সকলকে স্বাগতম, আমাদের পোস্টে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন 80 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট এর সাথে Vivo V 30 লঞ্চ হতে চলেছে সম্পর্কে বিস্তারিত তথ্য। 80 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট এর সাথে Vivo V 30 লঞ্চ হতে চলেছে এর সম্পর্কে জানতে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
80 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট এর সাথে Vivo V 30 লঞ্চ হতে চলেছে
কিছুদিন আগেই Vivo কোম্পানি তাদের Vivo X 100 সিরিজটি লঞ্চ করেছে। এবার Vivo কোম্পানি বাজেটের কথা মাথায় রেখে একটি নতুন ফোনের সিরিজ লঞ্চ করতে চলেছে, যার মধ্যে থাকবে Vivo V 30 ও Vivo V 30 Pro এই দুটি মডেল। এই ফোনগুলো Vivo S 18 ও Vivo S 18 Pro ফোনগুলোর আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি ইতিমধ্যেই TDRA এর অনুমোদন লাভ করেছে। সার্টিফিকেশন নিতে গিয়ে এই ফোনটি সম্পর্কে যে সকল তথ্য উঠে এসেছে আসুন নিচের প্রতিবেদন থেকে জেনে নিই।
Read More :- iQOO Z9 ফোনের ডিজাইন লঞ্চের আগেই ফাঁস হয়ে গেলো, অ্যান্টি-শেক ক্যামেরার সাথে দুর্দান্ত লুক
TDRA এর অনুমোদন পেয়ে গেলো Vivo V 30 ফোনটি
TDAR এর সার্টিফিকেশন তালিকায় Vivo V 30 ফোনটি V2318 মডেল নম্বর এর সাথে দেখা গেছে। এই তালিকা থেকে এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনোরূপ তথ্য উঠে আসেনি, কিন্তু TDAR এর তরফ থেকে জানা গেছে Vivo V 30 ফোনটি খুব শিগ্রই মার্কেটে উপলব্ধ .হয়ে যাবে। এর আগে এই ফোনটি ইন্দোনেশিয়ার SDPPI, Bluetooth SIG, তাইওয়ানের NCC ও গিকবেঞ্চ এর মতো বিখ্যাত সার্টিফিকেশন সাইটগুলিতেও দেখা গিয়েছে। Vivo V 30 ফোনটি 2024 সালের মার্চ মাসের মধ্যে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Vivo V 30 Specification
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm SM7125 Snapdragon 720G |
RAM | 8 GB |
Internal Storage | 128 GB |
Display | 6.44 inches; AMOLED |
Resolution | 1080 x 2400 px (409 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 64 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 8 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Video Recording (Rear) | 4k@30fps |
Front Camera | 44 MP Wide Angle Lens |
Battery Capacity | 4000 mAh |
Charging Speed | 80W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | Upto 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android v13 |
Read More :- Honor Magic 6 সিরিজ আসতে চলেছে অবাক করা ডিজাইনের সাথে স্পেসিফিকেশন সামনে এলো
Vivo V 30 ফোনটির Battery & Charger
Vivo V 30 ফোনটির ব্যাটারি বলতে এই ফোনেও একটি 4000 mAh এর মতো বড়ো ব্যাটারি সাপোর্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 80W এর একটি Type-C ফার্স্ট চার্জার। একবার আপনি যদি এই ফোনটি ফুল চার্জ করেন তাহলে আপনার এই ফোনটি অনায়াসেই 8 থেকে 9 ঘন্টা চলবে।
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।