HMD Atlas বাজেটের মধ্যে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে বাজারে আসছে, রইলো বিস্তারিত তথ্য

এই বছরের প্রথমদিকে কম্পানিটি HMD Vibe স্মার্টফোনটি লঞ্চের পরে এখন তারা যুক্তরাষ্টের বাজারে নতুন একটি হ্যান্ডসেট নিয়েআসার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ডিভাইসটির নাম HMD Atlas রাখা হয়েছে। এই স্মার্টফোনটির ডিজাইন 2022 সালে লঞ্চ হওয়া Nokia G400 হ্যান্ডসেটের উত্তরসূরি হবে বলে একজন টিপ্সটার রেন্ডারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তাহলে আসুন রেন্ডার থেকে কি কি জানা গেছে সেগুলি দেখে নিন।

google news

HMD Atlas রেন্ডার প্রকাশ্যে এল

এক্স প্লাটফর্মে এইচএমডি মিমস নামক একটি অ্যাকাউন্ট থেকে HMD Atlas স্মার্টফোনটির একটি স্কেচ এবং একটি রেন্ডার ইমেজ শেয়ারের মাধ্যমে এসেছে। যেখান থেকে ফোনের ডিজাইন কেমন হবে তার একটা আগাম আভাস পাওয়া গেছে। হ্যান্ডসেটটির পিছনে দেখা মিলবে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল, এবং সামনের দিকে স্লিম বেজেল সহ পাঞ্চ-হোল কাটআউট সেলফি ক্যামেরার থাকছে। রেন্ডারের মাধ্যমে স্মার্টফোনটির কালার অলিভ গ্রীন হবে বলে দেখা যাচ্ছে, তবে এটি ছাড়াও আরো অন্য রঙের সাথে ফোনটির দেখা মিলবে।

Motorola Edge 50 Ultra ভারতে লঞ্চ: অসাধারণ ফিচার ও বাজেট দামে – দেখলেই চমকে যাবেন

HMD Atlas সম্ভাব্য স্পেসিফিকেশন

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 6.64 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, এই ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন এর সাথে 120 Hz রিফ্রেশ যুক্ত। হ্যান্ডসেটটিতে পারফর্মেন্সের জন্য Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর অফার করা হবে, এছাড়া 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ থাকবে। ক্যামেরা কথা বলতে ফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ডেপ্থ সেন্সর অফার করা হয়েছে। সামনের দিকে সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা মিলবে।

এতো সুন্দর ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য দেওয়া হয়েছে 5500 mAh ব্যাটারি যা কিনা কুইক চার্জ 4.0 প্রযুক্তি সাপোর্ট করতে সক্ষম। আরো অন্নান্য ফিচার্স হিসাবে থাকছে 5G, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.1, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)। এছাড়াও ডিভাইসটি একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অডিওর জন্য একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।

HMD Atlas ফোনটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 239.99 ডলার (প্রায় 20,050 টাকা) হবে বলে মনে করা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ সম্পর্কে সঠিক ভাবে তথ্য সামনে আসেনি।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment