আর চিন্তা নেই পেট্রোল ছাড়াই ছুটবে বাজাজের নতুন বাইক Pulsar NS160 Flex কিনবেন নাকি

কয়েকদিন ধরেই এদেশ ভারত মোবিলিটি এক্সপো-তে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি তাদের নতুন মডেলের গাড়ি গুলি প্রদর্শন করছে। বাজাজ অটো কোনো অংশে পিছিয়ে নেই, অনেকগুলি মডেল প্রদর্শন করার পরে সব থেকে বেশি Pulsar NS160 Flex ও Dominar E27.5 সকলের নজর কেড়েছে।

google news

যদিও Pulsar NS160 ও Dominar 400 বাইক দুটির মডিফায়েড ‘ফ্লেক্স ফুয়েল ভার্সন’ বাজাজ অনেক দিন ধরে রিচার্স করার পর এমন ইঞ্জিন বানিয়েছে যা পেট্রোলের সাথে ইথানল এর মাধ্যমে চলবে। তাহলে আসুন ইথানল চালিত এই নতুন দুটি বাইক গুলির ব্যাপারে বিস্তারিত জানা যাক।

Pulsar NS160 Flex ও Dominar E27.5 থেকে পর্দা উঠলো

বাজাজ অনেক দিনের রিসার্চের পর অবশেষে সফলতা পেয়েছে, যেখানে ইথানল মেশানো পেট্রোলের মাধ্যমে বাইক দুটি যাতে চলতে পারে সেই ধরনের কারিগরি আপডেট ইঞ্জিনে করা হয়েছে। তবে এখনো পর্যন্ত Pulsar NS160 Flex কত পারসেন্ট ইথানল মিশ্রিত পেট্রোলের মাধ্যমে চলবে তা জানা যায়নি। তবে কিন্তু Dominar 400 মডেলটিতে 27.5% ইথানল এবং পেট্রোলের মিশ্রণে বাইকটি চলবে। বাজাজের ফ্লেক্স ফুয়েল বাইক গুলি এখনো পর্যন্ত ব্রাজিল সমেত 35 টি দেশে দাপিয়ে ছুটে চলেছে। এই আপডেট যুক্ত বাইক গুলি কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সেই রকম কোনো তথ্য পাওয়া যায়নি।

Pulsar NS160 Flex

ইঞ্জিনের মধ্যে কারিগরি আপডেট করা হলেও দুটি বাইকের মডেলের মধ্যে কোনোরকম পরিবর্তন দেখা যায়নি। তাই এখানে ভারতীয় বাজারে ইতিমধ্যে চলতে থাকা মডেল দুটির মধ্যে কোনোরকম ফারাক দেখা যায়নি। বর্তমানে ভারতে Pulsar NS160 বাইকটির দাম 1.37 লাখ টাকা এবং অন্যদিকে Dominar 400 বাইকটি কিনতে 2.30 লাখ টাকা (এক্স শোরুম) লাগবে। এছাড়াও এই ইভেন্টে Qute CNG এবং ইলেকট্রিক গাড়িগুলি প্রদর্শন করা হচ্ছে।

প্রথমবার ভারতে পারফরমেন্স এবং কম্ফোট নিয়ে আসছে Skoda Enyaq iV ইলেট্রিক গাড়ি

রাকেশ শর্মা (বাজাজের কার্যনির্বাহী আধিকারিক) তিনি বলেন “ভারত মোবিলিটি শো ২০২৪-এ অংশগ্রহণ করতে পেরে আমরা দারুন খুশি ক্রেতাদের ছাড়াও উদ্ভাবনী মডেলগুলি আমাদের অংশীদার ও সহযোগী সংস্থাগুলিকে প্রদর্শনের সেরা সুযোগ।”

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment