আশ্চর্যজনক ভাবে Asus Zenfone 11 লেটেস্ট প্রসেসরের সাথে ইতিমধ্যে গুগল কনসোলে উপস্থিত, দেখুন বিস্তারিত

কয়েকদিন আগেই আসুস তাদের ROG Phone 8 নিয়ে অনলাইনে ছেয়ে গিয়েছিল, সেই হিড়িক কাটতে না কাটতেই সংস্থাটি নতুন মডেল Asus Zenfone 11 খুব শীঘ্রই বাজারে প্রকাশ করতে চলেছে। ইতিমধ্যে গুগল প্লে কনসোলে স্মার্টফোনটি তালিকা ভুক্ত হয়েছে। এখান থেকেই আসন্ন স্মার্টফোনটির ব্যাপারে কিছু বৈশিষ্ট্য জানা গেছে, আসুন তাহলে বৈশিষ্ট্য গুলো একবার লক্ষ্য করা যায়।

google news

মাথা খারাপ করার মতো 360 ডিগ্রি ক্যামেরা, দুর্ধর্ষ ডিজাইন নিয়ে Google Pixel 9 Pro আসছে,রইলো ছবি

Asus Zenfone 11 গুগল কনসোলে উপস্থিত

গুগল প্লে কন্সোল সার্টিফিকেসন তালিকায় স্মার্টফোনটি ASUS_AI2401 মডেল নম্বরের সাথে দেখা গেছে। সেখান থেকেই জানা গেছে স্মার্টফোনটিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চোল কাট আউট ডিসপ্লে দেওয়া হয়েছে। আসন্ন মডেলটিতে ডিসপ্লের চারিদিকে সরু বেজেল দেখতে পাওয়া গেছে। ভলিউম এবং পাওয়ার বাটনগুলো ডানদিকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে।

Zenfone 11 Play Console Listed Image

Image Source 91Mobile

Asus Zenfone 11 মডেলটি লেটেস্ট Snapdragon 8 Gen 4 প্রসেসরের সাথে বাজারে আসবে, তবে এটা অনেকটা আশ্চর্যজনক কারণ এর আগে জানা গিয়েছিল ডিভাইসটি তে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথেই অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Android v14 এর সাপোর্ট, স্মার্টফোনটি ফাস্ট করার জন্য 16 GB র‍্যাম অফার করা হয়েছে।

Meizu 21 Pro নাম নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজার কাঁপাতে আসছে | Meizu 21 Pro Specification

আসন্ন মডেলটিতে 1,080 x 2,400 পিক্সেলের ডিসপ্লে রেজোলিউশন দেওয়া হয়েছে এবং 420 dpi-এর স্ক্রিন ঘনত্ব থাকবে। তবে স্মার্টফোনটি কত তারিখে বাজারে পা রাখবে সেই বিষয়ে সংস্থার তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে গ্রীষ্মের শুরুর দিকেই স্মার্টফোনটি সকলের জন্য উপলব্ধ করা হবে।

আশা করি গুগল প্লে কনসোল থেকে পাওয়া তথ্যগুলি আপনাদের সামনে আনতে পেরেছি, তবে আমরা খুব শীঘ্রই আরও বিস্তারিত ভাবে তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ধরনের নতুন নতুন স্মার্টফোনের খবর পেতে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে ভুলবেন না প্রয়োজনে গুগল নিউজে আমাদের ফলো করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment