মাথা খারাপ করার মতো 360 ডিগ্রি ক্যামেরা, দুর্ধর্ষ ডিজাইন নিয়ে Google Pixel 9 Pro আসছে,রইলো ছবি

সম্প্রতি অনলাইনে একটি রেন্ডারের মাধ্যমে গুগল এর নতুন স্মার্টফোন Google Pixel 9 Pro প্রকাশিত হয়েছে। গতবছর অক্টোবর মাসে গুগল তাদের Pixel 8 এবং Pixel 8 Pro লঞ্চ করেছে। তবে এখন সংস্থাটি পিক্সেল সিরিজের Pixel 9 স্মার্টফোনটির উপর বিশেষ নজর দিয়েছে। তাহলে আসুন গুগলের নতুন Pixel 9 Proডিভাইসটি সম্পর্কে রেন্ডার থেকে কি জানা গেছে দেখুন।

google news

Google Pixel 9 Pro রেন্ডার সামনে এলো

একজন বিশিষ্ট টিপসটার আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এনেছেন, সেখান থেকে জানা গেছে Google Pixel 9 Pro স্মার্টফোনটিতে 6.65 ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি আগের মডেলটি থেকে খানিকটা ছোটো, ডিসপ্লেটের ডিজাইন কেন্দিভূত পাঞ্চ-হোল কাট আউট রাখা হয়েছে। রেন্ডার থেকে জানা গেছে Pixel 9 Pro ডিসপ্লেটির চারিদিকে পাতলা বেজেল রাখা হয়েছে।

Nokia G42 5G ফোনটিতে চলে এল Android 14 এর আপডেট, সাথে বাড়বে ব্যাটারি লাইফ

Google Pixel 9 Pro

Google Pixel 9 Pro Specification সম্ভাব্য

SpecificationsDetails
ProcessorQualcomm Snapdragon 8 Plus Gen 1
RAM12 GB
Internal Storage 512 GB Inbuilt Memory
Display6.65 inches (16.89 cms)
Resolution1080 x 2400 pixels Super AMOLED
Refresh Rate120 Hz
Rear Camera108 MP+ 50 MP+ 16 MP Rear Camera
Rear Camera Video8K@24fps (HDR), 4K@24/30/60fps (HDR10+, 10-bit Dolby Vision HDR
Front Camera24 MP
Front Camera Video4K@30/60fps, 1080p@30/60fps, gyro-EIS
Battery Capacity5500 mAh
Charging90W wired, 50W wireless
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v13,  

গুগলের এই স্মার্টফোনটি একটি পাতলা ফ্রেম দ্বারা নির্মিত, ডিভাইসটির ডানদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং বাঁদিকে পরিষ্কারভাবে অ্যান্টেনা মার্কিন করা হয়েছে। এছাড়াও দুর্দান্ত আসন্ন এই স্মার্টফোনটিতে নিচের দিকে স্পিকার গ্রিল, সিম ট্রে এবং USB Type-C চার্জার পোর্টটি দেওয়া হয়েছে।

Redmi চীনের নববর্ষ উপলক্ষে স্পেশাল এডিশন ফোন নিয়ে আসছে, লঞ্চের আগেই অনলাইনে ফাঁস ইমেজ

আসন্ন Google Pixel 9 Pro তে পরিমাপ রাখা হয়েছে 162.7×8.2 mm ক্যামেরা বাম্পের সাথে 12.0 mm পর্যন্ত বৃদ্ধি পাবে। ব্যাক প্যানেলে একটি চমৎকার আড়াআড়ি ভাবে ক্যামেরা মডিউল ডিজাইন দেখতে পাওয়া গেছে। যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে, ক্যামেরাগুলি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, টেলি ফটো সেন্সর যুক্ত থাকবে।

মনে করা হচ্ছে গুগলের এই নতুন ডিভাইসটি এই বছরেই লঞ্চ করা হবে। তবে দাম এবং লঞ্চের ডেট এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করেনি। তবে শীঘ্রই আমরা আসন্ন এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের তথ্য প্রদান করব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment