যে সকল রোগীদের সামান্য ঠান্ডা লেগে কফ ও কাশি হচ্ছে তাদের জন্য এই ঔষধ 10 দিন থেকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে বলা হয় বলে জানা গেছে।

এই ঔষধটি দাঁত দিয়ে চিবিয়ে খাবেন না। এই ঔষধটি জল দিয়ে খেতে হয়। আপনি যদি ব্যায়াম করেন তাহলে ব্যায়াম করার ২ ঘন্টা আগে আপনাকে এই Monas 10 ঔষধটি খেয়ে নেবেন। আবারও আপনাকে জানিয়ে রাখি, এই ঔষধটি খাবার আগে আপনি অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিন।

Monas 10 এর দাম কত

Monas 10 ঔষধটির একটি ইউনিটের দাম 17 টাকা। কিন্তু আপনি যদি সম্পূর্ণ একটি পাতার বক্স কেনেন তাহলে আপনার দাম পরবে 525 টাকা। এই ঔষধটি আপনি আপনার কাছাকাছি যেকোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই ঔষধটি গ্রহণ করবার আগে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ নেবেন।

Monas 10 এর দাম কত
ঔষধের পরিমাণবাংলাদেশী টাকায় দাম
এক ইউনিট17 টাকা
এক বক্স525 টাকা

Monas 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রতিটা ঔষধেরই যেমন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেই রকম এই ঔষধটিরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই এই ঔষধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই গ্রহণ করা উচিত। আপনি যদি এই ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই নিচের তালিকাটি ভালো করে দেখুন।

  • বমি বমি ভাব।
  • পেশি ব্যাথা।
  • ঘুমে সমস্যা দেখা দিতে পারে।
  • ডায়রিয়া সমস্যা হতে পারে।
  • জ্বর।
  • দুর্বলতা অনুভব করতে পারেন।
  • মাথাব্যথা হইতে পারে।
  • চোখের সমস্যা দেখা দিতে পারে।
  • ত্বকের ক্ষতি বা ত্বকের জ্বালাপোড়া হতে পারে।
  • গলায় কালো দাগ দেখা যেতে পারে।
  • অতিরিক্ত সেবন করলে পেটে ব্যথা সহ উদাসীনতা লক্ষণীয় হয়।
  • এমনকি আপনার তৃষ্ণা অনুভব হতে পারে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও, এই ধরনের সকল বাজারদর সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

প্রশ্ন এবং উত্তর

Monas 10 এর দাম কত?

Monas 10 ঔষধটির একটি ইউনিটের দাম 17 টাকা। কিন্তু আপনি যদি সম্পূর্ণ একটি পাতার বক্স কেনেন তাহলে আপনার দাম পরবে 525 টাকা।

গর্ভাবস্থায় Monas 10 খাওয়া যাবে কি?

এই রকম পরিস্তিতিতে এই ওষুধটি নিয়ে খুবই সামান্য গবেষণা করা হয়েছে। তবে গর্ভ অবস্থায় এই ওষুধ খাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। কারণ এর ফলে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি ডাক্তারের পরামর্শে এই ঔষধ গর্ভ অবস্থায় গ্রহণ করতে পারেন।

Monas 10 কি এন্টিবায়োটিক?

Monas 10 ঔষধটি কোনোভাবেই একটি এন্টিবায়োটিক নয়। এই ঔষধ সাধারন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যে কোন ঔষধের দোকানেই এই Monas 10 ঔষধটি পেয়ে যাবেন।

কোন কোন রোগ নিরাময়ে Monas 10 ঔষধটি ব্যবহার করা হয়?

সাধারণত যে সকল রোগ নিরাময়ে এই Monas 10 ঔষধটি ব্যবহার করা হয় তা হল অ্যালার্জিক রাইনাইটিস, হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা, মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস ও খিঁচুনি।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment