Honor 90 5G Amazon Offer: নতুন বছর শুরু হয়ে আজ ছয় দিন হয়ে গেছে এর মধ্যেই অনেক মানুষ আছেন যারা পিকনিক করে ফেলেছেন। কিন্তু অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত এই ধরনের কোন কিছু করেননি। বছরের এই নতুন নতুন মুহূর্তগুলো স্মৃতি করে রাখতে আমরা সকলেই ছবি তুলি আর এই ছবিগুলি যাতে সুন্দর এবং উন্নত মানের হয় তার জন্য ক্যামেরা ব্যবহার করি বা স্মার্টফোনকে ব্যবহার করি। আর আপনি যদি এরকম একটি সুন্দর উন্নত মানের ছবি তোলার জন্য একটি স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তাহলে Honor 90 5G ডিভাইসটি একবার দেখতে পারেন। কারণ 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত একটি বিশেষ অফারে ডিভাইসটি কম দামে কিনতে পারবেন।
Honor 90 5G Amazon Offer Price
বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন তারা এই স্মার্টফোনটিকে 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে অফার করছে। এছাড়া আপনার কাছে যদি আইসিআইসিআই এসবিআই এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে 3000 টাকা ছাড় পাবেন এবং আপনার পুরনো স্মার্টফোনটি বদল করে 5000 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা ইএমআই দিয়ে ডিভাইসটি নিজের করতে চাইছেন তাদের জন্য 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা রয়েছে।
উপরের অফারগুলি ছাড়াও অনর 90 5G ডিভাইসটির 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 29,999 টাকায়। পাশাপাশি এর 12 GB র্যাম এবং 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন 31,999 টাকায়। এই স্মার্টফোনটি এখন ডায়মন্ড সিলভার এবং মিডনাইট ব্ল্যাক এবং পান্না গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।
বছরের শুরুতে Samsung এর সস্তা 5G ফোনে স্টোরেজ বাড়িয়ে 128 GB করেছে আর কি পরিবর্তন হয়েছে জানুন
Honor 90 5G Camera
ওনার তাদের স্মার্ট ফোন গুলিতে দারুন কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করে। এই ডিভাইসটিতে আপনি অসাধারণ লুকের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। ডিভাইসটিতে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি ফুল এইচডি ভিডিও সহজেই রেকর্ডিং করতে পারবেন। এছাড়া সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 50 মেগাপিক্সেলের একটি হাই কোয়ালিটি ফন্ট ক্যামেরা অফার করা হয়েছে।
Honor 90 5G Display
স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো রকম ত্রুটি রাখা হয়নি, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির 1.5 K কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে যেখানে 1200×2664 পিক্সেলের রেজুলেশন এর সাথে 120 Hz এর রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি 435 PPI এর পাবেন। ডিসপ্লেটির নিটস ব্রাইটনেস 1600 রাখা হয়েছে, ডিসপ্লেটির বিশেষত্ব হলো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখে কোনো রকম সমস্যা হবে না।
Honor 90 5G Processor
সংস্থাটি তাদের এই চমৎকার ডিভাইসটিতে পারফর্মেন্স উৎকৃষ্ট করার জন্য Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দিয়েছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই হাই গ্রাফিক্সের গেমগুলি খেলতে পারবেন এবং প্রসেসরটি তাড়াতাড়ি গরম হয় না যার কারণে পারফরম্যান্স আরো বাড়িয়ে তোলে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে Android V13 যা ম্যাজিক ওএস 7.1 কাস্টমস কিনে চলবে।
Honor 90 5G Battery & Charger
তাগড়া ফিচার লোডেড স্মার্টফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ যা USB Type-C পোর্টের মাধ্যমে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারিটি চার্জ সম্পূর্ণ হতে প্রায় 45 মিনিট মত সময় নেয় এবং একবার ফুল চার্জ হওয়ার পর কোন সমস্যা ছাড়াই 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।