অনেক প্রতীক্ষার পর Motorola কোম্পানি তাদের Motorola Edge 50 সিরিজের স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। Motorola কোম্পানির তরফ থেকে জানা গেছে এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনটি ভারতের বাজারে 18 ই জুন দুপুর 12 টায় লঞ্চ করবে এবং ইতিমধ্যেই স্মার্টফোনটির AI ফিচার এর বিঞ্জাপনের মাধ্যমে প্রমোট করা শুরু হয়েছে। আপনি যদি একটি বাজেট স্মার্টফোন কেনার কথা চিন্তাভাবনা করে থাকেন ও এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Motorola Edge 50 Ultra Specification
Motorola কোম্পানির এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনটি তার ল্যান্ডিং পেজে মোট তিনটি রঙের সাথে উপস্থিত হয়েছে, যা থেকে আমরা স্পষ্টতই ধারণা করতে পারি এই স্মার্টফোনটি ভারতীয় গ্রাহকদের কাছে পীচ ফাজ এবং নর্ডিক উড, এবং ফরেস্ট গ্রে যা বাস্তবে একটু সবুজাভ দেখায় এই তিনটি রঙের সাথে উপলব্ধ হবে।
আমরা ইতিমধ্যেই এই স্মার্টফোনটি দেখেছি, যেখানে এই স্মার্টফোনটির অনেক ফিচারই গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে হয়েছে। আমরা এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনটির মধ্যে একটি অসাধারণ স্ক্রিন, 125W দ্রুত চার্জিং সাপোর্ট, 4500 mAh এর মতো বড়ো ব্যাটারি ব্যাকআপ, চমৎকার স্পিকার এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি লক্ষ করেছি। আমরা যখন এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনটি পরীক্ষা করেছি, তখন এই স্মার্টফোনটির পারফরম্যান্স অতন্ত চমৎকার ছিল।
Motorola Edge 50 Ultra দাম
Motorola Edge 50 Ultra স্মার্টফোনটির UK এর বাজারে 1 TB ইন্টারনাল স্টোরেজ + 16 GB RAM ভ্যারিয়েন্টটির দাম £829 যা ভারতীয় মূল্যে 87,990 টাকা ও ইউরোপে এই স্মার্টফোনের 512 GB ইন্টারনাল স্টোরেজ + 12 GB RAM ভ্যারিয়েন্টটির দাম €891 যা ভারতীয় মূল্যে 79,907 টাকা। যদিও বাজারভেদে প্রায়ই দামের পার্থক্য লক্ষ করা যায় তাই আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল দামটি কী হয় তা জানার জন্য।
আরও জানুন
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।