সরস্বতী পুজোর আগেই বাজারে পা রাখছে Honor X9b লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন ফাঁস

এই বছর জানুয়ারি মাসের শুরুর দিকেই HTech সংস্থাটি একটি টিজার প্রকাশের মাধ্যমে সকলকে জানিয়েছিল যে, তারা ভারতীয় বাজারে Honor X9b স্মার্টফোনটি শীঘ্রই আনতে চলেছে। তবে কিন্তু ডিভাইসটির ব্যাপারে স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ নিয়ে কোম্পানি স্পষ্টভাবে সেই রকম কথা বলেনি। একজন বিশিষ্ট টিপসটার Honor X9b স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টির লঞ্চের তারিখ স্পেসিফিকেশন ও কত দাম হতে পারে সেই বিষয়ে তথ্য সামনে এনেছেন।

google news

Honor X9b Specification

এইচটেক সংস্থাটি X প্লাটফর্মের মাধ্যমে স্মার্টফোনটির একটি ড্রপ টেস্ট টিজার প্রকাশ করেছিল। পারস গুলগানি নামের একজন টিপসটার স্মার্টফোনটির সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রকাশ করেছেন। শেয়ার করা তথ্য অনুযায়ী Honor X9b ডিভাইসটির ভারতীয় ভ্যারিয়েন্ট টি Android v13 অপারেটিং সিস্টেমের মাধ্যমে Magic OS 7.2 কাস্টমস স্কিনে রান করবে এবং 12 GB র‍্যামের সাথে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দেখতে পাওয়া যাবে স্মার্টফোনটিতে।

Honor X9b

Honor X9b পরের মাসেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে

এছাড়াও তিনি X প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে দেখিয়েছেন যে স্মার্টফোনটি ALI-NX1 মডেল নম্বরের সাথে আসবে এবং ডিভাইসটিতে 8 GB অনর র‍্যাম টার্বো (ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন) সাপোর্ট থাকবে। গত অক্টোবর মাসে চিনা বাজারে লঞ্চ হওয়া মডেলটির থেকে ভারতীয় ভ্যারিয়েন্টিতে বৈশিষ্ট্য গুলি একটু আলাদা রয়েছে। তিনি আরো জানিয়েছেন ভারতীয় বাজারে ডিভাইসটি কবে লঞ্চ হবে সে বিষয়ে সংস্থার তরফ থেকে তারিখ প্রকাশ না করলেও স্মার্টফোনটি 8 ফেব্রুয়ারি- 9 ফেব্রুয়ারি মধ্যে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

কোনো রকম সেল ছাড়াই একধাক্কায় কমে গেল Motorola Edge 40 স্মার্টফোনের দাম

Honor X9b Price in India

পারস গুলগানি আরও বলেছেন আসন্ন নতুন স্মার্টফোন Honor X9b + Honor Choice X5 TWS ইয়ারবাড কম্বো 35,000 টাকারও কম দামে ভারতে পাওয়া যাবে। এখান থেকেই আন্দাজ করা যাচ্ছে ডিভাইসটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে থাকতে পারে। বিশেষ অফারের সাথে Honor X9b ডিভাইসটি 23,999 টাকা মূল্য থাকতে পারে।

আসন্ন এই নতুন স্মার্টফোনটির ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা পরবর্তীকালে আপনাদের সামনে নিয়ে আসব, যার মাধ্যমে স্মার্টফোনটির ব্যাপারে কোনোরকম সন্দেহ আপনাদের কাছে থাকবে না।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment