Samsung Galaxy S24 FE স্মার্টফোনটির ক্যামেরা কেমন হতে চলেছে, সেই তথ্য লিক

Samsung কোম্পানির তরফ থেকে আসা একটি নতুন রিপোর্ট অনুযায়ী, Samsung কোম্পানির নতুন Samsung Galaxy S24 FE মডেলটিতে Samsung Galaxy S24, Samsung Galaxy S23 এবং Samsung Galaxy S23 FE স্মার্টফোনগুলির মতোই প্রধান ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরাটির বিশেষত্ব থাকবে 50 MP রেজোলিউশন এবং 1/1.57 ইঞ্চি সেন্সর সাইজ সহ 1.0μm পিক্সেল প্রধান ক্যামেরা। নতুন স্মার্টফোনে এটি দেখার পর আশ্চর্য হবার কিছু নেই, কারণ আমরা আগেও দেখেছি Samsung কোম্পানি পুরানো জিনিস পুনর্ব্যবহার করতে ভালোবাসে। আপনি যদি এই স্মার্টফোনটির ব্যাপারে আরও বিশদে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

google news
Samsung Galaxy S24 FE

Samsung Galaxy S24 FE Specification

SpecificationDetails
ProcessorQualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3
RAM12 GB
Internal Storage256 GB
Display6.1 inch, Dynamic AMOLED Screen
Resolution1080 x 2400 pixels (405 ppi)
Refresh Rate120 Hz
DesignPunch Hole Display
Rear CameraTriple Camera Setup
Main Camera50 MP Wide Angle Primary Camera
Ultra-Wide Camera12 MP Ultra-Wide Angle Camera
Macro Camera10 MP Macro Camera
Video Recording (Rear)8K@24/30fps
Front Camera32 MP Wide Angle Lens
Front Video Recording4K@30/60fps
Battery CapacityL4500 mAh
Fast Charging25 W Fast Charging; USB Type-C Port
SIMSIM1: Nano, SIM2: Nano (Hybrid)
5G SupportSupported in India
Operating SystemAndroid 14

Samsung Galaxy S24 FE লঞ্চের তারিখ

যদিও এই Samsung Galaxy S24 FE স্মার্টফোনটির লঞ্চের তারিখ অফিসিয়াল ভাবে এখনো জানা যায়নি, তবে www.gsmarena.com সার্টিফিকেশন সাইটের মতে সম্ভবত এই বছরের শেষের দিকে Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি লঞ্চ হবে। এই স্মার্টফোনটি 2025 সালের প্রথম দিকেও লঞ্চ হতে পারে। আবার দেখা যাবে, কোনো কোনো দেশের ক্ষেত্রে এই Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি এই বৎসরের শেষের দিকে লঞ্চ করা হলেও, অনেক দেশে এই স্মার্টফোনটি 2025 সালের প্রথম দিকে লঞ্চ হবে।

Samsung Galaxy S24 FE সম্পর্কে তথ্য

এখনো পর্যন্ত জানা গিয়েছে এই Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি SM-S721 মডেল নম্বর এবং R12 কোডনামের সাথে বাজারে আসতে চলেছে। যেখানে আমরা Samsung Galaxy S23 FE স্মার্টফোনটির কোডনাম R11 দেখতে পেয়েছিলাম। যদিও, এই স্মার্টফোনটি লঞ্চ হতে এখনো অনেক সময় আছে, তাই আমরা আসা করছি আগামী সপ্তাহগুলোতে Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment