OPPO Reno 12F অফিসিয়াল ভাবে লঞ্চের আগেই স্পেসিফিকেশন এবং দাম ফাঁস গেল, দেখুন কি থাকছে

Oppo Reno 12 সিরিজ চীনের বাজারে লঞ্চের পরে ওপো এখন নিচ্চিত করেছে যে Oppo Reno 12 সিরিজটি এখন ভারত সহ গ্লোবাল মার্কেটে নিয়ে আসবে এই সিরিজে যে সব ফোনগুলি থাকবে সেগুলি হলো OPPO Reno 12, OPPO Reno 12 Pro, এবং OPPO Reno 12F. একজন বিশিষ্ট টিপ্সটার আসন্ন OPPO Reno 12F স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এনেছেন। মনে করা হচ্ছে এই হ্যান্ডসেটটি Reno 11F-এর উত্তরসূরি হিসাবে বাজারে আসবে। চলুন তাহলে ওপোর এই নতুন ডিভাইসটির সম্পর্কে বিস্তারিত জানাযাক।

google news
  • X প্ল্যাটফর্মের মাধ্যমে টিপস্টার চুন ভাই বলেছেন OPPO Reno 12F 4G এবং 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে।
  • ডিলিট করে ফেলা একটি পোস্টে, টিপস্টার প্রকাশ করেছেন যে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে Reno 12F 4G এর দাম হতে পারে USD 300, প্রায় 25,000 টাকা।
  • টিপস্টার 5G ভেরিয়েন্ট সম্পর্কে বিশদ প্রকাশ করেনি, তবে এটি 4G ভেরিয়েন্টের চেয়ে বেশি দামের হবে বলে আশা করা হচ্ছে।
  • এদিকে, টিপস্টার আরও জানিয়েছে যে আসন্ন OPPO Reno 12F কমলা, সবুজ এবং ধূসর রঙের শেডগুলিতে পাওয়া যাবে।

OPPO Reno 12F স্পেসিফিকেশন ও বৈশিষ্ট

লিক হওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 12F 4G ভেরিয়েন্ট স্মার্টফোনটিতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 680 SoC চিপসেট অন্যদিকে OPPO Reno 12F 5G ভেরিয়েন্টিতে থাকবে MediaTek Dimensity 6300 চিপসেট। এই চিপসেটটি এর আগে Realme C65 এবং Vivo T3 Lite মডেলটিতে দেখা মিলেছে। তবে কিন্তু Reno 11F 5G ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে চিপসেট।

আরো পড়ুন: প্রথমবার চার্জিং সমস্যা দূর করতে বিরাট বদল নিয়ে সিলিকন-অ্যানোড ব্যাটারি নিয়ে আসছে Realme GT7 Pro

oppo reno 12f specification
oppo reno 12f specification

দুটি ভেরিয়েন্টেই কিন্তু একটি 50MP OmniVision OV50D প্রধান ক্যামেরার সাথে একটি LED রিং সহ পিছনে 8MP এবং 2MP সেন্সর দেখাতে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে কিন্তু এর আগের Reno 11F 5G হ্যান্ডসেটটিতে 64 মেগাপিক্সেল OmniVision OV64B প্রাথমিক ক্যামেরা সাথে বাজারে আত্মপ্রকাশ করেছিল। আগের মডেলের হিসাবে কিন্তু Reno 12F-এ 50 মেগাপিক্সেল ক্যামেরা ডাউনগ্রেডের মতো দেখাচ্ছে, যদিও ক্যামেরার গুণমান সম্পর্কে সঠিক ভাবে ফোনটি লঞ্চ হওয়ার পরেই জানা যাবে।

আরো পড়ুন: Redmi A3x: Xiaomi-এর নতুন বাজেট স্মার্টফোন, যা জানলে আপনি চমকে যাবেন

অন্যদিকে সেলফি তোলার জন্য OPPO Reno 12F এর সামনের দিকে 32 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। টিপস্টার বিশেষভাবে উল্লেখ করেছেন যে OPPO Reno 12F 5G NFC-কে সমর্থন করবে, যেখানে কিন্তু 4G মডেলটি NFC এর সাথে আসবে না।

Reno 12F সম্পর্কে টিপ্সটার অন্য কোনও বিশেষ তথ্য প্রকাশ করেনি, তবে ফোনটি ইতিমধ্যেই BIS, EEC এবং TDRA সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে এবং সেখান থেকেই জানা গেছে যে 5G ভেরিয়েন্টে 5,000mAh ব্যাটারি থাকতে পারে এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের দেখা মিলবে। তবে যাইহোক, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বিবরণগুলির অনুমানের উপর ভিত্তি করে সংস্থাটি খুব তাড়াতাড়ি অফিসিয়াল বিবরণ সকলের সামনে আনবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment