Samsung কোম্পানি এবার খুবই সস্তায় ভারত ও বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোন Samsung Galaxy F14 5G লঞ্চ করতে চলেছে :- ইনসাইডারের থেকে জানা গেছে Samsung কোম্পানি এই মুহূর্তে Samsung Galaxy F সিরিজের নতুন ফোনগুলির ওপর কাজ করছে, যেই সিজের ফোনগুলি খুব তাড়াতাড়ি খোলা বাজারে লঞ্চ করা হব্বে। কিছুদিন আগেই Samsung Galaxy F15 5G স্মার্টফোনটি SM-E136B/DS মডেল নম্বরের সাথে BIS সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। এছাড়াও, এই Samsung Galaxy F সিরিজের Galaxy F55 5G ফোনটি SM-E556/DS মডেল নম্বরের সাথে BIS ও Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটের ওপর দেখতে পাওয়া যাচ্ছে।
আর ঠিক এই সময় একটি নতুন খবর সামনে এসেছে তা হল, Samsung কোম্পানির Samsung Galaxy F14 5G নামে একটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A05s সিরিজের একটি আপগ্রডেট ভার্সন হিসাবে ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে। 2024 সালের 31 শে জানুয়ারী একটি ইউজার ম্যানুয়ালে Samsung Galaxy F সিরিজের এই ফোনটিকে দেখা গিয়েছে। Samsung কোম্পানি এবার খুবই সস্তায় ভারত ও বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোন Samsung Galaxy F14 5G লঞ্চ করতে চলেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Read More :- সবথেকে সস্তায় 151 কিলোমিটার রেঞ্জ নিয়ে টক্কর দিতে মাঠে নেমেছে Ola S1X কিনবেন নাকি
Samsung কোম্পানি এবার খুবই সস্তায় ভারত ও বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোন Samsung Galaxy F14 5G লঞ্চ করতে চলেছে
Google Play Console এর সাইটে ইতিমধ্যেই Samsung Galaxy F14 5G স্মার্টফোনটির ছবি এবং কিছু স্পেসিফিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। Google Play Console এর সাইট থেকে জানা যাচ্ছে, এই Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি Samsung Galaxy A05s ফোনটির আপগ্রেটেড ভার্শন ফোন হবে। আপনারা সকলেই জানেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে Samsung কোম্পানির Samsung Galaxy A সিরিজের Samsung Galaxy A05s স্মার্টফোনটি খোলা বাজারে লঞ্চ হয়েছিল।
Samsung Galaxy F14 5G Specification
Specifications | Details |
---|---|
Processor | Samsung Exynos 1330 |
RAM | 4 GB, 6 GB |
Internal Storage | 128 GB |
Display | 6.6 inches; PLS LCD |
Resolution | 1080 x 2408 Pixels; 400 PPI |
Refresh Rate | 90 Hz |
Display Type | Punch hole display |
Protection | Corning Gorilla Glass 5 |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 2 MP Ultra-Wide Angle Camera |
Video Recording (Rear) | 1080p@30fps |
Front Camera | 13 MP Wide Angle Lens |
Battery Capacity | Li-Po 6000 mAh |
Charging Speed | 25W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Yes |
Expandable Storage | Up to 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 13 |
Samsung Galaxy F14 5G
আপনারা নিশ্চই জানেন, Samsung Galaxy A05s স্মার্টফোনটি SM-A057F মডেল নম্বরের সাথে বাজারে এসেছিল, কিন্তু এই নতুন Samsung Galaxy F14 5G ফোনটি SM-E145F মডেল নম্বরের সাথে ভারত ও বাংলাদেশে লঞ্চ হতে চলেছে। এই নতুন Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি ভারত ও বাংলাদেশের Samsung কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে, যা এই ফোনটির ভারত ও বাংলাদেশে লঞ্চ হবার সম্ভাবনা নিশ্চিত করছে।আসা করা হচ্ছে, Samsung কোম্পানির এই নতুন Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি লঞ্চ হবার পর Flipkart ইকমার্স সাইটে পাওয়া যাবে।
Read More :- টাটা মোটরস নতুন রূপে একটি CNG গাড়ি নিয়ে আসছে, তাহলে দেখেনিন Tata Nexon CNG Launch Date In India
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।
Samsung কোম্পানির এই নতুন স্মার্টফোন Samsung Galaxy F14 5G কোথায় লঞ্চ হবে?
আসা করা হচ্ছে, Samsung কোম্পানির এই নতুন স্মার্টফোন Samsung Galaxy F14 5G ভারত ও বাংলাদেশে লঞ্চ করা হবে।
এই নতুন Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি কোথায় পাওয়া যাবে?
এই নতুন Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি Flipkart ইকমার্স সাইটে পাওয়া যাবে।