তাক লাগিয়ে দেওয়ার মতো বছরের সেরা রঙের স্মার্টফোন নিয়ে আসছে Motorola, রইল ছবি

মটোরোলা 2024 সালে তাদের একটি নতুন চোখ ধাঁধানো দুর্দান্ত কালার আনার কথা বলেছিল। তাদের কথা অনুযায়ী এটি এই বছরের Pantone এর ‘কালার অব দ্য ইয়ার’ পিচ ফাজ (Peach Fuzz) কালার এর সাথে স্মার্টফোনটিকে আকর্ষিত করবে। তবে মটোরোলা এই কালার ভেরিয়েন্টটি Moto Razr 40 Ultra মডেলে ইতিমধ্যে যোগ করেছে। এখন তারা ফ্লিপকার্টের মাধ্যমে Motorola Edge 40 Neo ডিভাইসটিতে পিচ ফাজ কালার অপশনটি দেওয়ার কথা বলেছে। যদিও এখানে মডেলটির স্পেসিফিকেশন এবং দামের কোনরকম পরিবর্তন হবে না শুধুমাত্র কালারের পরিবর্তনটাই দেখা যাবে।

google news

Motorola Edge 40 Neo পিচ ফাজ কালার কবে থেকে পাওয়া যাবে

সম্প্রতি ফ্লিপকার্টের তরফ থেকে একটি ব্যানার ইমেজ পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে মটোরোলা এজ 40 নিও- এর ‘পিচ ফাজ’ কালার অপশনের সাথে ডিভাইসটি আগামী 12 জানুয়ারি থেকে ই-কমার্স সাইটে উপলব্ধ করা হবে. Motorola ইতিমধ্যে ক্যানেল বে, ব্ল্যাক বিউটি এবং সুথিং সি কালারে লঞ্চ হয়েছে। ডিভাইসটির দামের কথা যদি বলা হয় এখানে বেস ভেরিয়েন্ট 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ মডেলটির দাম 23,999 টাকা রাখা হয়েছে, 12 GB র‍্যাম এবং 256 GB স্টোরেজ সাথে টপ মডেলটির দাম 25,999 টাকা।

Motorola Edge 40 Neo Peach Fuzz color

Motorola Edge 40 Neo Specification

Motorola Edge 40 Neo স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন যা চকচকে 6.65 ইঞ্চির POLED ডিসপ্লে এবং ডিসপ্লেটি ফুল এইচডি+ রেজুলেশনের সাথে 144 Hz রিফ্রেশ রেট যোগ করা হয়েছে। এছাড়া ডিসপ্লেটির ডিজাইন পাঞ্চ হোল কাট আউট রাখা হয়েছে, নিট পিক ব্রাইটনেস থাকছে 1300 এবং ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি রয়েছে 409 PPI এর।

পারফরমান্স উন্নত করার জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7030 প্রসেসর এবং সর্বাধিক স্টোরেজ দেওয়া হয়েছে 12 GB র‍্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। Motorola-র এই ডিভাইসটি Android V13 অপারেটিং সিস্টেমে চলবে, এর সাথেই দু বছরের এন্ড্রয়েড সফটওয়্যার আপডেট এবং তিন বছরের মাসিক সিকিউরিটি প্যাচ দেওয়া হবে বলে জানা গেছে।

দুর্ধর্ষ ছবি তোলার জন্য Motorola Edge 40 Neo তে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স যা একটি ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসবে। এবং সামনের দিকে সেলফি ও ভিডিও কলিং এর জন্য 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা অফার করা হয়েছে।

চমৎকার এই ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে যুক্ত করা হয়েছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারিটি 68 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে যা USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ হবে. অন্যান্য ফিচার হিসেবে ডিভাইসটিতে অফার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল এবং ধুলোর হাত থেকে রক্ষা করার জন্য IP68 রেটিং এবং সাউন্ডের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যুক্ত করা হয়েছে ডলবি অ্যাটমস-সাপোর্টেড স্টেরিও স্পিকার।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment