Asus সবাইকে দিয়ে Zenfone 11 Ultra নিয়ে আসছে জানেন কি কি থাকছে ? না হলে দেখুন

Subham

Updated on:

Asus Zenfone 11 Ultra

Asus কিছুদিন আগেই ROG Phone 8 লঞ্চ করে গেমিং স্মার্টফোন দুনিয়ায় বিরাট হইচই ফেলে দিয়েছিল। এখন সংস্থাটি Zenfone সিরিজের একটি ফ্ল্যাগশিপ মডেল বাজারে নিয়ে আসার জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই স্মার্টফোনটির নাম রাখা হয়েছে Asus Zenfone 11 Ultra ইতিমধ্যে স্মার্টফোনটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং সেখান থেকেই ডিভাইসটি শীঘ্রই লঞ্চের ব্যাপারে জানা গেছে। তাহলে আসুন Asus Zenfone 11 Ultra স্মার্টফোনটির ব্যাপারে কি কি তথ্য পাওয়া গেছে সেগুলি জানা যাক।

google news

Asus Zenfone 11 Ultra ইতিমধ্যে SDPPI প্লাটফর্মে উপস্থিত

আসুসের এই নতুন ডিভাইসটি এসডিপিপিআই (SDPPI) ডেটাবেজে ইতিমধ্যে নজরে এসেছে এই প্লাটফর্মটি ইন্দোনেশিয়ার একটি সার্টিফিকেশন প্লাটফর্ম। এখান থেকে প্রকাশিত হওয়ার লিস্টিং এ স্মার্টফোনটির মডেল ASUS_AI2401_H নাম্বারের সাথে অফিশিয়াল নাম সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। এর আগে ডিভাইসটি বুলুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ডাটাবেসে দেখা মিলেছিল সেখান থেকেই নিশ্চিত করা গেছে যে স্মার্টফোনটি ব্লুটুথ 5.4 সাপোর্ট যুক্ত।

Asus Zenfone 11 Ultra

Asus Zenfone 11 Ultra Specification

আসুসের স্মার্ট ফোন গুলির শেষে ‘আলট্রা ’ কথাটির মানে বড় সাইজের স্কিনের কথা নির্দেশ করে, তবে এখানে গত জুন মাসে লঞ্চ হয়ে যাওয়া Zenfone 10 মডেলটির উত্তরসূরী হিসেবে বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে আসন্ন মডেলটি আগের মডেলটি থেকে অনেক কিছু নতুন ফিচার নিয়ে আসবে।

SpecificationsDetails
ProcessorQualcomm Snapdragon 8 Gen 3 Chipset
RAM12 GB
Internal Storage256 GB Inbuilt Memory
DisplayAMOLED,
5.92 inches
Resolution1080×2400 pixels
Refresh Rate144 Hz
Rear Camera50 MP+ 13 MP+ 10 MP Rear Camera
Rear Camera Video8K@24
Front Camera32 MP
Front Camera Video1080p@30/60fps
Battery Capacity4300 mAh
Charging30W wired
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v14

Samsung কম্পানির নতুন লঞ্চ হতে যাওয়া Samsung Galaxy A35 ফোনটির পুরো Specification সামনে চলে এল

Asus Zenfone 11 Ultra Camera

এর আগেও আমরা আসুসের স্মার্টফোনগুলি দেখেছি যেখানে ক্যামেরা গুলি ফটোগ্রাফির জন্য দারুন। তবে আসন্ন এই স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে চমৎকার একটি ট্রিপিল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর এবং 10 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। একইভাবে সামনের দিকে থাকছে সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

Asus Zenfone 11 Ultra Display

সত্যি কথা বলতে আসুসের প্রত্যেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর, ঠিক একইভাবে এই মডেলটিতেও 5.92 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটিতে রেজুলেশন থাকছে 1080×2400 পিক্সেলের এবং রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144 Hz এর এছাড়াও ডিসপ্লেটি সুরক্ষা দেওয়ার জন্য গরিলা ক্লাসের সাপোর্ট রয়েছে।

Asus Zenfone 11 Ultra

Asus Zenfone 11 Ultra Processor

Asus সব সময় তাদের প্রত্যেকটি দামি মডেলে প্রসেসরের দিক থেকে কোনো অংশে কমতি রাখেনা, এক্ষেত্রেও এই মডেলটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর যুক্ত করা হয়েছে। এই প্রসেসর টি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে, স্মার্টফোনটিতে Android v14 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যান্য ফিচার হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার এবং জল ও ধুলো প্রতিরোধ করার জন্য IP68 এর সাপোর্ট।

Moto G Play (2024) বাজেটের মধ্যে পেয়ে যাবেন 50MP ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি আরো অন্যান্য ফিচার জানতে দেখুন 

Asus Zenfone 11 Ultra Battery & Charger

এত সুন্দর মোবাইলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4300 mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে যা 30 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে। ব্যাটারিটি একবার ফুল চার্জ হওয়ার পর নিশ্চিন্তে 7 থেকে 8 ঘন্টা অবধি ব্যবহার করতে পারবেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment