আর অপেক্ষা করতে হবে না, নতুন চমকের সাথে বাজেটের মধ্যেই আসছে Tata Curvv দেখুন বিস্তারিত

টাটা মোটরস একের পর এক নতুন নতুন গাড়ি নিয়ে চমক দিয়েই চলেছে, বর্তমান সময়ে টাটা ভারতে সবথেকে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রির নিরিখে প্রথম স্থানে রয়েছে এর সাথেই প্যাসেঞ্জার গাড়ি বিক্রিতে তিন নম্বর স্থান অধিকার করেছে। টাটা এখন তাদের আসন্ন গাড়িগুলিতে দুর্দান্ত অ্যাডভান্স ফিউচার গুলি যোগ করে ক্রেতাদের আকর্ষিত করছে।

google news

টাটা তাদের গাড়িগুলিতে অ্যাডভান্স ফিচারের সাথে দুর্দান্ত বিল্ড কোয়ালিটির জন্য বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে, এর সাথেই টাটা মোটরস তাদের একটি নতুন মডেলের গাড়িটি লঞ্চ করার কথা ভাবছে যার নাম Tata Curvv রাখা হয়েছে।

Tata Curvv

ভারতে চলতে থাকা ‘ভারত মবিলিটি এক্সপো 2024’ ইভেন্টে টাটা মোটরস তাদের আসন্ন Curvv মডেলটি দেখিয়েছে, যা সকলের মন জয় করেছে। এই গাড়িটি খুব কম সময়ের মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে যেখানে গাড়িটিতে তিনটি পাওয়ারট্রেন অপশন দেখতে পাওয়া যাবে। গাড়িটিতে সবথেকে আধুনিক ফিচার এবং অ্যাডভান্স টেকনোলজি যোগ করা হয়েছে যা দেখতে প্রিমিয়া মডেলের মতো লাগবে। আসন্ন এই গাড়িটি ভারতের সবথেকে প্রথম কুপ -স্টাইল মিড সাইজ SUV হবে। গাড়িটি লঞ্চ হওয়ার পর সরাসরি Creta, Grand Vitara, Hyryder, Seltos গাড়িগুলির সাথে মোকাবিলা করবে।

সবথেকে সস্তায় 151 কিলোমিটার রেঞ্জ নিয়ে টক্কর দিতে মাঠে নেমেছে Ola S1X কিনবেন নাকি

Tata Curvv পাওয়ার ট্রেন এবং লঞ্চ ডেট

টাটা মোটরসের এই গাড়িটিতে পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক অপশনের সাথে পাওয়া যাবে। এর সাথেই খুব শীঘ্রই গাড়িটির বুকিং চালু হয়ে যাবে। তবে মনে করা হচ্ছে টাটা মোটরস Curvv EV গাড়িটিকে Creta EV-র সাথে লঞ্চ করবে, এর মূল কারণ হলো দুটি গাড়ি একই সেগমেন্টের অন্তর্গত। তবে সব থেকে প্রথমে পেট্রোল এবং ডিজেল মডেল এর সাথে লঞ্চ করা হবে, যা খুব শীঘ্রই বাজারে আনা হবে।

Tata Curvv

কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে আসন্ন এই গাড়িটিতে Nexon এর ইঞ্জিন এবং গিয়ার বক্স দেওয়া হতে পারে, যা 1.5 লিটার ইঞ্জিন হবে। গাড়িটিতে অনেকগুলি অপশনের সাথে গিয়ারবক্স দেওয়া হবে, যেখানে ম্যানুয়েল ATM এবং DTC অপশন থাকবে জানা গেছে। এই গাড়িটির প্রোডাকশন এই বছর এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে এবং এর সাথেই গাড়িটি কয়েক মাসের মধ্যেই বুকিং করা যাবে।

টাটা মোটরস নতুন রূপে একটি CNG গাড়ি নিয়ে আসছে, তাহলে দেখেনিন Tata Nexon CNG Launch Date In India

Tata Curvv গাড়িটিতে সব ধরনের আধুনিক ফিচার এবং টেকনোলজি দেখতে পাওয়া যাবে যা গাড়িটিকে একটি লাক্সারি গাড়ির অনুভব দেবে। অ্যাডভান্স ফিচার্স হিসেবে রয়েছে বড় সাইজের টাচ স্কিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে, অ্যাপেল কার প্লে, ওয়্যারলেস চার্জার, প্যানারোমিক সানরুফ, এন্ড্রয়েড অটো, কি-লেস এন্ট্রি, এয়ার পিউরিফায়ার,গ্লোব বক্স, ফাস্ট চার্জিং, ADAS, LED লাইট এর মত আধুনিক ফিচার।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment