Redmi A3x: Xiaomi-এর নতুন বাজেট স্মার্টফোন, যা জানলে আপনি চমকে যাবেন

এই বৎসর ফেব্রুয়ারি মাসে Redmi কোম্পানি Redmi A3 স্মার্টফোনটি লঞ্চ করে। এবার Xiaomi কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Redmi A3x ভারত এবং আন্তর্জাতিক বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের গ্লোবাল ওয়েবসাইটে দেখতে পাওয়া একটি স্মার্টফোন থেকে জানতে পারা গেছে। আপনি যদি এই সময় একটি বাজেট স্মার্টফোনের খোঁজ করে থাকেন, তাহলে এই Redmi A3x স্মার্টফোনটি আপনার জন্য একটি অনবদ্য অপসান হতে পারে। আপনি যদি এই Redmi A3x স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

google news

Redmi A3x Specification

m.gsmarena.com সার্টিফিকেশন সাইট থেকে খবর পাওয়া গেছে Redmi A3x স্মার্টফোনটি Unisoc T603 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়াও এই স্মার্টফোনটি সম্পর্কে জানা গেছে Redmi A3x স্মার্টফোনটি 3GB + 4GB RAM এবং 64GB + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে লঞ্চ হতে চলেছে।

Redmi A3x

Redmi A3x স্মার্টফোনটি 6.71 ইঞ্চি ডিসপ্লের সাথে লঞ্চ হতে চলেছে। এই ডিসপ্লেটি 720×1650 LCD স্ক্রিনের সাথে আসবে, যার সর্বাধিক উজ্জ্বলতা 500 নিট এবং রিফ্রেশ রেট 90 Hz। এছাড়াও, এই স্মার্টফোনটি 8 MP রিয়ার ক্যামেরা এবং 5 MP ফ্রন্ট ক্যামেরার সাথে খোলা বাজারে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটিতে আপনি 5,000 mAh এর মতো একটি বড়ো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 10W এর চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন।তবে মনে রাখবেন, আপনি যদি এই স্মার্টফোন কেনেন তাহলে এর বাক্স এর ভেতর আপনি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন না, যা আপনাকে বাইরে থেকে কিনতে হবে।

Redmi A3x স্মার্টফোনটির পাওয়ার বাটনের সাথে এমবেড করা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত। এছাড়াও, আপনি এই স্মার্টফোনটিতে ডুয়াল সিম যোগ করতে পারেন। এই স্মার্টফোনটিতে আপনি একটি 3.5 mm এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন। Redmi A3x স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হবে। এছাড়াও, এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটি দুইটি প্রধান অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দেয়। এই স্মার্টফোনটি ১৬৮.৪ x ৭৬.৩ x ৮.৩ mm এর হবে। এই স্মার্টফোনটি সম্পর্কে জানা গেছে এই স্মার্টফোনটি মোট তিনটি রংয়ের সাথে বাজারে উপলব্ধ হবে মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট, এবং অরোরা গ্রিন।

Redmi A3x দাম

এখনো পর্যন্ত Redmi A3x স্মার্টফোনটির দাম সঠিক ভাবে জানা না গেলেও, অনুমান করা হচ্ছে Redmi A3 এর তুলনায় Redmi A3x স্মার্টফোনটির দাম কম হবে। কারণ, যেহেতু Redmi A3 ও Redmi A3x স্মার্টফোন দুটির মধ্যে RAM গত পার্থক্য ছাড়া আর তেমন কিছু পার্থক্য লক্ষ করা যায়নি, তাই অনুমান করা হচ্ছে Redmi A3 এর তুলনায় Redmi A3x স্মার্টফোনটির দাম কম হবে।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment