বর্তমানে ভারতীয় বাজারে সব থেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের মধ্যে Ola শীর্ষস্থানে রয়েছে। কয়েকদিন ধরেই Ola S1X ইলেকট্রিক স্কুটারটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে এই কোম্পানিটির কাছে বাজেট স্কুটার থেকে পারফরমেন্স স্কুটার পর্যন্ত সব ভেরিয়েন্ট রয়েছে। তবে ওলার সবথেকে সস্তা স্কুটারটি হল Ola S1X এবং এই ইলেকট্রিক স্কুটারটি তিনটি মডেলের সাথে লঞ্চ হয়েছে।
সংস্থাটি এই মডেলটির টপ ভেরিয়েন্ট এর উপর এখন সব থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেয়ার পর স্কুটারটির দাম দাঁড়িয়েছে 89,999 টাকায়। এখন আপনি যদি সস্তায় ভালো ইলেকট্রিক স্কুটার নেবার কথা ভাবছেন তাহলে Ola S1X বুক করতে পারেন। চলুন তাহলে ওলার এই নতুন ইলেকট্রিক স্কুটারটির ব্যাপারে ভালোভাবে জানা যাক।
মোটর ব্যাটারি এবং চার্জার
ওলা S1X প্লাস ইলেকট্রিক স্কুটারটিতে আপনি পেয়ে যাবেন 2700 ওয়াটের একটি BLDC হাব মাউন্টেড মোটর এবং এই মোটরটি চালনা করার জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী 3kW লিথিয়াম আয়ন IP67 ব্যাটারি। এই শক্তিশালী মোটর এবং ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক স্কুটারটি থেকে 151 কিলোমিটারের IDC রেঞ্জ পাওয়া যাবে।
টাটা মোটরস নতুন রূপে একটি CNG গাড়ি নিয়ে আসছে, তাহলে দেখেনিন Tata Nexon CNG Launch Date In India
ব্যাটারী স্কুটার হওয়া সত্বেও আপনি কিন্তু এই স্কুটারটি থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড অর্জন করতে পারবেন। এছাড়া কোম্পানি শক্তিশালী ব্যাটারিটি চার্জ করার জন্য একটি ফাস্ট চার্জার দিয়েছে, এই চার্জারের মাধ্যমে আপনি মাত্র 4 ঘন্টা থেকে 7 ঘন্টার মধ্যে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। স্কুটারটি দেখতে যেমন প্রিমিয়াম কোয়ালিটির রাখা হয়েছে এর সাথেই বিল্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন, যা আপনাকে একটি সুন্দর রাইডিং এর অনুভব দিতে পারবে।
Motor | 2700W BLDC |
Battery | 3kW lithium-ion |
Range | 151Km |
Top Speed | 90 km/h |
Charging Time | 4-7hr |
Ola S1X ফিচার এবং টেকনোলজি
নতুন মডেলের এই ইলেকট্রিক স্কুটারটিতে দারুন আধুনিক ফিচার এবং টেকনোলজি দেওয়া হয়েছে যা এই সেগমেন্টে স্কুটারটিকে অনন্য করে তুলেছে। ওলার এই ইলেকট্রিক স্কুটারটিতে আপনি পেয়ে যাচ্ছেন 5 ইঞ্চির একটি ইনফরমেশন ডিসপ্লে যার মাধ্যমে আপনি স্মার্ট ফোন কানেক্ট করতে পারবেন এবং এখান থেকেই সব রকমের আপডেট দেখতে পাওয়া যাবে।
এছাড়াও অন্যান্য ফিচার্স হিসাবে রয়েছে রাইডিং মোড, ত্রুজ কন্ট্রোল,LED লাইট,বুট স্পেস, কি- লেস এন্ট্রি, এছাড়া অন্যান্য ফিচার রয়েছে। কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটিতে 3 বছরের ওয়ারেন্টি অফার করেছে।