Xiaomi 14 দুর্দান্ত ডিজাইনের সাথে অসাধারণ ক্যামেরা আপনার মন খুশি করে দেবে, জানতে দেখুন

আপনারা নিশ্চয়ই জানেন গত অক্টোবর মাসেই চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল Xiaomi 14 ফ্ল্যাগশিপ সিরিজ। এই সিরিজটিতে দুটি মডেল উন্মোচন করা হয়েছে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro. তবে একটি রিপোর্ট থেকে জানা গেছে গ্লোবাল মার্কেটে শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেল Xiaomi 14 লঞ্চ করা হবে। তবে খুব শীঘ্রই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 (MWC 2024) ইভেন্টের মাধ্যমে স্মার্টফোনটিকে বিশ্বের বাজারে আনুষ্ঠানিকভাবে পর্দা সরানো হতে পারে।

google news

তবে ইতিমধ্যেই Xiaomi 14 এনবিটিসি (NBTC)সার্টিফিকেশন প্লাটফর্মে উপস্থিত হয়েছে গ্লোবাল ভেরিয়েন্টের সাথে। সেখান থেকেই জানা গেছে থাইল্যান্ডে স্মার্টফোনটি প্রথম লঞ্চ হতে পারে।

Xiaomi 14

Xiaomi 14 গ্লোবাল ভ্যারিয়েন্ট টি NBTC সার্টিফিকেসন পেল

থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশনের (NBTC) সার্টিফিকেশন প্লাটফর্মে 23127PN0CG মডেল নম্বরের সাথে Xiaomi 14 গ্লোবাল ভ্যারিয়েন্ট টি তালিকাভুক্ত করা হয়েছে, মডেল নম্বরটির শেষে উপস্থিত ‘G’ অক্ষরটি গ্লোবাল মডেলের ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য, স্মার্টফোনটির মডেল নম্বর ছাড়া এনবিটিসি সার্টিফিকেসন প্লাটফর্ম থেকে ডিভাইসটির বিষয়ে অন্য কোন তথ্য পাওয়া যায়নি। তবে স্মার্টফোনটি যেহেতু চীনের বাজারে লঞ্চ হয়েছে সেখান থেকেই তার স্পেসিফিকেশনগুলি জানা গেছে।

Huawei P70 সিরিজ খুব শিগ্রই লঞ্চ হতে চলেছে , ক্যামেরা দেখে আপনিও অবাক হবেন

Xiaomi 14 Specification China Variant

চীনের বাজারে নভেম্বর মাসে স্মার্টফোনটি প্রথম আত্মপ্রকাশ করে, যেখানে ডিভাইসটিতে 6.36 ইঞ্চির বড় সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে এর সাথেই 4,610 mAh এর শক্তিশালী ব্যাটারি অফার করা হয়েছে। এই স্মার্টফোনটি লেটেস্ট Android v14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে এছাড়া আরও বিস্তারিত স্পেসিফিকেশনগুলি নিচে সুন্দরভাবে দেওয়া হয়েছে।

SpecificationsDetails
ProcessorQualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm)
RAM8GB+ 12GB+16GB
Internal Storage256 GB+ 512 GB+ 1 TB Inbuilt Memory
Display6.36 inches, 97.6 cm2 (~89.3% screen-to-body ratio)
Resolution1200 x 2670 pixels, 20:9 ratio (~460 ppi density)
Refresh Rate120 Hz
Rear Camera50 MP+ 50 MP+ 50 MP Rear Camera
Rear Camera Video8K@24fps (HDR), 4K@24/30/60fps (HDR10+, 10-bit Dolby Vision HDR
Front Camera32 MP
Front Camera Video4K@30/60fps, 1080p@30/60fps, gyro-EIS
Battery Capacity4610 mAh
Charging90W wired, 50W wireless
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v14,  HyperOS

Xiaomi 14 Display

শাওমির এই নতুন স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 6.36 ইঞ্চির 1.5K ওলেড এলটিপিও (OLED LTPO) ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে 3000 নিট পিক ব্রাইটনেস এর সাথে 120 Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লেটি সুরক্ষা দেয়ার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2. এই ডিসপ্লেটি খুব সুন্দর ভিডিও কোয়ালিটি প্রদান করতে সক্ষম।

Xiaomi 14

Xiaomi 14 Camera

শাওমি তাদের স্মার্টফোনটিতে সব সময় উৎকৃষ্ট মানের ক্যামেরা ব্যবহার করে থাকে, এক্ষেত্রেও এই স্মার্টফোনটিতে তারা ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটাপ ব্যবহার করেছে। যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তিযুক্ত 50 মেগাপিক্সেলের লাইট হান্টার 900 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের Gen1 আল্ট্রাওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের Gen1 টেলি ফটো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও সামনের দিকে অফার করা হয়েছে 32 মেগাপিক্সেলের OV 32B সেলফি ক্যামেরা, যার মাধ্যমে দুর্দান্ত কোয়ালিটির সেলফি তোলা সম্ভব।

সকলকে চমকে দিয়ে বাজারে ধুম মাচাতে আসছে Xiaomi Pad 7 Pro দেখুন খুঁটিনাটি

Xiaomi 14 Processor

প্রসেসরের দিক থেকে সাওমি কখনোই পিছিয়ে থাকে না তাই, এই স্মার্টফোনটিতে পারফরম্যান্স উন্নত করার জন্য ব্যবহার করা হয়েছে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট যেটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Android v14 যা লেটেস্ট হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করবে।

Xiaomi 14 Battery & Charger

অসাধারণ চমৎকার শাওমির এই নতুন স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 4,610 mAh এর শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারীটি চার্জ করার জন্য রয়েছে USB 3.2 Gen 1 এর 90 ওয়াট ফাস্ট চার্জার, এছাড়াও 50 ওয়াটের ওয়ারলেস চার্জিং অফার করা হয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment