নমস্কার সকলকে আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো Tecno CL6 ফোনটি কোয়াড ক্যামেরা ও 70W ফাস্ট চার্জিং এর সাথে গ্রাহকদের মন জিতে নিতে আসছে ভারতীয় বাজারে এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। Tecno CL6 ফোনটি কোয়াড ক্যামেরা ও 70W ফাস্ট চার্জিং এর সাথে গ্রাহকদের মন জিতে নিতে আসছে ভারতীয় বাজারে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Tecno কোম্পানি কিছুদিন আগেই আলাদা আলাদা প্রাইস সেগমেন্টকে মাথায় রেখে বাজারে Tecno Spark 20 Pro+ এবং Tecno Pop 8 লঞ্চ করেছে ভারতীয় বাজারে। আর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে একটি নতুন Tecno কোম্পানির ফোন দেখা গিয়েছে, যেই ফোনটি একটি আলাদা বাজারের সেগমেন্টকে টার্গেট করবে বলে মনে করা হচ্ছে। আসুন নিচের প্রতিবেনটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইট থেকে পাওয়া তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Read More :- Vivo X Fold 3 সিরিজের ফোনগুলি ফাটাফাটি ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে
Tecno CL6 ফোনটি কোয়াড ক্যামেরা ও 70W ফাস্ট চার্জিং এর সাথে গ্রাহকদের মন জিতে নিতে আসছে ভারতীয় বাজারে
মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটের এই লিস্টিংটি থেকে জানা যাচ্ছে যে, ফোনটিতে সর্বাধিক 12 GB RAM থাকবে এবং এই ফোনটি 4G সাপোর্ট করতে সক্ষম হবে। এছাড়াও এই ফোনটিতে 4,900 mAh এর একটি বড়ো ব্যাটারি ব্যাকআপ সহ 70W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে। এই ফোনটি 12 GB RAM + 256 GB স্টোরেজের সাথেও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
আরও বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টেও এই ফোনটি পাওয়া যেতে পারে, তবে এই মুহর্তে শুধুমাত্র এই স্টোরেজ ভ্যারিয়েনটির সম্পর্কেই জানা গেছে। Tecno কোম্পানির লেবেল ডায়াগ্রামটি থেকে Tecno CL6 এর ডিজাইনের আভাস পাওয়া গিয়েছে, যা কিছুটা কিছুদিন আগে লঞ্চ হওয়া Tecno Spark 20 Pro+ ফোনটির মতো দেখতে। এই স্মার্টফোনটি LED ফ্ল্যাশ সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
Tecno Spark 20 Pro+ ফোনটির সাথে তুলনা করলেও এই Tecno CL6 ফোনটির মধ্যে ডিজাইনের সামান্য পরিবর্তন দেখা যায়। কানেক্টিভিটির জন্য, এই নতুন Tecno CL6 স্মার্টফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি জন্য সাপোর্ট থাকবে বলে জানা গেছে। যদিও, এখনো পর্যন্ত Tecno CL6 ফোনটির অরিজিনাল নাম ও অন্যান্য বিবরণগুলি এখনো সামনে আসেনি, তবে এটুকু জানা গেছে Tecno কোম্পানির বিভিন্ন সূত্রের মাধ্যমে সামনের কিছু দিনের মধ্যেই এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আসা করা যাচ্ছে।
বলে রাখি, 2023 সালের ডিসেম্বর মাসে Tecno Spark 20 Pro+ ফোনটি MediaTek Helio G99 Ultimate প্রসেসরের সাথে লঞ্চ হয়েছিল, যেই ফোনটি 8 GB RAM + 256 GB স্টোরেজ এর সাথে উপলব্ধ আছে। এই ফোন Full HD+ রেজোলিউশন, 120 Hz রিফ্রেশ রেট এবং 1,000 নিট পিক ব্রাইটনেস সহ 6.78 ইঞ্চির কার্ভড ডিসপ্লে প্রদান করে। Tecno Spark 20 Pro+ স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায়।
Tecno Spark 20 Pro+ ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে। Tecno Spark 20 Pro+ স্মার্টফোনটিতে ধুলো এবং জল থেকে বাঁচানোর জন্য IP53 রেটিং এর ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে Android 14 এর অপারেটিং সিস্টেমে রান করানো হয়েছে এবং এই ফোনটি বাজারে মোট চারটি রঙে উপলব্ধ আছে টেম্পোরাল অরবিটস, লুনার ফ্রস্ট, রেডিয়েন্ট স্টারস্ট্রিম ও ম্যাজিক স্কিন 2.0 গ্রিন।
Read More :- আরমাত্র কদিন পর দুর্ধষ ফিচার নিয়ে বাজারে আসছে POCO M6 Pro 4G জানুন বিস্তারিত
Tecno CL6 Specification
Specifications | Details |
---|---|
Processor | Mediatek MT6769Z Helio G85 |
RAM | 12 GB |
Internal Storage | 256 GB |
Display | 6.78 inches; AMOLED |
Resolution | 1080 x 2400 px (395 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 64 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 12 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Micro Camera | 2 MP Micro Camera |
Video Recording (Rear) | 1080p@30fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | 4900 mAh |
Charging Speed | 70W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported in India |
Expandable Storage | Upto 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android v14 |
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।