নেবুলাইজার মেশিনের দাম কত | নেবুলাইজার মেশিনের দাম কত বাংলাদেশে ২০২৪

নেবুলাইজার মেশিনের দাম কত: নেবুলাইজার মেশিন সাধারণত ছোট্ট শিশু এবং বয়স্কদের জন্য ব্যবহার করা হয়। এটি এমন এক ধরনের মেশিন যেখানে তরল ওষুধ দেবার পর তা কুয়াশার মতো বের হয়, যা অসুস্থ মানুষ এবং ছোট্ট শিশুদের শ্বাস নিতে অনেক সুবিধা করে। আজকে আমি আপনাদের নেবুলাইজার মেশিনের দাম কত এবং নেবুলাইজার মেশিন আসলে কি এবং কেন ব্যবহার করা হয় সেই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করব।

google news

নেবুলাইজার মেশিনের দাম কত বাংলাদেশে ? এইরকম ভাবে অনেকেই গুগলে সার্চ করে থাকেন, কিন্তু আপনাদের জানা দরকার সঠিক এবং ভালো মানের নেবুলাইজার মেশিন কোনটি। কারণ যেহেতু এই মেশিনটি ছোট্ট শিশু এবং বয়স্কদের ব্যবহার করা হয় সে ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখতে হবে। বর্তমানে নেবুলাইজার মেশিন বিভিন্ন মেডিকেল স্টোরে এবং বড় ডাক্তারখানায় বিক্রির জন্য রাখা হয়। আর সঠিক নেবুলাইজার মেশিনের দাম কত সেটা আপনাদের জানা দরকার।

নেবুলাইজার মেশিন কি

নেবুলাইজার মেশিন হল উন্নতি প্রযুক্তিযুক্ত একটি শ্বাসযন্ত্র, যার মাধ্যমে তরল ওষুধ কুয়াশার আকারে শ্বাসনালী দিয়ে ফুসফুসে সহজে পৌঁছায়। এই মেশিন সাধারণত যাদের শ্বাসকষ্ট এবং হাঁপানি জাতীয় রোগ রয়েছে সেইসব মানুষের জন্যই ব্যবহার করা হয়। যেহেতু ছোটো শিশু এবং বয়স্কদের শ্বাস নিতে সমস্যা থাকে যার কারণেই নেবুলাইজার মেশিন ব্যবহার করা হয়।

বাংলাদেশে ডায়মন্ড নাকফুল দাম 2024 কত । বর্তমানে ডায়মন্ড নাকফুল দাম কত বাংলাদেশ

নেবুলাইজার মেশিনের দাম কত

নেবুলাইজার মেশিন বিভিন্ন কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয়ে থাকে। তবে একটি সাধারণ নেবুলাইজার মেশিনের দাম শুরু হয় ১৭০০ টাকা থেকে এবং ৬০০০ টাকা পর্যন্ত দেখতে পাওয়া যায়। তবে এই বাজেটের মেশিনগুলি সাধারণত বাড়িতে ব্যবহার করার জন্যই হয়ে থাকে। কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য যেসব নেবুলাইজার মেশিন গুলি থাকে তার দাম ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হয় এবং বাড়িতে ব্যবহার করার জন্য নেবুলাইজার মেশিন গুলো ১ থেকে ১.৫ বছরের ওয়ারেন্টির সাথে পাওয়া যায়।

নেবুলাইজার মেশিনের দাম বাংলাদেশে

নেবুলাইজার মেশিন দাম
Aero family EliteBDT. 8,500
OmronBDT. 3,800
EBL Mini CareBDT. 2,700
DuLife PlusBDT. 2,300
Prodogy GoldBDT. 2,500
ProcareBDT. 2,800
Leven Nebulizer BDT. 2,850
Compressor NebulizerBDT. 2,300
ScianBDT. 2,500
Pocket NebulizerBDT. 3,200

উৎকৃষ্ট মানের নেবুলাইজার মেশিন

নেবুলাইজার মেশিন দেখতে খানিকটা মাস্কের মতো, কিন্তু এখানে একটি ছোট্ট মেশিন ব্যবহার করা হয়। যেখানে তরল ওষুধ দিয়ে দেওয়া হয় তারপর মেশিনটি চালু করলে কুয়াশার আকারে ওষুধ বেরতে থাকে যা খুব সহজেই শ্বাসনালির মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছাতে পারে। যেই কারণে শ্বাসকষ্টের রোগীদের জন্য সবথেকে ভালো মেশিন মনে করা হয়।

নেবুলাইজার মেশিনের দাম

নেবুলাইজার মেশিন গুলি সাধারণত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল স্টোর এবং ফার্মেসিতে দেখতে পাওয়া যায়। উৎকৃষ্ট মানের নেবুলাইজার মেশিনের জন্য বিভিন্ন মেডিকেল স্টোরে খোঁজ করতে পারেন।

নেবুলাইজার মেশিন মূলত চারটি অংশ দিয়ে তৈরি-

  • ছোট্ট একটি প্লাস্টিকের পাত্র যেটা নেবুলাইজার চেম্বার
  • একটি এয়ার কম্প্রেসার যা নেবুলাইজার মেশিন বলা হয়
  • একটি লম্বা বায়ু নল
  • একটি মাস্ক বা মুখোশ

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment