খুব শীগ্রই বাজারে মিড-রেঞ্জের মধ্যে আসছে Vivo Y200e 5G ফোনটি :- Vivo কোম্পানি এই 2024 সালে তাদের Vivo Y সিরিজের একটি নতুন ফোন বাজারে আনার চিন্তাভাবনা করছে, যার নাম Vivo Y200e 5G হবে বলে জানা যাচ্ছে। এই নতুন ফোনটিকে এই মুহূর্তে Bluetooth SIG সাইটে দেখতে পাওয়া গেছে। এই সার্টিফিকেশনট সাইটটি এই নতুন Vivo Y200e 5G ফোনটির নামের পাশাপাশি এই ফোন থাকা Bluetooth ভার্সনটিও সামনে এনেছে। এই ফোনটির নাম থেকে ধারণা করা হচ্ছে যে, Vivo Y200e 5G ফোনটির Specification বর্তমান বাজারে উপলব্ধ Vivo Y200 5G ফোনটির চেয়ে একটু দুর্বল প্রকৃতির হবে। খুব শীগ্রই বাজারে মিড-রেঞ্জের মধ্যে আসছে Vivo Y200e 5G ফোনটি এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
খুব শীগ্রই বাজারে মিড-রেঞ্জের মধ্যে আসছে Vivo Y200e 5G ফোনটি
Vivo Y200e 5G ফোনটি V2336 মডেল নম্বরের সাথে Bluetooth SIG সাইটে দেখতে পাওয়া গেছে। Bluetooth SIG সাইটটি থেকে জানা গেছে যে, Vivo Y200e 5G নাম এই নতুন ফোনটি লঞ্চ করা হবে। Bluetooth SIG সাইট থেকে আরও জানা গেছে যে, এই নতুন Vivo কোম্পানির স্মার্টফোনটিতে Bluetooth 5.0 সাপোর্ট থাকবে। Vivo Y200e 5G ফোনটি সম্পর্কে আর তেমন কিছু বিস্তারিত জানা যায়নি এই সাইট থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই সার্টিফিকেশন সাইটে কিছুদিন আগেই Vivo কোম্পানির আরো দুটি নতুন ফোন দেখা গেছে Vivo V30 SI 5G ও Vivo V40 SI 5G নামে।
Read More :- সরস্বতী পুজোর আগেই বাজারে পা রাখছে Honor X9b লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন ফাঁস
Vivo Y200e 5G Specification
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm SM4375 Snapdragon 4 Gen 1 |
RAM | 8 GB |
Internal Storage | 128 GB |
Display | 6.67 inches; AMOLED |
Resolution | 1080 x 2400 px (395 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 64 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 2 MP Ultra-Wide Angle Camera |
Video Recording (Rear) | 1080p@30fps |
Front Camera | 16 MP Wide Angle Lens |
Battery Capacity | Li-Ion 4800 mAh |
Charging Speed | 44W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | No |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android v14 |
Vivo Y200e 5G ফোনটির দাম
যেহেতু Vivo কোম্পানির Vivo Y200 ফোনটির বর্তমান দাম 21,999 টাকা, তাই ধরা হচ্ছে Vivo কোম্পানির এই Vivo Y সিরিজের অধীনে আসতে চলা নতুন Vivo Y200e 5G ফোনটির দাম 20,000 টাকার মধ্যেই থাকবে।
Read More :- কোনো রকম সেল ছাড়াই একধাক্কায় কমে গেল Motorola Edge 40 স্মার্টফোনের দাম
Vivo Y200e 5G ফোনটির Display
Vivo কোম্পানির এই নতুন Vivo Y200e 5G স্মার্টফোনটির ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ দেওয়া হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বড় সাইজের 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 1080 x 2400 পিক্সেলের রেজুলেশন এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (395 PPI) এছাড়া ডিভাইসটিতে উপলব্ধ করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট যা ফোনটিকে অনেক স্মুথ হতে সাহায্য করবে। আরো থাকছে একটি Bezel less এবং Notch ডিসপ্লে।
Vivo Y200e 5G ফোনটির Battery & Charger
Vivo কোম্পানির এই নতুন 5G স্মার্টফোন Vivo Y200e 5G ফোনটিতে ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন Li-Ion 4800 mAh এর মত বড় ব্যাটারি। এই ব্যাটারি গুলি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হবে USB Type-C কেবল এবং সাথেই 44W ফাস্ট চার্জিং সাপোর্ট এই ব্যাটারির মাধ্যমে আপনি 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
Read More :- Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition ফোনটি নতুন বৎসরে নতুন রূপ নিয়ে হাজির হল
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।
Vivo Y200e 5G ফোনটি খোলা বাজারে কবে লঞ্চ হবে?
যেহেতু Vivo Y200e 5G ফোনটিকে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে দেখা গেছে তাই আসা করা হচ্ছে এই প্ফোনটি খুব শীগ্রই খোলা বাজারে লঞ্চ করা হবে।
Vivo Y200e 5G ফোনটিতে ক্যামেরা সেটআপ কেমন থাকবে?
যেহেতু Vivo Y200 ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছে তাই আসা করা হচ্ছে, Vivo Y200e 5G ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে 64 MP এর প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 MP এর ডেপ্থ সেন্সর ক্যামেরা।
Vivo Y200e 5G ফোনটিতে কত MP সেলফি ক্যামেরা দেওয়া হবে?
আসা করা হচ্ছে Vivo Y200e 5G ফোনটিতে 16 MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।