প্লাস্টিকের যুগ শেষ করতে সত্যিকারের কাঠের ব্যাক প্যানেল নিয়ে চমক দিতে হাজির Motorola Edge 50 Ultra

Subham

Motorola Edge 50 Ultra wood Textured

ইতিমধ্যে জানা গেছে মটোরোলা ভারতীয় বাজারে আবার একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, যার নাম রাখা হয়েছে Motorola Edge 50 Ultra.যদিও এই হ্যান্ডসেটটি এর আগে গত মাসে গ্লোবাল মার্কেটে Motorola Edge 50 Fusion-এর সাথে লঞ্চ করা হয়েছিল। বর্তমান সময়ে ভারতীয় বাজারে Edge 50 Fusion বিক্রি হচ্ছে, তবে সংস্থাটি একটি টিজারের প্রকাশ করেছে যে Motorola Edge 50 Ultra খুব শীঘ্রই নতুন সংস্করণের সাথে এদেশে লঞ্চ হবে।

google news

নতুন সংস্করণের সাথে আসা এই স্মার্টফোনটিতে কিছু নতুন বৈশিষ্ট লক্ষ্য করা যাবে যেমন, Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং ওয়্যার্ড ও ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 4500 mAh ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক Motorola Edge 50 Ultra স্মার্টফোনে কি কি নতুন বৈশিষ্ট রয়েছে।

Motorola Edge 50 Ultra ভারতে লঞ্চের জন্য প্রস্তুত

মটোরোলা ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে “কামিং সুন” ট্যাগ সহ স্মার্টফোনটির একটি টিজার শেয়ার করেছে। টিজারে প্রকাশ করা ইমেজে দেখা গেছে কাঠের টেক্সচারযুক্ত রিয়ার প্যানেল এবং ক্যামেরা উনিটের সাথে ডিভাইসটির পিছনের অংশ। টিজার থেকে বোঝা যাচ্ছে Edge 50 Ultra একটি ‘নর্ডিক উড’ ভেরিয়েন্ট। মনে করা হচ্ছে নতুন সংস্করণটি গ্লোবাল মডেলের মতো ফিচার্স ভারতীয় মডেলেও থাকবে।

আরো পড়ুন: Vivo V40 Pro স্মার্টফোনের লঞ্চের খবর, অফিশিয়াল স্পেসিফিকেশন এবং বিস্তারিত তথ্য – এখনই জেনে নিন

Motorola Edge 50 Ultra wood Textured
Motorola Edge 50 Ultra wood Textured

Motorola Edge 50 Ultra স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট

চমৎকার এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, যেখানে 16GB পর্যন্ত এলপিডিডিআর 5X র‍্যাম এবং 1TB পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজের দেখা মিলবে। অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে Android v14 যা হ্যালো ইউআই (Hello UI) কাস্টম স্কিনে রান করবে। এছাড়াও থাকবে একটি বড়ো মাপের 6.7 ইঞ্চির 144 Hz ফুল-এইচডি+ পোলড ডিসপ্লে।

উন্নত মানের ছবি তোলার জন্য Motorola Edge 50 Ultra স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 3x পর্যন্ত অপটিক্যাল জুম যুক্ত একটি 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অফার করা হয়েছে। সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

আরো পড়ুন: Poco M6 সিরিজে নতুন চমক: আসছে Poco M6 Plus 4G, জেনে নিন লঞ্চ ডেট ও স্পেসিফিকেশন

ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি যা একটি 125 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। অন্য ফিচার্স হিসাবে থাকছে ডুয়েল 5G, 4G, ওয়াই-ফাই, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডৌ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ 5.4 এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। Motorola Edge 50 Ultra ফোনটিতে সুরক্ষা প্রদান করার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল এবং ধুলো বালির হাত থেকে রক্ষা করার জন্য থাকছে (IP68) রেটিং।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment