Poco M6 সিরিজে নতুন চমক: আসছে Poco M6 Plus 4G, জেনে নিন লঞ্চ ডেট ও স্পেসিফিকেশন

Poco M6 Plus 4G:- ইতিমধ্যেই আমরা Poco কোম্পানির Poco M6 সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন পেয়েছি। সেগুলি হল Poco M6 5G, Poco M6 Pro এবং Poco M6 Pro 5G। তবে এবার Poco কোম্পানির এই Poco M6 সিরিজের একটি নতুনা স্মার্টফোন খুব শীগ্রই খোলা বাজারে লঞ্চ হতে চলেছে বলে জানা যাচ্ছে। আসা করা হচ্ছে, এই নতুন স্মার্টফোনটি Poco M6 Plus নাম নিয়ে খোলা বাজারে লঞ্চ করা হবে। যদিও, Poco M6 Plus স্মার্টফোনটি সম্পর্কে Poco কোম্পানি আনুষ্ঠানিকভাবে কোন তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করেনি, তবে খুব শীগ্রই Poco M6 Plus 4G স্মার্টফোনটির লঞ্চ হবার ব্যাপারে নিশ্চিত হয় গেছে।

google news

Poco কোম্পানির Poco M6 সিরিজের Poco M6 Plus 4G স্মার্টফোনটি 11 ই জুন একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে খোলা বাজারে লঞ্চ করা হবে এই ব্যাপারে Poco কোম্পানির গ্লোবাল X অ্যাকাউন্ট এর একটি পোস্ট থেকে নিচিত হয় গেছে। আপনি যদি এই Poco M6 Plus 4G স্মার্টফোনটি কোন কোন স্পেসিফিকেশন নিয়ে খোলা বাজারে আসতে চলেছে এই সম্পর্কে সঠিক তথ্য পেতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Poco M6 Plus 4G

Poco M6 Plus 4G Specification

লিক হওয়া তথ্য এর মধ্যে এই Poco M6 Plus 4G স্মার্টফোনটিকে “এন্টারটেইনমেন্ট ম্যাজিশিয়ান” বলা হয়েছে। এছাড়াও, লিক হওয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে এই স্মার্টফোনটির ডিজাইন Poco M6 Pro ও Poco F6 স্মার্টফোন দুটির সংমিশ্রনে বানানো হয়েছে। এক কথায় এই স্মার্টফোনটিকে দেখতে Redmi 13 এর মতো দেখতে লাগছে। তবে Poco কোম্পানি এই স্মার্টফোনটির পিছনের দিকে নিজেদের ব্র্যান্ডিংটি বেশ বড়ো করে দেখিয়েছে।

Poco কোম্পানির এই স্মার্টফোনটি যদি সত্যিই Redmi 13 স্মার্টফোনটির সাথে সাদৃশ্য বজায় রাখে, তাহলে আশা করা যায় এই Poco M6 Plus 4G স্মার্টফোনটিতে 6.79 ইঞ্চির একটি এলসিডি টাচস্ক্রিন থাকবে যার রিফ্রেশ রেট 90 Hz এবং পিক উজ্জ্বলতা থাকবে 550 নিট। এই Poco M6 Plus 4G স্মার্টফোনটি 108MP প্রধান ক্যামেরার পাশাপাশি 2 MP ম্যাক্রো ক্যামেরা ও 13 MP সেলফি ক্যামেরার সাথে খুব তাড়াতাড়ি খোলা বাজারে লঞ্চ হতে চলেছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে 5,030 mAh এর মতো একটি বড়ো ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য 33W দ্রুত চার্জিং সিস্টেম প্রদান করা হয়েছে।এমএএইচ ব্যাটারি থাকবে। এই স্মার্টফোনটি অবশ্যই Android 14 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে এবং এই স্মার্টফোনটির পাওয়ার বোতামে এম্বেডেড সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Poco M6 Plus 4G দাম

Poco M6 Plus 4G স্মার্টফোনটি মোট দুটি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হতে চলেছে। যেখানে 6 GB RAM + 128 GB ইন্টারনাল স্টোরেজের দাম $129 অর্থাৎ ভারতীয় মূল্যে 10,773 টাকা ও 8 GB RAM + 256 GB ইন্টারনাল স্টোরেজের দাম $149 অর্থাৎ ভারতীয় মূল্যে 12,444 টাকা।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment