Honor Magic 6 সিরিজ আসতে চলেছে অবাক করা ডিজাইনের সাথে স্পেসিফিকেশন সামনে এলো

Subham

Updated on:

Honor Magic 6 Pro

এই সপ্তাতেই চীনের বাজারে লঞ্চ হতে চলেছে ফ্ল্যাগশিপ মডেল Honor Magic 6 এমনটাই জানা গেছে। এই সিরিজে মোট দুটি স্মার্টফোন সংস্থাটি লঞ্চ করতে পারে Honor Magic 6 এবং Honor Magic 6 Pro. লঞ্চের দিন ঘোষণার আগেই ওনার তাদের এই স্মার্টফোন গুলির ডিজাইন এবং কালার গুলি ছবির মাধ্যমে প্রকাশ্যে এনেছে। Honor Magic 6 এবং Honor Magic 6 Pro দুটি ডিভাইসই 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং পাঁচটি রং এর সাথে বাজারে পা রাখবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। আরও জানানো হয়েছে ডিভাইসগুলি MagicOS 8.0 অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে।

google news

Honor Magic 6 এবং Honor Magic 6 Pro- এর রেন্ডার, কালার অপশন এবং স্টোরেজ প্রকাশ্যে এলো

ওনার তাদের চীনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) হ্যান্ডেলের মাধ্যমে তাদের নতুন ম্যাজিক 6 সিরিজের স্মার্টফোন গুলির লুক প্রকাশ করেছে। যেখানে দেখতে পাওয়া গেছে ডিভাইস গুলিতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং প্রো মডেলটিতে একটি প্রশস্ত পাঞ্চ হোল কাট আউট রাখা হয়েছে, এর মাধ্যমেই বোঝা যাচ্ছে সামনের দিকে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। বেস মডেল এবং প্রো মডেল দুটিতেই পিছনের দিকে স্লিম বেজেল এবং বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। পাওয়ার বাটন এবং ভলিউম বাটন গুলি ডিভাইসটির বামদিকে রাখা হয়েছে।

Honor Magic 6 Pro

ওনার ম্যাজিক 6 স্মার্টফোনটিতে স্টোরেজ অপশন থাকছে 256 GB এবং 512 GB এর সাথেই ম্যাজিক 6 প্রো মডেলটিতে 256 GB এবং 512 GB অপশনের সাথে 1TB স্টোরেজ পাওয়া যাবে। দুটি মডেলই চীনের বাজারে লিয়ানজু (সিলভার), লিয়ুনজি (ভায়োলেট), হাইহুকিং (গ্রীন), ভেলভেট ব্ল্যাক এবং হুইট গ্রীন কালার অপশনের সাথে লঞ্চ করা হবে।

10 জানুয়ারি এবং 11 জানুয়ারি একটি ইভেন্টের মাধ্যমে ওনার তাদের নিজস্ব MagicOS 8 অপারেটিং সিস্টেমটি চীনে প্রথম লঞ্চের কথা জানাবে। এই ইভেন্টের মাধ্যমেই Honor Magic 6 এবং Honor Magic 6 ডিভাইস দুটি সকলের সামনে প্রকাশ করা হবে বলে জানা গেছে। স্মার্টফোন দুটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে এবং ডিভাইসগুলি Android V14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে রান করবে।

আপনাদের জানা দরকার যে Honor Magic 6 সিরিজ ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর (LOFIC) প্রযুক্তি সহ OV50K প্রাইমারি সেন্সর এবং 160 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম যুক্ত ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ডিভাইসটিকে ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য IP68 রেটিং যুক্ত করা হবে বলে এমনটাই সকলে মনে করছেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment