প্রথমবার চার্জিং সমস্যা দূর করতে বিরাট বদল নিয়ে সিলিকন-অ্যানোড ব্যাটারি নিয়ে আসছে Realme GT7 Pro

রিয়েলমির তরফ থেকে এখনো পর্যন্ত Realme GT6 Pro কবে বাজারে আসবে বা স্পেসিফিকেশন সম্বন্ধে অফিসিয়াল ভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও, তবে কিন্তু Realme GT7 Pro কয়েক মাসের মধ্যেই বাজারে দেখা মিলবে ইতিমধ্যে ফাঁস হয়েছে। বিখ্যাত চীনের টিপসটার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে জানা গেছে সম্ভবত এই বছরের শেষের দিকেই রিয়েলমির এই নতুন ডিভাইসটি দেখতে পাওয়া যাবে।

google news

সম্প্রতি লিক হওয়া তথ্য থেকে জানা গেছে realme তাদের এই নতুন হ্যান্ডসেটটিতে অনেক নিপুণভাবে কাজ করেছে, যেখানে দেখতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 1.5K LTPO OLED ডিসপ্লে ও Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর। সাথেই থাকবে 5500 mAh এর মত বড় ব্যাটারি ব্যাকআপ। আসুন তাহলে Realme GT7 Pro হ্যান্ডসেটটির বিস্তারিত স্পেসিফিকেশনে কি কি থাকছে জানা যাক।

Realme GT7 Pro specification leak
Realme GT7 Pro specification leak

Realme GT7 Pro স্পেসিফিকেশন লিক

চীনের বিখ্যাত টিপসটার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ওয়েইবো পোষ্টের মাধ্যমে প্রকাশ করেছেন Realme GT7 Pro স্মার্টফোনটিতে দেখতে পাওয়া যাবে 1.5K রেজুলেশন যুক্ত একটি LTPO OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি একটি কাস্টমাইজ ডিসপ্লে হবে যা চীনের একটি প্রস্তুতকারকের মাধ্যমে বাজারে আনা হবে।

আরো পড়ুন: Redmi A3x: Xiaomi-এর নতুন বাজেট স্মার্টফোন, যা জানলে আপনি চমকে যাবেন

GT7 Pro হ্যান্ডসেটটিতে দেখতে পাওয়া যেতে পারে দুর্দান্ত Qualcomm Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর। এছাড়া স্টোরেজ হিসাবে থাকবে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ, ডিজিটাল চ্যাট স্টেশনের কথা অনুযায়ী ডিভাইসটির ব্যাটারীতে একটু পরিবর্তন করা হবে যেখানে চির প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির পরিবর্তে সিলিকন-অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হবে। যা লিথিয়াম-আয়ন ব্যাটারি তুলনায় দ্রুত চার্জ করা সম্ভব হবে, Realme-র এই স্মার্টফোনটিতে থাকতে পারে 5500 mAh এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।

আরো জানা গেছে Realme GT7 Pro স্মার্টফোনটিতে ফটোগ্রাফির কোয়ালিটি উন্নত করার জন্য 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকবে। যেটি 3X অপটিক্যাল জুম সাপোর্ট যুক্ত, তবে এখনো পর্যন্ত সামনের ক্যামেরা ও অন্যান্য ক্যামেরার সম্পর্কে টিপসটার সেই রকম কোনো তথ্য সামনে আনেননি। তবে অন্য একটি তথ্য থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি রিয়েল মির তরফ থেকে সবথেকে প্রথম স্মার্টফোন হবে যেখানে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে এতটুকুই তথ্য আছে আমরা খুব শীঘ্রই আরো ভালোভাবে বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment