নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন

নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন । Moto G34 5G Specification

নমস্কার সকলকে আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন

Motorola কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Moto G34 5G ভারতের বাজারে আনতে চলেছে খুব শীঘ্রই। সামনের 9 জানুয়ারী, 2024 সে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই অসাধারন ফোনটি। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Moto G34 5G ফোনটি। এই ফোনের বিশেষত্ব হল খুবই কম দামে অনেক ভালো ফিচার্স পেয়ে যাবেন এই ফোন মধ্যে। আসুন আর দেরি না করে নিচের প্রতিবেদন থেকে নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন তা জেনে নিই।

নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন

Highlights :-

  • ইতিমধ্যেই শপিং সাইট Flipkart এর পক্ষ থেকে Moto G34 5G ফোনের টিজার ও লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে।
  • এই ফোনের মধ্যে Moto কোম্পানি প্রিমিয়াম ভেগান লেদার কাভার দিয়েছে, এছাড়াও বেশ কয়েকটি রঙে এই ফোন বাজারে আসবে বলে কোম্পানি জানিয়ে।
  • এই ফোনটি আগামী 9 জানুয়ারি,2024 তারিখে ভারতে লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছে Moto কোম্পানির তরফ থেকে।
  • এছাড়াও এই ফোনের টিজারের মাধ্যমে ফোনের প্রায় সব Specification প্রকাশ হয়ে গিয়েছে।

Moto G34 5G Specification

SpecificationDetails
ProcessorQualcomm SM6375 Snapdragon 695 5G
RAM8 GB
Internal Storage128 GB
Display6.5 inches; Super AMOLED
Resolution720 x 1600 pixels (270 ppi)
Refresh Rate120 Hz
DesignBezel-less With Notch
Rear CameraDouble Camera Setup
Main Camera50 MP Wide Angle Primary Camera
Ultra-Wide Camera2 MP Ultra-Wide Angle Camera
Video Recording (Rear)1080p@30fps
Front Camera16 MP Wide Angle Lens
Front Video Recording1080p@30fps
Battery Capacity5000 mAh
Fast Charging18 W Fast Charging; USB Type-C Port
SIMSIM1: Nano, SIM2: Nano (Hybrid)
5G SupportSupported in India
Operating SystemAndroid 13

Moto G34 5G Teaser

Moto G34 5G ফোনটির Display

Moto এর এই নতুন Moto G34 5G স্মার্টফোনটির ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ দেওয়া হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বড় সাইজের 6.5 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 720 x 1600 পিক্সেলের রেজুলেশন এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (270 PPI) এছাড়া ডিভাইসটিতে উপলব্ধ করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট যা ফোনটিকে অনেক স্মুথ হতে সাহায্য করবে। আরো থাকছে একটি Bezel less এবং Notch ডিসপ্লে।

নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন

Moto G34 5G ফোনটির Camera Quality

Moto G34 5G স্মার্টফোনটি কিন্তু তার চমৎকার ক্যামেরার জন্য বিখ্যাত হবে। আজকের এই Moto G34 5G এর ফোনটিতে দেখতে পাবো 50 MP এর ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এর সাথেই থাকছে 2 MP এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সামনের দিকে সেলফি এবং ভিডিও রেকর্ডিং করার জন্য পেয়ে যাবেন 16 MP এর সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথেই বলে রাখি ডিভাইসটিতে দেওয়া হয়েছে ডাবল ক্যামেরা সেটআপ।

Moto G34 5G ফোনটির Processor

Moto তাদের এই নতুন ডিভাইসটিতে দিয়েছে অত্যাধুনিক প্রসেসর। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm SM6375 Snapdragon 695 5G এর মতো শক্তিশালী প্রসেসর যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম।

নতুন লঞ্চ হতে যাওয়া Moto G34 5G ফোনটি কেমন

Moto G34 5G ফোনটির Battery & Charger

Moto G34 5G এই নতুন 5G স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর মত বড় ব্যাটারি। এই ব্যাটারি গুলি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হবে USB Type-C কেবল এবং সাথেই 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই ব্যাটারির মাধ্যমে আপনি 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

Moto G34 5G ফোনটির দাম

Moto কোম্পানির পক্ষ থেকে চীনে Moto G34 5G ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল এবং এর দাম রাখা হয়েছিল 999 ইউয়ান এরমানে ভারতীয় মুদ্রায় প্রায় 11,990 টাকা। ভারতেও এই ফোনটি এই প্রাইস সেগমেন্টেই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *