iQOO Neo 7 Pro এক ধাক্কায় 4,000 টাকা সস্তা হল রিপাবলিক ডে সেলে, সুযোগ হাতছাড়া না

ই-কমার্স সাইট অ্যামাজনে এখন চলছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale) এই সেলেতে iQOO Neo 7 Pro স্মার্টফোনটির দাম অনেকটাই কমে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি লঞ্চ হওয়ার সময় এর দাম ছিল 34,999 টাকা, কিন্তু এখন অ্যামাজনে সেলের মাধ্যমে এর প্রারম্ভিক দাম রাখা হয়েছে 30,999 টাকা।

google news

এছাড়াও আপনার কাছে যদি এসবিআই ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে 10% অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। আপনি যদি এখন মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে এটি আপনার কাছে খুব ভালো একটা সুযোগ হবে. iQOO Neo 7 Pro ডিভাইসটি আপনার জন্য কতটা ভালো হবে আসুন সেটি জেনে নিন।

iQOO Neo 7 Pro pic

Amazon Great Republic Day Sale: iQOO Neo 7 Pro মিলছে অনেক কমে

ভারতের বাজারে 30,000 টাকার মধ্যে যেকোনো স্মার্টফোনকে সরাসরি টক্কর দিতে সক্ষম এই স্মার্টফোনটি। ডিভাইসটিতে অসাধারণ ফিচার যোগ করা আছে যা আপনার ইউজার এক্সপেরিয়েন্স কে আকর্ষিত করবে। আপনি যদি একজন গেমিং লাভার হন তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হবে, কারণ এতে অত্যাধুনিক কুলিং সিস্টেম দেওয়া আছে।

নতুন লঞ্চ হওয়া Oukitel WP33 Pro ফোনটি এক চার্জেই চলবে 7 দিন | Oukitel WP33 Pro Specification

স্মার্টফোনটির ডিসপ্লেটির কথা যদি বলা হয় তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি আপনাকে 10 বিট কালার এবং 120 Hz রিফ্রেশ রেট অফার করে যা ডিভাইসটিকে স্মুথ চলতে সাহায্য করে। এতে আপনি 1200 হার্টজ টাচ রেসপন্স রেটের সাথে BGMI এর মত হাইগ্রাফিক্স গেম অতি সহজেই ফোনটিতে খেলতে পারবেন।

iQOO Neo 7 Pro

এ তো গেল ডিসপ্লের কথা এছাড়াও আপনি iQOO Neo 7 Pro এর ক্যামেরার মাধ্যমে অসাধারণ ফটোগ্রাফি করতে পারবেন। অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) এর সাথে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের মাধ্যমে যথেষ্ট আলোতে চমৎকার ডিটেলস যুক্ত পিকচার তুলতে পারবেন। তবে ডিভাইসটির পোট্রেট মোডটিতে কোম্পানির একটু কাজ করা প্রয়োজন, তাছাড়া iQOO Neo 7 Pro ক্যামেরা অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় যথেষ্ট ভালো।

আপনি যদি অনেক সময় ধরে ভিডিও কল করতে পছন্দ করেন এবং ইউটিউব স্ট্রিমিং ও মোবাইলের মাধ্যমে বিজিএমআই এর মত ভারী গেম খেলেন সেদিক থেকে এই স্মার্টফোনটি আপনার জন্য দারুন একটা বিকল্প হবে। এছাড়া এই স্মার্টফোনটিতে এই রকম ভারী কাজের জন্য 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিটি আপনাকে অনায়াসে একদিন স্ট্যান্ডবাই ব্যাকআপ দিতে সক্ষম। এরপরও যদি আপনার চার্জের প্রয়োজন হয় তাহলে এখানে আপনি পেয়ে যাবেন আলট্রা ফাস্ট 120 ওয়াট USB Type-C চার্জার যার মাধ্যমে আপনি খুব সহজেই 20 মিনিটের মধ্যে স্মার্টফোনটি ফুল চার্জ করতে পারবেন।

Samsung কোম্পানির Samsung Galaxy M55 ফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল

আশা করি iQOO Neo 7 Pro স্মার্টফোনটির অ্যামাজন এর সেলের ব্যাপারে যথেষ্ট তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি কোনো অংশে আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। এই ধরনের অন্যান্য নতুন ফোনের অফার এবং ছাড়ের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment