12 GB RAM 256 GB স্টোরেজের সাথে আস্তে চলেছে Oppo-র এই বিরাট ফোন, মাত্র এত টাকা দাম

Oppo Reno 11 Pro Price in India ওপো তাদের স্মার্টফোন ইউজারদের জন্য একটা ধামাকেদার সারপ্রাইজ এনেছে, ওপো এখন তাদের Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro স্মার্টফোন দুটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে নিয়ে আসতে চলেছে। তবে এর আগে চীনের মার্কেটে নভেম্বর মাসে ডিভাইসটি লঞ্চ করে দেওয়া হয়েছে।

google news

তবে এখন ভারতে লঞ্চ হওয়ার খবর সকলের মুখে ছড়িয়ে পড়েছে, আপনি যদি আমার মতই Oppo র স্মার্টফোনগুলিকে পছন্দ করেন তাহলে এই নতুন 5G ডিভাইসটির স্পেসিফিকেশন গুলি জানতে চান এবং Oppo Reno 11 Pro Price in India ব্যাপারে জানতে আমাদের সাথে থাকুন।

Oppo Reno 11 Pro Price in India

সংস্থার এই দারুণ Oppo Reno 11 Pro দামের ব্যাপারে যদি বলা হয় তাহলে, বলবো ইতিমধ্যেই চীনের মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। তবে চীনের মার্কেটে এই ফোনের দাম রাখা হয়েছে 3,499 CN¥ অর্থাৎ ভারতীয় টাকায় আপনি 41,000 টাকাতে নিজের করতে পারবেন।

Oppo Reno 11 Pro

Oppo Reno 11 Pro Specification

ওপোর নতুন স্মার্টফোনটি Qualcom Snapdragon 8 Plus Gen 1 যা বর্তমানে সব থেকে লেটেস্ট প্রসেসর এর সাথে Android v14 এর সাপোর্ট থাকছে। 5G এই স্মার্ট ফোনটির আরো বিস্তারিত সব তথ্য নিচে দেওয়া হয়েছে।

SpecificationsDetails
ProcessorQualcomm Snapdragon 8 Plus Gen 1 Octa core (3.2 GHz, Single Core + 2.5 GHz, Tri core + 1.8 GHz, Quad core)
RAM12 GB
Internal Storage256 GB
Display6.74 inches (17.12 cm); OLED
Resolution1240×2772 px (451 PPI)
Refresh Rate120 Hz
Display TypeBezel-less With Punch-Hole Display
Rear CameraTriple Camera Setup: 50 MP Wide Angle Primary Camera, 8 MP Ultra-Wide Angle Camera, 32 MP Telephoto (upto 20x Digital Zoom, upto 2x Optical Zoom) Camera with LED Flash
Rear Camera Video4k @30fps Video Recording
Front Camera32 MP Wide Angle Lens
Front Camera Video4k @30 fps Video Recording
Battery Capacity4700 mAh
Charging80W Super Flash Charging; USB Type-C Port
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v14

নতুন লঞ্চ হতে যাওয়া Tecno Spark 20 Pro+ ফোনটি কেমন । Tecno Spark 20 Pro+ Specification

Oppo Reno 11 Pro Display

ওপোর এই নতুন স্মার্টফোনটিতে দারুন কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চির চমৎকার OLED ডিসপ্লে স্ক্রিন এবং এই ডিসপ্লেটিতে রেজুলেশন দেওয়া হয়েছে 1240×2772 পিকসেলের। এছাড়াও এই ডিভাইসটির ফিচার গুলি স্মুথ চলার জন্য পেয়ে যাচ্ছেন 120 Hz এর সাপোর্ট। এছাড়াও সুন্দর Bezel-less এর সাথে পান্থল ডিসপ্লেটি পেয়ে যাবেন।

Oppo Reno 11 Pro

Oppo Reno 11 Pro Camera

চমৎকার ডিভাইসটিতে একটি সুন্দর দেখতে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। যেখানে আপনি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 20x ডিজিটাল জুমের সাথে 2x অপটিক্যাল জুম যুক্ত 32 মেগাপিক্সেলের টেলি ফটো সেন্সর। তবে এতে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইটের সুবিধা পেয়ে যাবেন, এছাড়া 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনের দিকে আপনি চমৎকার 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা পাবেন, যার মাধ্যমে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

Oppo Reno 11 Pro Processor

Oppo Reno 11 Pro স্মার্টফোনটিতে আপনি দারুন শক্তিশালী সব থেকে লেটেস্ট Qualcom Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর পাচ্ছেন। এই প্রসেসরটি পারফরমেন্সের কথা আমরা সকলেই জানি এর মাধ্যমে সুন্দর গেমিং খেলা যায়। এতে কিন্তু আপনি হিটিং ইস্যু পাবেন না। এই প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

Oppo Reno 11 Pro

Oppo Reno 11 Pro Battery & Charger

সংস্থার এই নতুন ডিভাইসটির ব্যাটারি এবং চার্জার এর ব্যাপারে যদি বলা হয় তাহলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 4700 mAh এর শক্তিশালী ব্যাটারি আর এই ব্যাটারী চার্জ করার জন্য আপনাকে দেয়া হয়েছে 80 ওয়ার্ডের সুপার ফাস্ট USB Type-C চার্জার এই চার্জার এর মাধ্যমে আপনি ব্যাটারিতে মাত্র 27 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। একবার ফুল চার্জ হওয়ার পর আপনি খুব সহজেই স্মার্টফোনটি 7 থেকে 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন

Oppo Reno 11 Pro Launch Date in India

এই নতুন 5G স্মার্টফোন Oppo Reno 11 Pro এর লঞ্চের ব্যাপারে বলবো, চীনের বাজারে ডিভাইসটি নভেম্বর মাসে লঞ্চ করা হয়ে গেছে। এখন শুধু ভারতের বাজারে কবে লঞ্চ হবে এটাই জানার বিষয়। খবরের মাধ্যমে জানা গেছে নতুন বছরের 11 জানুয়ারি 2024-এ ভারতীয় বাজারে পা রাখতে পারে।

আমাদের এই নতুন Oppo Reno 11 Pro স্মার্টফোনটির বিষয়ে দেয়া তথ্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, পোস্টটি স্মার্টফোন লাভারদের সাথে শেয়ার করতে পারেন। নতুন নতুন ডিভাইসের ব্যাপারে জানতে আমাদের নোটিফিকেশনটি অ্যালাউ করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment