বর্তমান সময়ে হাতেগোনা কয়েকটি মাত্র ঘর পাওয়া যাবে যেখানে সিলিন্ডার গ্যাসের ব্যবহার হয় না। তারপর প্রত্যেক বাড়িতেই গ্যাসের ব্যবহার এখন সাধারণ একটা ব্যাপার। এদেশে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, সেখানে সিলিন্ডার গ্যাসের দাম কোনো অংশে পিছিয়ে নেই। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেক মাসেই গ্যাসের দাম বেড়ে চলেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিলিন্ডার গ্যাসের দাম বাংলাদেশে কত টাকা বেড়েছে।
আজকে আমি আপনাদের সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেক জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে যেন আগুনে ঘি দেওয়ার মতো হয়েছে। বর্তমান সময়ে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশে ডায়মন্ড নাকফুল দাম 2024 কত । বর্তমানে ডায়মন্ড নাকফুল দাম কত বাংলাদেশ
যেখানে প্রতি বোতল এলপিজি গ্যাসের দাম ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে পর্যন্ত সিলিন্ডার গ্যাসের দাম যেখানে ১০৭০ টাকা ছিল তা বর্তমানে বৃদ্ধি পেয়ে ১১৫০ টাকায় দাঁড়িয়েছে।
সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪
বিগত বছর থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানে এলপিজি গ্যাসের দাম বাড়ায় জনগণ দারুণ অস্বস্তিতে পড়েছে। আমরা দেখেছি জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১১৫০ টাকা এখন তা বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১২০০ টাকার উপরে পৌঁছেছে। এদেশের মোট তিনটি ওজনের সাথে এলপিজি সিলিন্ডার গ্যাস দেখতে পাওয়া যায় যা হল ১২ কেজি, ৩০ কেজি এবং ৪৫ কেজি।
আজকে সিলিন্ডার গ্যাসের দাম
বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম ওঠানামা করছে। প্রায় প্রত্যেক মাসেই আমরা দেখতে পাচ্ছি বাজারের সমস্ত জিনিসের দাম বাড়ছে, তার মধ্যে সিলিন্ডার গ্যাসের দামও লাগাতার বেড়ে চলেছে। ক্রেতারা সিলিন্ডার গ্যাসের দাম নির্দিষ্ট না থাকার জন্য সঠিক মূল্য কিনতে পারছে না, আমরা দেখেছি বাজারে বেশ কয়েকটি কোম্পানির সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। প্রত্যেক কোম্পানির গ্যাস সিলিন্ডারের ওজন আলাদা হওয়ার কারণে তাদের দামও আলাদা থাকে, যেখানে আমরা দেখতে পেয়েছি আজকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১১০০ টাকা রাখা হয়েছে।
22 ক্যারেট স্বর্ণের দাম কত today | 22 ক্যারেট স্বর্ণের দাম today বাংলাদেশ
বর্তমানে সিলিন্ডার গ্যাসের দাম
কিছুদিন আগেও আমরা দেখেছি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৫০ টাকা ছিল। কিন্তু তা আজ থেকে পরিবর্তন হয়ে ১১০০ টাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কদিনের মধ্যেই সিলিন্ডার গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছে তবে গ্যাস সিলিন্ডারের ওজনের ওপর নির্ভর করেই গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে এলপিজি গ্যাসের দাম আলাদা আলাদা। কোনো কোনো জায়গায় সিলিন্ডার গ্যাস ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় সিলিন্ডার গ্যাস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে সিলিন্ডার গ্যাসের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে।