2024 এর শুরুতেই এক্ষুনি বদলান এই সেটিং, Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার

Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার। Oppo কোম্পানির সাবব্র্যান্ড OnePlus এবং Realme এর স্মার্টফোনগুলি ভারতের বাজারে খুবই জনপ্রিয়তা লাভ করেছে বিগত কয়েক মাসে। এই কারণে ভারতের ক্রেতাদের কথা মাথায় রেখে ক্রেতাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে কিছুদিন আগেই OnePlus কোম্পানি তাদের স্মার্টফোনগুলির জন্য বিশেষ কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছেন। এতদিন পর্যন্ত দেখা গেছে এই নতুন ফিচার গুলি শুধুমাত্র OnePlus কোম্পানির ফোনগুলিতেই উপলব্ধ। কিন্তু এখন জানা গেছে Realme কোম্পানি তাদের স্মার্টফোনগুলিতেও একই ফিচার যুক্ত করেছে। এক্ষুনি বদলান এই সেটিং, Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

এক্ষুনি বদলান এই সেটিং, Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার

মাত্র কয়েকদিন আগেই Realme কোম্পানির বেশ কয়েকটি হ্যান্ডসেটের জন্য লেটেস্ট Android 14 ভিত্তিক Realme UI 5 কাস্টম স্কিন আপডেটের সাথে লঞ্চ করা হয়েছে। নতুন এই সফটওয়্যার আপডেটের মাধ্যমে OnePlus কোম্পানির স্মার্টফোনে থাকা Smart Sidebar এবং Shelf ফিচার দুটি Realme কোম্পানির স্মার্টফোনগুলির জন্য লঞ্চ করা হয়েছে। আপনাদের বলে রাখি, Smart Sidebar ফিচারের মধ্যে File Dock এবং Recent Files এর মতো নতুন অপশন আপনি Realme কোম্পানির স্মার্টফোনগুলিতে পেয়ে যাবেন। এই ফিচার গুলির মধ্যে আপনি আলাদা আলাদা অ্যাপের মধ্যে ফাইল ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করতে পারবেন।

এক্ষুনি বদলান এই সেটিং, Realme কোম্পানির ফোনে এল OnePlus এর স্মার্ট ফিচার

আসুন নিচের প্রতিবেদন থেকে Realme কোম্পানির স্মার্টফোন গুলিতে কীভাবে Smart Sidebar এবং Shelf ফিচার চালু করবেন তা জেনে নিই।

Smart Sidebar ফিচার চালু করার পদ্ধতি

সবার আগে বলে রাখি, এই ফিচার আপনি Realme UI 5 চালিত ফোনেই ব্যবহার করতে পারবেন। আসুন নিচের তালিকা থেকে Smart Sidebar ফিচার চালু করার পদ্ধতি জেনে নিই ——-

  • সবথেকে আগে আপনাকে আপনার স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করে নিতে হবে।
  • এরপর আপনি আপনার ফোনের Setting এর ওপর ক্লিক করুন।
  • Setting এর মধ্যে স্ক্রোল করে কিছুটা নিচে যান এবং Special features অপশনটির ওপর ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে যে পেজটি চলে আসবে ওখানে Smart Sidebar অপশনটির ওপর ক্লিক করুন। এবার আপনার স্ক্রিনে একটি সাইডবার চলে আসবে,ওখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও যখন আপনার ইচ্ছা করবে তখন আপনি এই ফিচার ব্যবহার করতে পারবেন।

Shelf ফিচার চালু করার পদ্ধতি

সবার আগে বলে রাখি, এই ফিচার আপনি Realme UI 5 চালিত ফোনেই ব্যবহার করতে পারবেন। আসুন নিচের তালিকা থেকে Shelf ফিচার চালু করার পদ্ধতি জেনে নিই ——-

  • এই ফিচারটিও চালু করার জন্য আপনাকে আপনার ফোনের সফটওয়্যারটিকে আপডেট করে নিতে হবে তারপর আপনাকে ফোনের হোম স্ক্রিনে কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে।
  • এবার আপনার স্ক্রিনের নীচের দিকে একটি মেনু চলে আসবে ওখানে More অপশনটির ওপর ক্লিক করুন।
  • এরপর যে পেজটি আপনার সামনে চলে আসবে ওখানে কিছুটা নিচে স্ক্রোল করলেই Swipe down on Home Screen নামের একটি অপশন পাবেন এর মধ্যে থেকে Shelf অপশানটি ক্লিক করুন।
  • এই প্রক্রিয়া গুলি শেষ করার পর, হোম স্ক্রিনের নিচের দিকে সোয়াইপ করুন। এখানে উইজেট সহ একটি নতুন স্ক্রিন আপনি দেখতে পাবেন।
  • আপনারা যদি এই উইন্ডোর মধ্যেই নতুন উইজেট যুক্ত করতে চান তবে উপরে বাম কোণে থাকা + বাটনে ক্লিক করুন।

Note :- Realme কোম্পানির দ্বারা বিশেষ কয়েকটি হ্যান্ডসেটের জন্য লেটেস্ট Android 14 ভিত্তিক Realme UI 5 কাস্টম স্কিন আপডেটটি লঞ্চ করা হয়েছে। এর আগে শুধুমাত্র OnePlus কোম্পানির স্মার্টফোনগুলিতেই এই ফিচারগুলো উপলব্ধ ছিল। ক্রেতাদের অনুরোধেই Realme কোম্পানির এই বিশেষ সিদ্ধান্ত।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment